কলকাতা , 22 জুন : আষাঢ় মাস মানেই রথযাত্রা ৷ কিন্তু, কোরোনা সংক্রমণের জেরে এবার তাতে বাধা পড়তে চলেছে । 18 জুন সুপ্রিম কোর্ট পুরীর রথযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করে । যদিও তা নিয়ে আজ ফের শুনানি রয়েছে । না হলে এবার রাস্তায় রথ না নামলেও রীতি অনুযায়ী চলবে জগন্নাথ দেবের পুজো ৷ পুরীর রথযাত্রার পরই সর্বাধিক ভক্ত সমাগম হয় কলকাতার ISKCON-এর রথ উৎসবে । জগন্নাথ দেবের রথ অতিক্রম করে প্রায় 9 কিলোমিটার পথ । এই উৎসবে পৃথিবীর নানা প্রান্ত থেকে প্রায় 15 লাখ ভক্ত সমাগম হয় । এই উৎসব চলে 9দিন । তবে এবার পথে নামবে না রথ ৷ কিন্তু, ঘরে বসেই সবাই যাতে জগন্নাথ দেবের পুজো দেখতে পারবেন তার জন্য ডিজিটাল মিডিয়াকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে ISKCON কর্তৃপক্ষ ৷ অনলাইন ও ফেসবুক লাইভের মাধ্যমেই দর্শনের ব্যবস্থা করা হয়েছে ।
বিষয়টি নিয়ে ISKCON কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট ও মুখপাত্র রাধারমণ দাস বলেন, "প্রতি বছর রথযাত্রা উপলক্ষ্যে লাখ লাখ দর্শনার্থী ও ভক্তের সমাগম হয় ৷ তবে এই প্রথমবার ISCKON-এর 49 তম রথযাত্রা মন্দিরের ভেতরেই হবে । রথযাত্রা উপলক্ষে সমস্ত পূজার্চনা ও আচার কলকাতার এলবার্ট রোডের মন্দিরেই অনুষ্ঠিত হবে ।" পুজোর আয়োজন সম্বন্ধে তিনি জানান," মন্দিরের প্রথম তলে গুন্ডিকা মন্দির তৈরি করা হয়েছে । পাশাপাশি মন্দিরের ভেতরেই তৈরি করা হয়েছে এক ফুটের তিনটি রথ । ব্রহ্মচারীরা মন্দির প্রাঙ্গনেই এই রথ টানবেন ।" এছাড়াও তিনি আরও বলেন , "ISCKON-এর ভক্তরা যাতে নিরাশ না হয় তাই এই পুরো পুজো প্রক্রিয়া ও রথ টানার অনুষ্ঠান ফেসবুক ও ইউটিউব লাইভ স্ট্রিমিং-এর মাধ্যমে দেখার ব্যবস্থা করা হয়েছে । ঠিক সকাল 8টা 30-এ লাইভ টেলিকাস্টটি শুরু হবে ।"
একনজরে দেখে নেওয়া যাক জগন্নাথ দেবের পুজোর অনুষ্ঠানসূচি
- সকাল 8টা 30-এ প্রথমেই থাকবে পাহান্ডি বিজয়
- সকাল 10টার সময় ISCKON-এর গুন্ডিকা মন্দিরে শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীকে আনা হবে।
সকাল 11টা থেকে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীকে দর্শনের জন্য গুন্ডিচা মন্দিরে রাখা হবে।
কীভাবে লাইভ দর্শন করা যাবে ?
ISKON কর্তৃপক্ষ কয়েকটি ডিজিটাল মাধ্যমের উল্লেখ করেছেন ৷ এই সব মাধ্যমের সাহায্যে সরাসরি দর্শন করা যাবে জগন্নাথ দেবকে ৷ আর সেগুলি হল-
- www.youtube.com/channel/UC6rcqDrEiKIOMaAQITaBA
- www.iskconkolkata.com