ETV Bharat / city

বৃদ্ধি পাচ্ছে যাত্রী সংখ্যা, তাই সময় ও গাড়ির সংখ্যা বাড়ানো হল কলকাতা মেট্রোর - সময় ও গাড়ির সংখ্যা বাড়ানো হল কলকাতা মেট্রোর

আগামী সোমবার থেকে গাড়ির সংখ্যা বাড়াচ্ছে মেট্রো কর্তৃপক্ষ ৷ তাছাড়া, সোমবার থেকে দিনের শেষ মেট্রো সন্ধ্য়ে সাতটার পরিবর্তে ছাড়বে সাড়ে সাতটা থেকে ৷

kolkata metro
গাড়ির সংখ্যা বাড়ানো হল কলকাতা মেট্রোর
author img

By

Published : Sep 24, 2020, 10:51 PM IST

কলকাতা, 24 সেপ্টেন্বর: আগামী সোমবার থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যে সাড়ে সাতটার টার সময়। দীর্ঘ ছ'মাস পর চলতি মাসের 14 তারিখ থেকে আবার চালু হয়েছে নর্থ-সাউথ ও ইস্ট-ওয়েস্ট মেট্রো। যদিও প্রথম দিকে মেট্রোতে যাতায়াতের নিউ নর্মাল নিয়মগুলির সঙ্গে খাপ খাইয়ে নিতে কিছুটা সমস্যা হয়েছিল যাত্রীদের। তাই প্রথমদিন যাত্রী সংখ্যা ছিল খুবই কম। প্রথমদিন নর্থ-সাউথ মেট্রোর ক্ষেত্রে যাত্রী সংখ্যা ছিল মোটামুটি 20 হাজার। অন্যদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে সংখ্যা ছিল মাত্র 74 জন।

এরপর যাত্রীরা অভ্য়স্ত হতে থাকেন নিয়মগুলির সঙ্গে । তাই ধীরে ধীরে বাড়তে থাকে যাত্রী সংখ্যাও। আজ নর্থ-সাউথের ক্ষেত্রে সারাদিনে যাত্রী হয়ে মোট 48,042 জন। পাশাপাশি ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে যাত্রী হয় প্রায় 102 জন।

সেজন্য আজ মেট্রো কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়ে যে আগামী সোমবার, 28 সেপ্টেম্বর থেকে দিনের শেষ মেট্রো দুদিক থেকে সন্ধ্যে 7 টার পরিবর্তে ছাড়বে সন্ধ্যে 7.30 তে। বর্তমানে প্রতিদিন চালানো হচ্ছিল 110টি গাড়ি। তবে আগামী সোমবার থেকে গাড়ির সংখ্যা বাড়িয়ে করা হবে 116টি। তাই পরিষেবা সন্ধ্যে 8 টার পরিবর্তে শেষ হবে সন্ধ্যে 8.30 এ। মেট্রো কর্তৃপক্ষ আগে জানিয়েছিল যে প্রথমে পরীক্ষামুলকভাবে চালান হবে মেট্রো। এরপর যাত্রী বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ানো হবে ট্রেনের সংখ্যাও। এছাড়া এর আগেই প্রবীণ যাত্রীদের জন্য বেলা 11.30 থেকে বিকেল 4.30টের মধ্যে প্রয়োজন হবে না ই-পাসের, সে কথা আগেই ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ।


কলকাতা, 24 সেপ্টেন্বর: আগামী সোমবার থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যে সাড়ে সাতটার টার সময়। দীর্ঘ ছ'মাস পর চলতি মাসের 14 তারিখ থেকে আবার চালু হয়েছে নর্থ-সাউথ ও ইস্ট-ওয়েস্ট মেট্রো। যদিও প্রথম দিকে মেট্রোতে যাতায়াতের নিউ নর্মাল নিয়মগুলির সঙ্গে খাপ খাইয়ে নিতে কিছুটা সমস্যা হয়েছিল যাত্রীদের। তাই প্রথমদিন যাত্রী সংখ্যা ছিল খুবই কম। প্রথমদিন নর্থ-সাউথ মেট্রোর ক্ষেত্রে যাত্রী সংখ্যা ছিল মোটামুটি 20 হাজার। অন্যদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে সংখ্যা ছিল মাত্র 74 জন।

এরপর যাত্রীরা অভ্য়স্ত হতে থাকেন নিয়মগুলির সঙ্গে । তাই ধীরে ধীরে বাড়তে থাকে যাত্রী সংখ্যাও। আজ নর্থ-সাউথের ক্ষেত্রে সারাদিনে যাত্রী হয়ে মোট 48,042 জন। পাশাপাশি ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে যাত্রী হয় প্রায় 102 জন।

সেজন্য আজ মেট্রো কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়ে যে আগামী সোমবার, 28 সেপ্টেম্বর থেকে দিনের শেষ মেট্রো দুদিক থেকে সন্ধ্যে 7 টার পরিবর্তে ছাড়বে সন্ধ্যে 7.30 তে। বর্তমানে প্রতিদিন চালানো হচ্ছিল 110টি গাড়ি। তবে আগামী সোমবার থেকে গাড়ির সংখ্যা বাড়িয়ে করা হবে 116টি। তাই পরিষেবা সন্ধ্যে 8 টার পরিবর্তে শেষ হবে সন্ধ্যে 8.30 এ। মেট্রো কর্তৃপক্ষ আগে জানিয়েছিল যে প্রথমে পরীক্ষামুলকভাবে চালান হবে মেট্রো। এরপর যাত্রী বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ানো হবে ট্রেনের সংখ্যাও। এছাড়া এর আগেই প্রবীণ যাত্রীদের জন্য বেলা 11.30 থেকে বিকেল 4.30টের মধ্যে প্রয়োজন হবে না ই-পাসের, সে কথা আগেই ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ।


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.