ETV Bharat / city

বিধানসভায় শাসকদলের মুখ্যসচেতক নির্মল ঘোষ, উপ মুখ্যসচেতক তাপস রায় - মুখ্যসচেতক নির্মল ঘোষ

আশিস বন্দ্যোপাধ্যায় বিগত মন্ত্রিসভায় কৃষিমন্ত্রী ছিলেন । কিন্তু এবারে তিনি মন্ত্রিসভা থেকে বাদ পড়েন । তাপস রায়ও মন্ত্রী ছিলেন, তিনিও বাদ পড়েছেন । এদের দুজনকে সম্মানজনক পদ দিলেন মুখ্যমন্ত্রী ।

TMC chief whip Nirmal Ghsoh
TMC chief whip Nirmal Ghsoh
author img

By

Published : May 10, 2021, 6:00 PM IST

কলকাতা, 10 মে : বিধানসভায় শাসক দলের মুখ্যসচেতক হলেন নির্মল ঘোষ ৷ উপ মুখ্যসচেতক হলেন তাপস রায় ৷ সোমবার রাজ্য সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকেই বিধানসভায় শাসক দলের মুখ্যসচেতক, উপ মুখ্যসচেতকের পাশাপাশি বিধানসভার ডেপুটি স্পিকারের নাম ঘোষণা করলেন ।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, "বিধানসভার ডেপুটি স্পিকার হচ্ছেন আশিস বন্দ্যোপাধ্যায় । বিধানসভার চিফ হুইপ (মুখ্যসচেতক) করা হচ্ছে নির্মল ঘোষকে ও ডেপুটি চিফ হুইপ (উপ মুখ্যসচেতক) হচ্ছেন তাপস রায় । স্পিকার অনুমতি দিলে এবং পরিষদীয় আইনের সুযোগ থাকলে বর্ষীয়ান নেতা আবদুল করিম চৌধুরীকে অতিরিক্ত ডেপুটি স্পিকার করা হতে পারে । এছাড়াও পার্থ ভৌমিক ও অসীমা পাত্র দুজনকে পরিষদীয় দলের সচিব ও উপসচিব করা হচ্ছে ।"

আরও পড়ুন: অর্থে অমিত, শিল্পে পার্থ, শিক্ষায় ব্রাত্য; কে পেলেন কোন মন্ত্রক ?

আশিস বন্দ্যোপাধ্যায় বিগত মন্ত্রিসভায় কৃষিমন্ত্রী ছিলেন । কিন্তু এবারে তিনি মন্ত্রিসভা থেকে বাদ পড়েন । তাপস রায়ও মন্ত্রী ছিলেন, তিনিও বাদ পড়েছেন । এদের দুজনকে সম্মানজনক পদ দিলেন মুখ্যমন্ত্রী । অন্যদিকে নির্মল ঘোষ আগেই বিধানসভায় শাসক দলের মুখ্যসচেতক ছিলেন । তাঁকে এবারও একই পদে রেখে দেওয়া হল । মন্ত্রিত্ব হারানো অসীমা পাত্রকেও সচিব পর্যায়ের পদ দেওয়া হল ।

কলকাতা, 10 মে : বিধানসভায় শাসক দলের মুখ্যসচেতক হলেন নির্মল ঘোষ ৷ উপ মুখ্যসচেতক হলেন তাপস রায় ৷ সোমবার রাজ্য সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকেই বিধানসভায় শাসক দলের মুখ্যসচেতক, উপ মুখ্যসচেতকের পাশাপাশি বিধানসভার ডেপুটি স্পিকারের নাম ঘোষণা করলেন ।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, "বিধানসভার ডেপুটি স্পিকার হচ্ছেন আশিস বন্দ্যোপাধ্যায় । বিধানসভার চিফ হুইপ (মুখ্যসচেতক) করা হচ্ছে নির্মল ঘোষকে ও ডেপুটি চিফ হুইপ (উপ মুখ্যসচেতক) হচ্ছেন তাপস রায় । স্পিকার অনুমতি দিলে এবং পরিষদীয় আইনের সুযোগ থাকলে বর্ষীয়ান নেতা আবদুল করিম চৌধুরীকে অতিরিক্ত ডেপুটি স্পিকার করা হতে পারে । এছাড়াও পার্থ ভৌমিক ও অসীমা পাত্র দুজনকে পরিষদীয় দলের সচিব ও উপসচিব করা হচ্ছে ।"

আরও পড়ুন: অর্থে অমিত, শিল্পে পার্থ, শিক্ষায় ব্রাত্য; কে পেলেন কোন মন্ত্রক ?

আশিস বন্দ্যোপাধ্যায় বিগত মন্ত্রিসভায় কৃষিমন্ত্রী ছিলেন । কিন্তু এবারে তিনি মন্ত্রিসভা থেকে বাদ পড়েন । তাপস রায়ও মন্ত্রী ছিলেন, তিনিও বাদ পড়েছেন । এদের দুজনকে সম্মানজনক পদ দিলেন মুখ্যমন্ত্রী । অন্যদিকে নির্মল ঘোষ আগেই বিধানসভায় শাসক দলের মুখ্যসচেতক ছিলেন । তাঁকে এবারও একই পদে রেখে দেওয়া হল । মন্ত্রিত্ব হারানো অসীমা পাত্রকেও সচিব পর্যায়ের পদ দেওয়া হল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.