ETV Bharat / city

TMC hits out Congress : ডিপফ্রিজে কংগ্রেস, জাগোবাংলায় সম্পাদকীয়তে ফের তৃণমূলের নিশানায় রাহুল-সোনিয়ার দল - Lok Sabha Election 2024

কংগ্রেসকে ফের আক্রমণ তৃণমূল কংগ্রেসের (TMC hits out Congress) ৷ দলের মুখপাত্র জাগোবাংলার মাধ্যমে কংগ্রেসের সমালোচনা করেছে বাংলার শাসকদল ৷

tmc hits out congress through their mouthpiece jagobangla
TMC hits out Congress : ডিপফ্রিজে কংগ্রেস, জাগোবাংলায় সম্পাদকীয়তে তৃণমূলের নিশানায় রাহুল-সোনিয়ারা
author img

By

Published : Dec 3, 2021, 3:16 PM IST

কলকাতা, 3 ডিসেম্বর : ফের তৃণমূল কংগ্রেসের নিশানায় কংগ্রেস ৷ আবারও বাংলার শাসকদল তাদের মুখপত্র জাগোবাংলার সম্পাদকীয়তে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করল রাহুল-সোনিয়াদের দলকে (tmc hits out congress through their mouthpiece jagobangla) ৷ সরাসরি জানিয়ে দিল, জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে কংগ্রেস এখন ‘ডিপফ্রিজে’ চলে গিয়েছে ৷

2024 সালের লোকসভা নির্বাচনকে (Lok Sabha Election 2024) সামনে রেখে বিজেপি বিরোধী দলগুলি একজোট হওয়ার চেষ্টা করছে গত কয়েকমাস ধরে ৷ অনেক বিশেষজ্ঞের দাবি, জাতীয় পরিসরে কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি বিরোধী জোট সম্ভব নয় ৷ তার পরও কেন তৃণমূল কংগ্রেসের এই আক্রমণ, সেই প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই ৷

রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য তৃণমূলের অভিযোগকে একেবারে উড়িয়ে দিতে পারছেন না ৷ তাঁরা বলছেন, গত এক দশকে বিজেপিকে দুরমুশ করে জয়ের যে ক’টা নজির আছে, সেখানে কংগ্রেসের অবস্থান একেবারে নিচের দিকে ৷ সাম্প্রতিক কালে ছত্তিশগড় ছাড়া আর বিজেপিকে উড়িয়ে দিয়ে জয় কোথাও কংগ্রেসের পক্ষে সম্ভব হয়নি ৷ আর লোকসভার নিরিখে কংগ্রেসের পারফরম্যান্স একেবারে তলানিতে ৷ তৃণমূলও একই অভিযোগকে সামনে রেখে কংগ্রেসকে আক্রমণ করছে ৷

পাশাপাশি কেন কংগ্রেস ‘ডিপফ্রিজে’ চলে গিয়েছে, সেই ব্যাখ্যাও এদিন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ লেখা হয়েছে, ‘‘...সাম্প্রদায়িক, অগণতান্ত্রিক, জনবিরোধী, শ্রমিকবিরোধী, কৃষকবিরোধী শক্তি বিজেপিকে হারানোর জন্য বিকল্প জোটের আশু প্রয়োজন ৷ সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে কংগ্রেস যেন পার্টিকে ডিপফ্রিজে বন্দি করে রেখেছে ৷ সামান্য লোক দেখানো আন্দোলন ছাড়া নেতারা কার্যত ঘরবন্দি টুইট সর্বস্ব ৷’’

গতকাল ভোটকুশলী প্রশান্ত কিশোর টুইট করে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছিলেন ৷ নাম না করে রাহুল-সোনিয়াদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷ তার আগের দিন মমতা বন্দ্যোপাধ্য়ায়ও নাম না করে আক্রমণ করেছিলেন রাহুলকে (Mamata Banerjee attacks Rahul Gandhi) ৷ ইউপিএ বলে কোনও জোটের অস্তিত্ব নেই বলেও মমতা জানিয়েছিলেন ৷

এদিন জাগোবাংলায় প্রশ্ন তোলা হয়েছে যে কংগ্রেসের শীর্ষনেতৃত্ব সম্পর্কে কটাক্ষ করা হলেও পালটা কোনও সমালোচনা করা হচ্ছে না কেন ? লেখা হয়েছে, ‘‘... কংগ্রেসের মধ্যে সেই উত্তাপ, ঝাঁজটাই কমে গিয়েছে ৷’’

একই সঙ্গে টানা হয়েছে গুলাম নবি আজাদের প্রসঙ্গও ৷ কংগ্রেসের এই প্রবীণ নেতা গতকালই জানিয়েছেন, কংগ্রেসের এবার লোকসভায় ক্ষমতায় ফেরার সম্ভাবনা কম ৷ তৃণমূলের দাবি, এই অভিযোগই তারা বারবার তুলছে ৷

আরও পড়ুন : Ghulam Nabi Azad on Congress: ‘300 আসনের ধারেকাছেও দেখছি না দলকে’, কংগ্রেসের অস্বস্তি বাড়ালেন গোলাম নবি

পাশাপাশি সারা দেশে বিরোধী জোটে নেতৃত্ব দেওয়ার জন্য মমতাই যে যোগ্য সেটাও বলে দেওয়া হয়েছে ৷ লেখা হয়েছে, ‘‘...দেশের এই মুহূর্তে বিরোধী শক্তির জোটের দরকার ৷ সেই দায়িত্ব বিরোধীরাই দিয়েছেন তৃণমূল নেত্রীকে ৷ কারণ, তিনিই এখন সর্বজনগ্রাহ্য বিরোধী মুখ, জনপ্রিয় মুখ ৷ তাঁর দিকে তাকিয়ে বিরোধী শক্তি ৷’’

কলকাতা, 3 ডিসেম্বর : ফের তৃণমূল কংগ্রেসের নিশানায় কংগ্রেস ৷ আবারও বাংলার শাসকদল তাদের মুখপত্র জাগোবাংলার সম্পাদকীয়তে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করল রাহুল-সোনিয়াদের দলকে (tmc hits out congress through their mouthpiece jagobangla) ৷ সরাসরি জানিয়ে দিল, জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে কংগ্রেস এখন ‘ডিপফ্রিজে’ চলে গিয়েছে ৷

2024 সালের লোকসভা নির্বাচনকে (Lok Sabha Election 2024) সামনে রেখে বিজেপি বিরোধী দলগুলি একজোট হওয়ার চেষ্টা করছে গত কয়েকমাস ধরে ৷ অনেক বিশেষজ্ঞের দাবি, জাতীয় পরিসরে কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি বিরোধী জোট সম্ভব নয় ৷ তার পরও কেন তৃণমূল কংগ্রেসের এই আক্রমণ, সেই প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই ৷

রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য তৃণমূলের অভিযোগকে একেবারে উড়িয়ে দিতে পারছেন না ৷ তাঁরা বলছেন, গত এক দশকে বিজেপিকে দুরমুশ করে জয়ের যে ক’টা নজির আছে, সেখানে কংগ্রেসের অবস্থান একেবারে নিচের দিকে ৷ সাম্প্রতিক কালে ছত্তিশগড় ছাড়া আর বিজেপিকে উড়িয়ে দিয়ে জয় কোথাও কংগ্রেসের পক্ষে সম্ভব হয়নি ৷ আর লোকসভার নিরিখে কংগ্রেসের পারফরম্যান্স একেবারে তলানিতে ৷ তৃণমূলও একই অভিযোগকে সামনে রেখে কংগ্রেসকে আক্রমণ করছে ৷

পাশাপাশি কেন কংগ্রেস ‘ডিপফ্রিজে’ চলে গিয়েছে, সেই ব্যাখ্যাও এদিন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ লেখা হয়েছে, ‘‘...সাম্প্রদায়িক, অগণতান্ত্রিক, জনবিরোধী, শ্রমিকবিরোধী, কৃষকবিরোধী শক্তি বিজেপিকে হারানোর জন্য বিকল্প জোটের আশু প্রয়োজন ৷ সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে কংগ্রেস যেন পার্টিকে ডিপফ্রিজে বন্দি করে রেখেছে ৷ সামান্য লোক দেখানো আন্দোলন ছাড়া নেতারা কার্যত ঘরবন্দি টুইট সর্বস্ব ৷’’

গতকাল ভোটকুশলী প্রশান্ত কিশোর টুইট করে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছিলেন ৷ নাম না করে রাহুল-সোনিয়াদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷ তার আগের দিন মমতা বন্দ্যোপাধ্য়ায়ও নাম না করে আক্রমণ করেছিলেন রাহুলকে (Mamata Banerjee attacks Rahul Gandhi) ৷ ইউপিএ বলে কোনও জোটের অস্তিত্ব নেই বলেও মমতা জানিয়েছিলেন ৷

এদিন জাগোবাংলায় প্রশ্ন তোলা হয়েছে যে কংগ্রেসের শীর্ষনেতৃত্ব সম্পর্কে কটাক্ষ করা হলেও পালটা কোনও সমালোচনা করা হচ্ছে না কেন ? লেখা হয়েছে, ‘‘... কংগ্রেসের মধ্যে সেই উত্তাপ, ঝাঁজটাই কমে গিয়েছে ৷’’

একই সঙ্গে টানা হয়েছে গুলাম নবি আজাদের প্রসঙ্গও ৷ কংগ্রেসের এই প্রবীণ নেতা গতকালই জানিয়েছেন, কংগ্রেসের এবার লোকসভায় ক্ষমতায় ফেরার সম্ভাবনা কম ৷ তৃণমূলের দাবি, এই অভিযোগই তারা বারবার তুলছে ৷

আরও পড়ুন : Ghulam Nabi Azad on Congress: ‘300 আসনের ধারেকাছেও দেখছি না দলকে’, কংগ্রেসের অস্বস্তি বাড়ালেন গোলাম নবি

পাশাপাশি সারা দেশে বিরোধী জোটে নেতৃত্ব দেওয়ার জন্য মমতাই যে যোগ্য সেটাও বলে দেওয়া হয়েছে ৷ লেখা হয়েছে, ‘‘...দেশের এই মুহূর্তে বিরোধী শক্তির জোটের দরকার ৷ সেই দায়িত্ব বিরোধীরাই দিয়েছেন তৃণমূল নেত্রীকে ৷ কারণ, তিনিই এখন সর্বজনগ্রাহ্য বিরোধী মুখ, জনপ্রিয় মুখ ৷ তাঁর দিকে তাকিয়ে বিরোধী শক্তি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.