কলকাতা, 25 নভেম্বর : বৃহস্পতিবার সকালেই রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipality)-এর ভোট হবে আগামী 19 ডিসেম্বর । শুক্রবারই কলকাতার পৌর ভোটের (Kolkata Corporation Election) জন্য প্রার্থী তালিকা (Candidate List) প্রকাশ করতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool congress) ৷
এই পৌর ভোটের প্রচারের দৌঁড়ে এগিয়ে থাকতে চাইছে ঘাসফুল শিবির ৷ কারা টিকিট পাবেন এই নির্বাচনে তা নিয়ে ইতিমধ্যেই শাসক দলের অন্দরে জল্পনা শুরু হয়েছে ৷ এদিন নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হোয়ার পর সেই জল্পনাই আরও জোরদার হয়েছে। সূত্রের খবর, তৃণমূল শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে বয়স বেশি হয়েছে বা দীর্ঘদিন ধরে অসুস্থ, শয্যাশায়ী এমন কোনও প্রাক্তন কাউন্সিলকে এবার আর প্রার্থী করা হবে না ৷ এই বিষয়টি মাথায় রেখেই প্রার্থী বাছাই করা হয়েছে ৷
সম্প্রতি দক্ষিণ কলকাতার এক বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ইঙ্গিত দিয়েছিলেন, পৌর ভোটের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ব্যাপক রদবদল করা হতে পারে। এক্ষেত্রে ইচ্ছাপূরণ না হলে জেহাদ করা চলবে না। এই নিয়ে কোনও অন্তর্ঘাত করার চেষ্টা হলে তা বরদাস্ত করা হবে না ৷ সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের নির্বাচনী বিষয়গুলি এই মুহূর্তে নজরে রাখছে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক। তারা চাইছে অপেক্ষাকৃত যুব মুখকে প্রার্থী করতে ৷ এবারের পৌরভোটে বয়স্ক ও অসুস্থদের টিকিট না দেওয়ার সুপারিশ করেছে পিকে-র সংস্থাও। তুলনায় বয়স কম, কর্মঠ এরকম মুখদের পৌরভোটে টিকিট দেওয়ার পক্ষে আইপ্যাক ৷ বয়স্ক এবং অসুস্থ কাউন্সিলরদের তুলনায় নতুন প্রার্থী অনেক বেশি স্থানীয় মানুষের কাছে গ্রহণযোগ্য হবেন বলেই মনে করছে তারা।
ফলে এবার কলকাতার একাধিক ওয়ার্ডে প্রার্থী বদলের সম্ভাবনা। এমনিতেই কলকাতার চারটি ওয়ার্ডে কো-অর্ডিনেটরদের প্রয়াণে নতুন প্রার্থীদের টিকিট দেবে তৃণমূল । প্রয়াত হয়েছেন 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপরাজিতা দাশগুপ্ত, 69 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুখদেব চক্রবর্তী, 121 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক চট্টোপাধ্যায় ও 143 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ ভট্টাচার্য। অবশ্য এঁদের প্রয়াণের আগেই দল ঠিক করেছিল, বয়স্ক এবং অসুস্থ প্রাক্তন কাউন্সিলরদের আর টিকিট দেওয়া হবে না। এবার আরও কিছু প্রাক্তন কাউন্সিলর বা কো-অর্ডিনেটরের নাম বাদের তালিকায় সংযোজিত হতে চলেছে।
সূত্রের খবর, এই তালিকায় রয়েছেন, 48 নম্বর ওয়ার্ডের সত্যেন দে, 55 নম্বর ওয়ার্ডের অরুণ দে, 62 নম্বর ওয়ার্ডের ইকবাল আহমেদ, 67 নম্বর ওয়ার্ডের বিজনলাল মুখোপাধ্যায়, 79 নম্বর ওয়ার্ডের রাম পেয়ারে রাম, 83 নম্বর ওয়ার্ডের মঞ্জুশ্রী মজুমদার, 89 নম্বর ওয়ার্ডের মমতা মজুমদার, 100 নম্বর ওয়ার্ডের সুস্মিতা দাম এবং 126 নম্বর ওয়ার্ডের শিপ্রা ঘটক। তবে শুধু প্রবীণরাই নন, তৃণমূলের এবারের বাতিলের তালিকায় রয়েছেন বেশকিছু অপেক্ষাকৃত কম বয়সী কিছু নেতা-নেত্রীরাও। মূলত তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ, পরিষেবা ও জনসংযোগ নিয়ে সাধারণের মধ্যে ক্ষোভ এক্ষেত্রে তাঁদের বিপক্ষে কাজ করতে পারে ৷ এবার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যে অপ্রত্যাশিত জয় পেলেও প্রবীণ ও অসুস্থদের একটা বড় অংশকে বাদ দেওয়া হয়েছিল সেই প্রার্থী তালিকা থেকে। এবার পুরভোটেও সেই প্রক্রিয়ায় জারি থাকবে বলে মনে করা হচ্ছে ৷