কলকাতা, 13 মার্চ : আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস (TMC candidates of Asansol Ballygunge Bye Election 2022) ৷ দুই কেন্দ্রেই প্রার্থীদের নামে চমক ৷ আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন চিত্রতারকা শত্রুঘ্ন সিনহা এবং বালিগঞ্জ কেন্দ্রে প্রার্থী হচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ এদিন তৃণমূল সুপ্রিমো টুইট করে একথা ঘোষণা করেছেন ৷
আসানসোলে বাবুল সুপ্রিয়র পদত্যাগ ও বালিগঞ্জে সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে আসন দু'টি শূন্য হল ৷ গতকালই নির্বাচন কমিশন এই দুই কেন্দ্রে 12 এপ্রিল নির্বাচনের দিন ঘোষণা করেছে ৷ সেই ঘোষণার 24 ঘণ্টার মধ্যেই নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল ৷ 'বিহারীবাবু' শত্রঘ্ন সিনহার কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে প্রবেশ ৷ পরে তিনি বিজেপিতে যোগ দেন এবং পটনা সাহিব থেকে গেরুয়া শিবিরের সাংসদও নির্বাচিত হন ৷ তবে বিজেপি সঙ্গেও বেশিদিন ঘর করতে পারেননি ৷ কয়েক বছরের মধ্যেই মোদির অন্যতম সমালোচক হয়ে ওঠেন শত্রুঘ্ন ৷ বিজেপি ছেড়ে এরপর তৃণমূলে যোগ দেন ৷ তৃণমূল তাঁকে বিদেশনীতি সংক্রান্ত পরামর্শদাতা হিসাবে নিয়োগ করে ৷
-
Happy to announce on behalf of the All India Trinamool Congress that Sri Shatrughan Sinha, former Union Minister and famed actor, will be our candidate in Loksabha by-election from Asansol. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) March 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Happy to announce on behalf of the All India Trinamool Congress that Sri Shatrughan Sinha, former Union Minister and famed actor, will be our candidate in Loksabha by-election from Asansol. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) March 13, 2022Happy to announce on behalf of the All India Trinamool Congress that Sri Shatrughan Sinha, former Union Minister and famed actor, will be our candidate in Loksabha by-election from Asansol. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) March 13, 2022
তবে বেশ কিছুদিন প্রচারের আলোর বাইরেই রয়েছিলেন বিহারীবাবু ৷ আচমকাই আসানসোল লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে ফের লাইমলাইটে এলেন ৷ আসানসোল লোকসভার একটা বড় অংশ অবাঙালি ভোটার ৷ এই কেন্দ্র থেকে পরপর দু'বার বিজেপির সাংসদ নির্বাচিত হয়েছিলেন বাবুল সুপ্রিয় ৷ যদিও গত বিধানসভা নির্বাচন এবং সদ্য সমাপ্ত পৌরভোটে সেভাবে দাগ কাটতে পারেনি গেরুয়া বাহিনী ৷ তবুও আসানসোলে বিজেপির শক্তি উপেক্ষনীয় নয় ৷ শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করে এক ঢিলে দুই পাখি মারতে চাইলেন মমতা ৷ একদিকে যেমন হিন্দিভাষী ভোটারদের মন জয় করার চেষ্টা, তেমনই বিহারীবাবুর তারকা ইমেজকে ইভিএম পর্যন্ত টেনে নিয়ে যেতেই আসানসোলে তাঁকে টিকিট দিলেন তৃণমূল সুপ্রিমো ৷
-
Sri Babul Supriyo, former union minister and noted singer, will be our candidate in Vidhansabha by- election from Ballygunge. Jai Hind, Jai Bangla, Jai Ma- Mati- Manush!(2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) March 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Sri Babul Supriyo, former union minister and noted singer, will be our candidate in Vidhansabha by- election from Ballygunge. Jai Hind, Jai Bangla, Jai Ma- Mati- Manush!(2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) March 13, 2022Sri Babul Supriyo, former union minister and noted singer, will be our candidate in Vidhansabha by- election from Ballygunge. Jai Hind, Jai Bangla, Jai Ma- Mati- Manush!(2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) March 13, 2022
অন্যদিকে, বিজেপি ছেড়ে তৃণমূলে আসার সময় বাবুল বলেছিলেন, তিনি প্রথম এগারোয় খেলতে চান । কিন্তু বিজেপিতে থেকে তা করা যাচ্ছে না । এরপর থেকেই জল্পনা চলছিল, বাবুলকে রাজ্য মন্ত্রিসভায় নিয়ে আসা হতে পারে । অবশেষে সেই সম্ভাবনাই জোরাল হল । বালিগঞ্জ উপ-নির্বাচনে তাঁকে প্রার্থী করল তৃণমূল ৷ মাত্র এক বছর আগেই পাশের টালিগঞ্জ কেন্দ্র থেকে পদ্মফুল চিহ্নে দাঁড়িয়ে ঘাসফুলের কাছে গোহারা হেরেছিলেন বাবুল ৷ শিবির বদলে এবার তিনি অন্য ফুলের প্রার্থী ৷ তাঁর এবং বিহারীবাবুর ভাগ্যে শিকে ছেঁড়ে কিনা তার জন্য অপেক্ষা 16 এপ্রিল পর্যন্ত ৷
আরও পড়ুন : Yogi in Delhi to meet BJP leadership : সরকার গঠনের আলোচনায় দিল্লিতে যোগী, বৈঠক মোদি-শাহ-নাড্ডার সঙ্গে