কলকাতা, 21 জুলাই: কংগ্রেসের শহিদ এঁরা । মমতা বন্দ্যোপাধ্যায় এই শহিদদের হাইজ্যাক করেছে (Rahul Sinha slams Mamata Banerjee)। একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবস (TMC 21 July rally) পালন নিয়ে বলতে গিয়ে এই ভাষাতেই ঘাস-ফুলের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha on 21 July)।
করোনার প্রকোপে দু বছর বন্ধ থাকার পর আজ ফের তৃণমূলের শহিদ দিবস পালন উপলক্ষে জনস্রোত দেখল ধর্মতলা চত্বর ৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমান তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ সেই নিয়েই তৃণমূলকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা ৷ তিনি বলেন, "এটা কি আর শহিদ দিবস আছে ? শহিদরা উপর থেকে দেখে মনে করছেন যে কেন শহিদ হলাম ? তার কারণ শহিদ দিবসের নামে ডিজে বাজিয়ে নাচতে নাচতে তাঁরা সভা মঞ্চের দিকে যাচ্ছেন । শহিদ দিবসে শহিদ বেদীতে একটা মালা পর্যন্ত পড়েনি । শহিদদের নামও উল্লেখ করা হল না কোথাও । সেন্টিমেন্ট তৈরি করার জন্য শহিদ দিবস নাম রাখলেও, এর নাম শহিদ দিবস না রেখে এখন তার বদলে উৎসবের দিবস করা উচিত । এরা আসলে শহিদদের নিয়ে খেলা করছে । শহিদ তো আসলে তৃণমূলের নয়, এরা কংগ্রেসের শহিদ ৷ মমতা বন্দ্যোপাধ্যায় এই শহিদদের হাইজ্যাক করেছেন । তাই হয়তো শহিদদের প্রতি তাঁর খুব একটা দায়বদ্ধতা বা শ্রদ্ধা ভক্তি নেই ।"
আরও পড়ুন: আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও ! একুশের মঞ্চে জিএসটি-প্রতিবাদ মমতার
আজ 21 জুলাইয়ের ভাষণে বারবার আদিবাসীদের প্রসঙ্গ টেনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এ বিষয়ে রাহুল সিনহা বলেন, "আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে দ্রৌপদী মুর্মুকে সমর্থন না করার বিরূপ প্রতিক্রিয়া তাঁর দলের বিরুদ্ধে গিয়েছে । এটা উনি এখন আঁচ করতে পারছেন ।"