ETV Bharat / city

Municipal Election 2022: পৌরভোটে জেলাভিত্তিক কো-অর্ডিনেটর নিয়োগ তৃণমূলের - Municipal Election 2022

পৌরভোটের আবহে বিভিন্ন জেলার নির্বাচনী দায়িত্বে কো-অর্ডিনেটর নিয়োগ করল তৃণমূল কংগ্রেস (Municipal Election 2022)। জেলা সভাপতিদের নির্বাচন পরিচালনার কাজে সাহায্য করবেন কো-অর্ডিনেটররা।

Municipal Election 2022
Municipal Election 2022
author img

By

Published : Feb 8, 2022, 11:46 AM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পরেই জেলায় জেলায় কো-অর্ডিনেটর পদ তুলে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পৌরভোটের বিক্ষোভের আবহে রাজ্যে ফের ফিরল কো-অর্ডিনেটর পদ। সোমবার নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "বিভিন্ন জেলার নির্বাচনী দায়িত্বে কো-অর্ডিনেটর নিয়োগ করা হচ্ছে (Municipal Election 2022)। তাঁরা জেলা সভাপতিদের নির্বাচন পরিচালনার কাজে সাহায্য করবেন।" সেইসঙ্গে তাঁর স্পষ্ট বার্তা, যতই বিক্ষোভ হোক। দল যাঁকে প্রার্থী করবে তাঁর হয়েই সকলকে লড়াই করতে হবে।

পার্থ চট্টোপাধ্যায় যে নাম ঘোষণা করেছেন, তাতে কো-অর্ডিনেটর হিসেবে হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের দায়িত্বে পুলক রায়। উত্তর 24 পরগনায় সকলের সঙ্গে কো-অর্ডিনেট করবেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ ভৌমিক। দক্ষিণ 24 পরগনার দায়িত্বে শুভাশিস চক্রবর্তী, অরূপ বিশ্বাস। ফিরহাদ হাকিম দেখবেন মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর। কোচবিহার ও পূর্ব মেদিনীপুরের দায়িত্বে সুব্রত বক্সী। ঝাড়গ্রামের দায়িত্বে পার্থ চট্টোপাধ্যায়। পুরুলিয়া ও বাঁকুড়ার দায়িত্ব দেওয়া হয়েছে মলয় ঘটকের হাতে। আলিপুরদুয়ার দেখবেন চন্দ্রিমা ভট্টাচার্য ও মলয় ঘটক। জলপাইগুড়ির দায়িত্বে থাকবেন সৌরভ চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে অজিত মাইতি ও মানস ভূঁইয়ার উপর। দক্ষিণ দিনাজপুরে শশী পাঁজা, দার্জিলিংয়ে গৌতম দেব, নদিয়ায় পার্থ চট্টোপাধ্যায়, সুখেন্দুশেখর রায় এবং ব্রাত্য বসু।

আরও পড়ুন: "বক্সী-পার্থর দেওয়া তালিকাই ফাইনাল", প্রার্থী বিতর্কে জল ঢেলে মন্তব্য মমতার

দলের প্রার্থী তালিকার বিষয়ে সোমবার সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ সেখানেও পার্থ চট্টোপাধ্যায় জানান, প্রার্থী তালিকা নিয়ে কোথাও কোথাও যে অসামঞ্জস্য ছিল তা ঠিক করে নেওয়া হয়েছে ৷ তাঁর কথায়, "আমার এবং সুব্রত বক্সীর সই করা প্রার্থীতালিকা জেলা সভাপতিদের কাছে পাঠিয়ে দিয়েছি ৷ কোথাও কোথাও যে অসামঞ্জস্য ছিল, তাও ঠিক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নিয়ে গতকালই জেলায় জেলায় সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ তাই প্রার্থীতালিকা নিয়ে কোনও বিভ্রান্তি থাকা উচিত নয় ৷" বিক্ষুদ্ধদের প্রতি তাঁর বার্তা, "প্রার্থী তো সকলকে করা সম্ভব নয়, কোথাও কোথাও যাঁরা পথে নেমেছেন, অসন্তোষ হয়েছে তাঁদের বলব, আমাদের দল এক, নেত্রী এক, দলের প্রতীক এক ৷ তাই অসন্তোষ ভুলে সকলকেই দলীয় প্রার্থীকে জেতানোর কাজে নামতে হবে ৷"

কলকাতা, 8 ফেব্রুয়ারি: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পরেই জেলায় জেলায় কো-অর্ডিনেটর পদ তুলে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পৌরভোটের বিক্ষোভের আবহে রাজ্যে ফের ফিরল কো-অর্ডিনেটর পদ। সোমবার নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "বিভিন্ন জেলার নির্বাচনী দায়িত্বে কো-অর্ডিনেটর নিয়োগ করা হচ্ছে (Municipal Election 2022)। তাঁরা জেলা সভাপতিদের নির্বাচন পরিচালনার কাজে সাহায্য করবেন।" সেইসঙ্গে তাঁর স্পষ্ট বার্তা, যতই বিক্ষোভ হোক। দল যাঁকে প্রার্থী করবে তাঁর হয়েই সকলকে লড়াই করতে হবে।

পার্থ চট্টোপাধ্যায় যে নাম ঘোষণা করেছেন, তাতে কো-অর্ডিনেটর হিসেবে হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের দায়িত্বে পুলক রায়। উত্তর 24 পরগনায় সকলের সঙ্গে কো-অর্ডিনেট করবেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ ভৌমিক। দক্ষিণ 24 পরগনার দায়িত্বে শুভাশিস চক্রবর্তী, অরূপ বিশ্বাস। ফিরহাদ হাকিম দেখবেন মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর। কোচবিহার ও পূর্ব মেদিনীপুরের দায়িত্বে সুব্রত বক্সী। ঝাড়গ্রামের দায়িত্বে পার্থ চট্টোপাধ্যায়। পুরুলিয়া ও বাঁকুড়ার দায়িত্ব দেওয়া হয়েছে মলয় ঘটকের হাতে। আলিপুরদুয়ার দেখবেন চন্দ্রিমা ভট্টাচার্য ও মলয় ঘটক। জলপাইগুড়ির দায়িত্বে থাকবেন সৌরভ চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে অজিত মাইতি ও মানস ভূঁইয়ার উপর। দক্ষিণ দিনাজপুরে শশী পাঁজা, দার্জিলিংয়ে গৌতম দেব, নদিয়ায় পার্থ চট্টোপাধ্যায়, সুখেন্দুশেখর রায় এবং ব্রাত্য বসু।

আরও পড়ুন: "বক্সী-পার্থর দেওয়া তালিকাই ফাইনাল", প্রার্থী বিতর্কে জল ঢেলে মন্তব্য মমতার

দলের প্রার্থী তালিকার বিষয়ে সোমবার সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ সেখানেও পার্থ চট্টোপাধ্যায় জানান, প্রার্থী তালিকা নিয়ে কোথাও কোথাও যে অসামঞ্জস্য ছিল তা ঠিক করে নেওয়া হয়েছে ৷ তাঁর কথায়, "আমার এবং সুব্রত বক্সীর সই করা প্রার্থীতালিকা জেলা সভাপতিদের কাছে পাঠিয়ে দিয়েছি ৷ কোথাও কোথাও যে অসামঞ্জস্য ছিল, তাও ঠিক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নিয়ে গতকালই জেলায় জেলায় সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ তাই প্রার্থীতালিকা নিয়ে কোনও বিভ্রান্তি থাকা উচিত নয় ৷" বিক্ষুদ্ধদের প্রতি তাঁর বার্তা, "প্রার্থী তো সকলকে করা সম্ভব নয়, কোথাও কোথাও যাঁরা পথে নেমেছেন, অসন্তোষ হয়েছে তাঁদের বলব, আমাদের দল এক, নেত্রী এক, দলের প্রতীক এক ৷ তাই অসন্তোষ ভুলে সকলকেই দলীয় প্রার্থীকে জেতানোর কাজে নামতে হবে ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.