ETV Bharat / city

TMC 21st July Anit Thapa: যতদিন রাজনীতিতে থাকব, ততদিন দিদির সঙ্গে কাজ করব; একুশের মঞ্চে বার্তা অনিতের - তৃণমূলের শহিদ দিবস

রাজ্যের শাসকদলের সঙ্গে থেকেই যে পাহাড়ের উন্নয়নের কাজ করবে জিটিএ বোর্ড, তা স্পষ্ট করে দিলেন অনিত থাপা ৷ এ দিন ‘তৃণমূলের একুশে জুলাই’য়ের মঞ্চ থেকে এই বার্তা দিলেন সিইও ৷

TMC 21st July BGPM Always With Mamata Banerjee Message by Anit Thapa
TMC 21st July BGPM Always With Mamata Banerjee Message by Anit Thapa
author img

By

Published : Jul 21, 2022, 1:13 PM IST

ধর্মতলা, 21 জুলাই: ‘‘যতদিন রাজনীতিতে থাকব, ততদিন দিদির সঙ্গে কাজ করব’’ ৷ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান তথা জিটিএ এর সিইও অনিত থাপা ৷ এ দিন তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে উপস্থিত থেকে বার্তা দিলেন তিনি ৷ সেই সঙ্গে পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণের বার্তা দিলেন অনিত থাপা ৷ সেই সঙ্গে পাহাড়বাসীর উদ্দেশে তিনি বলেন, ‘‘অনেকে পাহাড়বাসীকে ভুল স্বপ্ন দেখিয়েছিলেন ৷’’

গত মাসেই পাহাড়ের জিটিএ নির্বাচনে তৃণমূলের সমর্থনে জয়লাভ করে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৷ যে জয়ের কৃতিত্বও তিনি অনেকাংশে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিলেন অনিত থাপা ৷ বলেন, ‘‘পাহাড়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিটিএ বোর্ড গঠন করেছি ৷ যার অধিকাংশ কৃতিত্ব মমতা দিদির ৷ আমি শপথ নিলাম, ‘‘যতদিন রাজনীতিতে থাকব, ততদিন দিদির সঙ্গে থেকে কাজ করব ৷’’ রাজনৈতিক মহলের মতে, পাহাড়ের রাজনীতিতে অনিত থাপার এই মন্তব্যের অর্থ, অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বর্তমানে বা অদূর ভবিষ্যতে পৃথক গোর্খাল্যান্ড গঠনের দাবি অন্তত তুলবে না ৷

আরও পড়ুন: Abhishek on 21st July: এই শহিদ দিবসে কন্ঠস্বর আরও জোরালো হোক, বার্তা অভিষেকের

শুধু তাই নয়, এ দিন পাহাড়বাসীর উদ্দেশেও একটি বার্তা দিয়েছেন জিটিএ সিইও ৷ যেখানে তিনি জানান, অতীতে অনেকে পাহাড়বাসীকে ভুল স্বপ্ন দেখিয়েছে ৷ একুশের মঞ্চ থেকে অনিতের এই মন্তব্য বেশ অর্থবহ বলে মনে করছেন রাজনীতিকরা ৷ বিশেষ করে গোর্খা জনমুক্তি মোর্চা, জিএনএলএফ এবং বিজেপির মতো রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে মিথ্যে প্রতিশ্রুতির অভিযোগ করলেন অনিত থাপা ৷ অভিযোগ করলেন, গোর্খা জনমুক্তি মোর্চা এবং বিজেপির মতো দলগুলি পাহাড়বাসীকে দিনের পর দিন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন ৷ কিন্তু, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা এবং রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে পাহাড়বাসীর উন্নয়নে কাজ করবে ৷

ধর্মতলা, 21 জুলাই: ‘‘যতদিন রাজনীতিতে থাকব, ততদিন দিদির সঙ্গে কাজ করব’’ ৷ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান তথা জিটিএ এর সিইও অনিত থাপা ৷ এ দিন তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে উপস্থিত থেকে বার্তা দিলেন তিনি ৷ সেই সঙ্গে পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণের বার্তা দিলেন অনিত থাপা ৷ সেই সঙ্গে পাহাড়বাসীর উদ্দেশে তিনি বলেন, ‘‘অনেকে পাহাড়বাসীকে ভুল স্বপ্ন দেখিয়েছিলেন ৷’’

গত মাসেই পাহাড়ের জিটিএ নির্বাচনে তৃণমূলের সমর্থনে জয়লাভ করে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৷ যে জয়ের কৃতিত্বও তিনি অনেকাংশে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিলেন অনিত থাপা ৷ বলেন, ‘‘পাহাড়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিটিএ বোর্ড গঠন করেছি ৷ যার অধিকাংশ কৃতিত্ব মমতা দিদির ৷ আমি শপথ নিলাম, ‘‘যতদিন রাজনীতিতে থাকব, ততদিন দিদির সঙ্গে থেকে কাজ করব ৷’’ রাজনৈতিক মহলের মতে, পাহাড়ের রাজনীতিতে অনিত থাপার এই মন্তব্যের অর্থ, অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বর্তমানে বা অদূর ভবিষ্যতে পৃথক গোর্খাল্যান্ড গঠনের দাবি অন্তত তুলবে না ৷

আরও পড়ুন: Abhishek on 21st July: এই শহিদ দিবসে কন্ঠস্বর আরও জোরালো হোক, বার্তা অভিষেকের

শুধু তাই নয়, এ দিন পাহাড়বাসীর উদ্দেশেও একটি বার্তা দিয়েছেন জিটিএ সিইও ৷ যেখানে তিনি জানান, অতীতে অনেকে পাহাড়বাসীকে ভুল স্বপ্ন দেখিয়েছে ৷ একুশের মঞ্চ থেকে অনিতের এই মন্তব্য বেশ অর্থবহ বলে মনে করছেন রাজনীতিকরা ৷ বিশেষ করে গোর্খা জনমুক্তি মোর্চা, জিএনএলএফ এবং বিজেপির মতো রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে মিথ্যে প্রতিশ্রুতির অভিযোগ করলেন অনিত থাপা ৷ অভিযোগ করলেন, গোর্খা জনমুক্তি মোর্চা এবং বিজেপির মতো দলগুলি পাহাড়বাসীকে দিনের পর দিন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন ৷ কিন্তু, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা এবং রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে পাহাড়বাসীর উন্নয়নে কাজ করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.