কলকাতা, 29 এপ্রিল: প্রয়াগরাজের ঘটনা গোটা দেশকে হতভম্ব করেছে । এই ঘটনার বর্বরতায় তৃণমূল বাকরুদ্ধ । কোনও গণতান্ত্রিক দেশে এমন ঘটনা ঘটতে পারে তা কল্পনা করা যায় না । শুক্রবার পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশনে গিয়ে এ ভাবেই উত্তরপ্রদেশের প্রয়াগরজের একই পরিবারের পাঁচজন খুনের ঘটনায় প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সাংসদ দোলা সেন (TMC fact finding team meets NHRC)।
আজ, শুক্রবার তৃণমূল কংগ্রেসের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তিন সদস্য রাজ্যসভার সাংসদ দোলা সেন (Dola Sen on Prayagraj), তৃণমূল নেতা ললিতেশ ত্রিপাঠী এবং তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র তথা আরটিআই কর্মী সাকেত গোখলে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন । দুপুর 12টায় তাঁদের যাওয়ার জন্য সময় দিয়েছিলেন তিনি । সেখানে গিয়ে ভুক্তভোগী পরিবারের অবস্থা মানবাধিকার কমিশনের কাছে বর্ণনা করেন তৃণমূলের প্রতিনিধিরা ।
আরও পড়ুন: TMC Writes NHRC : প্রয়াগরাজ কাণ্ডে এবার জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ চেয়ে চিঠি তৃণমূলের
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম । এই টিমের তরফ থেকে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে একটি শ্বেতপত্র জমা দেওয়া হয় । এই শ্বেতপত্র জমা দেওয়ার পর দোলা সেন জানিয়েছেন, "প্রয়াগরাজ থেকে আমরা যে তথ্য সংগ্রহ করেছি, সেটাই মানবাধিকার কমিশনের হাতে তুলে দিয়েছি । যে কোনও ঘটনা ঘটলেই পশ্চিমবঙ্গে টিম পাঠায় মানবাধিকার কমিশন । এ ক্ষেত্রে আমরা দেখতে চাই কমিশন শেষ পর্যন্ত কী ব্যবস্থা নেয় ।"