কলকাতা , 2 মে : প্রায় তিন সপ্তাহ পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলেন হাইকোর্টের তৃণমূলপন্থী আইনজীবীরা। সোমবার তৃণমূল লিগ্যাল সেলের তরফে এক সাংবাদিক বৈঠকে একথা জানান আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক। বার অ্যাসোসিয়েশন এবং বেঞ্চের সুসম্পর্ক বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি (Government lawyer withdrawn the decision to boycott Justice Abhijit Ganguly bench) ৷
বিশ্বব্রত বসু মল্লিক আরও জানান, বারংবার পরিস্থিতি স্বাভাবিক করার কথা উল্লেখ করার পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও আইনজীবীদের আশ্বাস দিয়েছেন যাতে ভবিষ্যতে বার এবং বেঞ্চের সম্পর্ক নষ্ট না হয়, সে চেষ্টা করবেন তিনি। বিচারপতির আশ্বাস তাঁদের বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার অন্যতম কারণ বলে জানানো হয় তৃণমূল লিগ্যাল সেলের তরফে।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছেন এবং সেই নির্দেশ ডিভিশন বেঞ্চে স্থগিত হলে তিনি ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে প্রশাসনিক নির্দেশ জারি করছেন ৷ যা কলকাতা হাইকোর্টের ইতিহাসে নজিরবিহীন বলে উল্লেখ করে ক্ষুব্ধ তৃণমূলপন্থী আইনজীবীরা এপ্রিলের মাঝামাঝি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করেন। পরিপ্রেক্ষিতে প্রথমবার কাউন্সিলের বৈঠকে তৃণমূল এবং বিজেপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি হয়। হাসপাতালে ভর্তি হতে হয় 3 জন আইনজীবীকে। ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল কলকাতা হাইকোর্ট চত্বর ৷
আরও পড়ুন : সরকারি আইনজীবীদের আদালত কক্ষে আসার অনুরোধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনুরোধের পরেও কোনও মামলায় সরকারপন্থী আইনজীবীরা হাজির থাকছিলেন না। অবশেষে সেই সিদ্ধান্ত আজ প্রত্যাহার করা হল ৷ স্বাভাবিকভাবেই সরকারপন্থী আইনজীবীরা না-থাকায় বহু মামলার রায় ঘোষণা করতে সমস্যায় পড়তে হচ্ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সেই সমস্যা এবার মিটবে বলেই মনে করছেন মামলাকারীরা ৷