ETV Bharat / city

Madan Mitra injured : মদন মিত্রের বাইকে লরির ধাক্কা, পায়ে চোট কামারহাটির বিধায়কের - বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে মদন মিত্র

বিটি রোডের রথতলার মোড়ের কাছে মদন মিত্রের বাইকে ধাক্কা মারে লরি ৷ বাইক থেকে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছেন তিনি (Madan Mitra injured) ৷

Madan Mitra injured
Madan Mitra injured
author img

By

Published : Jan 28, 2022, 10:15 PM IST

কলকাতা, 28 জানুয়ারি : সময়টা খুব একটা ভাল যাচ্ছে না তৃণমূল নেতা মদন মিত্রের ৷ ফেসবুক লাইভে এসে দলের বিরুদ্ধে কথা বলে বিপাকে পড়েছেন ৷ ব্যক্তিগত জীবনেও সমস্যার শেষ নেই ৷ তার মধ্যেই আজ বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন কামারহাটির বিধায়ক (Madan Mitra injured) ৷ বিটি রোডের রথতলার মোড়ের কাছে মদন মিত্রের বাইকে ধাক্কা মারে লরি ৷ বাইক থেকে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছেন তিনি ৷

জানা গিয়েছে, কালো পাঞ্জাবির উপর সোয়েটার ও হলুদ চাদর চড়িয়ে নিজেই বাইক চালিয়ে বেলঘরিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মদন মিত্র ৷ সেই সময়ই রথতলার মোড়ের কাছে তাঁর বাইকে ধাক্কা মারে একটি লরি ৷ পড়ে গিয়ে পায়ে চোট লাগলেও প্রাণে বেঁচে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের এই 'রঙিন' নেতা ৷ তাঁর সমর্থক, অনুরাগীরা মিলে উদ্ধার করেন ৷ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ হাঁটুর আশপাশে চোট লেগেছে বিধায়কের ৷ ব্যান্ডেজ করা হয়েছে ৷

আরও পড়ুন : Narada Case : নারদ মামলায় ফিরহাদ-মদন-শোভনের স্থায়ী জামিন

দুর্ঘটনার পরও ওই অনুষ্ঠানে যান কামারহাটির বিধায়ক ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "আপাতত সুস্থই আছি ৷ তবে মৃত্যুমুখ থেকে ফিরেছি ৷ চিকিৎসক বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে ৷" আজই নারদ কেসে ইডি-র দায়ের করা মামলায় স্থায়ী জামিন মঞ্জুর হয়েছে তাঁর ৷ তারপরই এই দুর্ঘটনা ৷

কলকাতা, 28 জানুয়ারি : সময়টা খুব একটা ভাল যাচ্ছে না তৃণমূল নেতা মদন মিত্রের ৷ ফেসবুক লাইভে এসে দলের বিরুদ্ধে কথা বলে বিপাকে পড়েছেন ৷ ব্যক্তিগত জীবনেও সমস্যার শেষ নেই ৷ তার মধ্যেই আজ বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন কামারহাটির বিধায়ক (Madan Mitra injured) ৷ বিটি রোডের রথতলার মোড়ের কাছে মদন মিত্রের বাইকে ধাক্কা মারে লরি ৷ বাইক থেকে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছেন তিনি ৷

জানা গিয়েছে, কালো পাঞ্জাবির উপর সোয়েটার ও হলুদ চাদর চড়িয়ে নিজেই বাইক চালিয়ে বেলঘরিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মদন মিত্র ৷ সেই সময়ই রথতলার মোড়ের কাছে তাঁর বাইকে ধাক্কা মারে একটি লরি ৷ পড়ে গিয়ে পায়ে চোট লাগলেও প্রাণে বেঁচে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের এই 'রঙিন' নেতা ৷ তাঁর সমর্থক, অনুরাগীরা মিলে উদ্ধার করেন ৷ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ হাঁটুর আশপাশে চোট লেগেছে বিধায়কের ৷ ব্যান্ডেজ করা হয়েছে ৷

আরও পড়ুন : Narada Case : নারদ মামলায় ফিরহাদ-মদন-শোভনের স্থায়ী জামিন

দুর্ঘটনার পরও ওই অনুষ্ঠানে যান কামারহাটির বিধায়ক ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "আপাতত সুস্থই আছি ৷ তবে মৃত্যুমুখ থেকে ফিরেছি ৷ চিকিৎসক বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে ৷" আজই নারদ কেসে ইডি-র দায়ের করা মামলায় স্থায়ী জামিন মঞ্জুর হয়েছে তাঁর ৷ তারপরই এই দুর্ঘটনা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.