কলকাতা, 17 এপ্রিল : তাপমাত্রা কমলেও অস্বস্তি বজায় থাকবে ৷ উত্তরবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ এর জেরে আগামী 48 ঘণ্টার মধ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ৷
রাজ্যের তাপমাত্রা বর্তমানে 35 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে ৷ গত 24 ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বেড়েছে ৷ গত 24 ঘণ্টায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বোচ্চ 90 শতাংশ এবং সর্বনিম্ন 52 শতাংশ ৷
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গ ও বাংলাদেশ সীমান্ত এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ এর পাশাপাশি উত্তরপ্রদেশ থেকে বিহার পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে ৷ এর ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হবে ৷ দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া ও অন্যান্য জেলায় ঝড় ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আজ কলকাতা ও সংলগ্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷