ETV Bharat / city

TMC Criticises Shah : অমিত শাহ কি রাজনৈতিক জ্যোতিষী, তৃণমূল ভবন থেকে প্রশ্ন তুললেন চন্দ্রিমা - TMC Minister Chandrima Bhattacharejee

কাশীপুরে নিহত বিজেপি নেতার পরিবারের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ তার পর এই ঘটনায় সরাসরি তোপ দাগেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ তদন্ত হওয়ার আগে কীভাবে কাউকে দোষী বলতে পারেন অমিত শাহ, পালটা প্রশ্ন তুলল তৃণমূল (TMC Criticises Amit Shah Statement on BJP Leader Death Case) ৷

tmc-criticises-amit-shah-statement-on-bjp-leader-death-case
TMC Criticises Shah : অমিত শাহ কি রাজনৈতিক জ্যোতিষী, তৃণমূল ভবন থেকে প্রশ্ন তুললেন চন্দ্রিমা
author img

By

Published : May 6, 2022, 8:38 PM IST

কলকাতা, 6 মে : কাশীপুরে বিজেপির যুব নেতার মৃত্যু নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি (Bengal BJP Leader unnatural Death Case) । এদিন অর্জুন চৌরাশিয়া নামে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে দিনভর সরগরম ছিল কাশীপুর ঘোষপাড়া এলাকা । রাজনৈতিক উত্তাপ আরও বাড়ে মৃতের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) সরাসরি চলে যাওয়ায় ।

এদিন কাশীপুরের এই মৃত্যুর জন্য সরাসরি রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলেছেন তিনি (Amit Shah Slams TMC on BJP Leader Death Case) । কোনও তদন্ত ছাড়াই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন বক্তব্যের কড়া সমালোচনা করল তৃণমূল কংগ্রেস (TMC Criticises Amit Shah Statement on BJP Leader Death Case) । এদিন মেট্রোপলিটনে অবস্থিত তৃণমূল ভবন থেকেই একে একে অমিত শাহের তোলা সমস্ত অভিযোগের জবাব দিয়েছে রাজ্যের শাসক দল ।

তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (TMC Minister Chandrima Bhattacharejee) এবং রাজ্যের নারী শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা (TMC Minister Shashi Panja) একে একে সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন । এদিন তাঁরা অমিত শাহের এই মৃতদেহ নিয়ে রাজনীতির কড়া সমালোচনা করেছেন । তদন্ত ছাড়াই ঘটনার পেছনে শাসকদলের হাত রয়েছে বলে অভিযোগ করায় তাঁকে একহাত নিয়েছে তৃণমূল ।

অমিত শাহ কি রাজনৈতিক জ্যোতিষী, তৃণমূল ভবন থেকে প্রশ্ন তুললেন চন্দ্রিমা

এক্ষেত্রে চন্দ্রিমা ভট্টাচার্যের পাল্টা অভিযোগ, ‘‘তদন্ত ছাড়াই তৃণমূলকে দোষী বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । তাহলে কি তিনি রাজনৈতিক জ্যোতিষী ! এবার কি এই মামলার মুখ্য সাক্ষী হতে চলেছেন তিনি ?’’ আর শশী পাঁজা প্রশ্ন তুলেছেন, ‘‘এদিন ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কাশীপুরে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ভালো কথা । কিন্তু উত্তরপ্রদেশ, গুজরাট বা অন্যত্র কোনও ঘটনা ঘটলে কেন সেখানে যান না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ?’’

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কাশীপুর যাওয়ার পেছনে রাজনৈতিক অভিসন্ধি দেখছে তৃণমূল । এক্ষেত্রে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করতেই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কাশীপুর গিয়েছেন, সেকথা জানাতে ভোলেননি চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাঁজা ।

এ দিন দ্ব্যর্থহীন ভাষায় রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘‘রাজ্যে এসে শুধু মিথ্যের বেসাতি নিয়ে পড়েছেন অমিত শাহ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করছেন আইনশৃঙ্খলা নিয়ে ৷ অথচ বিজেপি শাসিত মধ্যপ্রদেশ-উত্তরপ্রদেশ-গুজরাটের ছবি তাঁর চোখে পড়ে না । এটা বোঝা যাচ্ছে না, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কথাগুলো বলছেন নাকি বিজেপি নেতা হিসাবে ।’’ তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এক্ষেত্রে মানুষের গণ প্রত্যাখ্যানের পর ঘটনাকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি ।

এদিন চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, কাশীপুরের ঘটনা নিয়ে আদালতে যাওয়ার কথা বলছে বিজেপি । আদালতের উপর ভরসা রয়েছে তৃণমূলের । চন্দ্রিমা ভট্টাচার্যের কথায়, ‘‘আমাদের কোর্টে যাওয়ার ভয় দেখিয়ে লাভ নেই । সিবিআই কি জুজু ? বিচারব্যবস্থার উপর আস্থা আছে । প্রত্যেক অন্যায়ের বিরুদ্ধে আমাদের নেত্রী লড়েছেন । কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কি গুজরাট হিংসার কথা মনে পড়ছে না !’’

এদিন অমিত শাহ আইনশৃঙ্খলা নিয়ে যে অবনতির কথা বলছেন, তা খারিজ করে দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি বলেন, ‘‘বাংলার মতো শান্তিপ্রিয় জায়গা কোথাও আছে ? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেভাবে শান্তিরক্ষা হয়, তা কলুষিত করার চেষ্টা চলছে । কাশীপুর কেন, কোনও হিংসার সঙ্গেই তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই । আমাদের কালিমালিপ্ত করার জন্য জঘন্য প্রচেষ্টা চলছে ।’’

আরও পড়ুন : Shah Slams Mamata Govt : রাজনৈতিক হত্যার পরম্পরা চলছে বাংলায় : অমিত শাহ

কলকাতা, 6 মে : কাশীপুরে বিজেপির যুব নেতার মৃত্যু নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি (Bengal BJP Leader unnatural Death Case) । এদিন অর্জুন চৌরাশিয়া নামে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে দিনভর সরগরম ছিল কাশীপুর ঘোষপাড়া এলাকা । রাজনৈতিক উত্তাপ আরও বাড়ে মৃতের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) সরাসরি চলে যাওয়ায় ।

এদিন কাশীপুরের এই মৃত্যুর জন্য সরাসরি রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলেছেন তিনি (Amit Shah Slams TMC on BJP Leader Death Case) । কোনও তদন্ত ছাড়াই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন বক্তব্যের কড়া সমালোচনা করল তৃণমূল কংগ্রেস (TMC Criticises Amit Shah Statement on BJP Leader Death Case) । এদিন মেট্রোপলিটনে অবস্থিত তৃণমূল ভবন থেকেই একে একে অমিত শাহের তোলা সমস্ত অভিযোগের জবাব দিয়েছে রাজ্যের শাসক দল ।

তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (TMC Minister Chandrima Bhattacharejee) এবং রাজ্যের নারী শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা (TMC Minister Shashi Panja) একে একে সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন । এদিন তাঁরা অমিত শাহের এই মৃতদেহ নিয়ে রাজনীতির কড়া সমালোচনা করেছেন । তদন্ত ছাড়াই ঘটনার পেছনে শাসকদলের হাত রয়েছে বলে অভিযোগ করায় তাঁকে একহাত নিয়েছে তৃণমূল ।

অমিত শাহ কি রাজনৈতিক জ্যোতিষী, তৃণমূল ভবন থেকে প্রশ্ন তুললেন চন্দ্রিমা

এক্ষেত্রে চন্দ্রিমা ভট্টাচার্যের পাল্টা অভিযোগ, ‘‘তদন্ত ছাড়াই তৃণমূলকে দোষী বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । তাহলে কি তিনি রাজনৈতিক জ্যোতিষী ! এবার কি এই মামলার মুখ্য সাক্ষী হতে চলেছেন তিনি ?’’ আর শশী পাঁজা প্রশ্ন তুলেছেন, ‘‘এদিন ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কাশীপুরে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ভালো কথা । কিন্তু উত্তরপ্রদেশ, গুজরাট বা অন্যত্র কোনও ঘটনা ঘটলে কেন সেখানে যান না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ?’’

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কাশীপুর যাওয়ার পেছনে রাজনৈতিক অভিসন্ধি দেখছে তৃণমূল । এক্ষেত্রে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করতেই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কাশীপুর গিয়েছেন, সেকথা জানাতে ভোলেননি চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাঁজা ।

এ দিন দ্ব্যর্থহীন ভাষায় রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘‘রাজ্যে এসে শুধু মিথ্যের বেসাতি নিয়ে পড়েছেন অমিত শাহ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করছেন আইনশৃঙ্খলা নিয়ে ৷ অথচ বিজেপি শাসিত মধ্যপ্রদেশ-উত্তরপ্রদেশ-গুজরাটের ছবি তাঁর চোখে পড়ে না । এটা বোঝা যাচ্ছে না, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কথাগুলো বলছেন নাকি বিজেপি নেতা হিসাবে ।’’ তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এক্ষেত্রে মানুষের গণ প্রত্যাখ্যানের পর ঘটনাকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি ।

এদিন চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, কাশীপুরের ঘটনা নিয়ে আদালতে যাওয়ার কথা বলছে বিজেপি । আদালতের উপর ভরসা রয়েছে তৃণমূলের । চন্দ্রিমা ভট্টাচার্যের কথায়, ‘‘আমাদের কোর্টে যাওয়ার ভয় দেখিয়ে লাভ নেই । সিবিআই কি জুজু ? বিচারব্যবস্থার উপর আস্থা আছে । প্রত্যেক অন্যায়ের বিরুদ্ধে আমাদের নেত্রী লড়েছেন । কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কি গুজরাট হিংসার কথা মনে পড়ছে না !’’

এদিন অমিত শাহ আইনশৃঙ্খলা নিয়ে যে অবনতির কথা বলছেন, তা খারিজ করে দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি বলেন, ‘‘বাংলার মতো শান্তিপ্রিয় জায়গা কোথাও আছে ? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেভাবে শান্তিরক্ষা হয়, তা কলুষিত করার চেষ্টা চলছে । কাশীপুর কেন, কোনও হিংসার সঙ্গেই তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই । আমাদের কালিমালিপ্ত করার জন্য জঘন্য প্রচেষ্টা চলছে ।’’

আরও পড়ুন : Shah Slams Mamata Govt : রাজনৈতিক হত্যার পরম্পরা চলছে বাংলায় : অমিত শাহ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.