ETV Bharat / city

JNU-এর পাশে প্রেসিডেন্সি, কালো ব্যাজে পরীক্ষা হলে পড়ুয়ারা - JNU-এর পাশে প্রেসিডেন্সি

বুকে কালো ব্যাজ পরে পরীক্ষায় বসলো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা । এভাবেই JNU-এর পাশে দাঁড়াল প্রেসিডেন্সি ।

predency
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
author img

By

Published : Jan 7, 2020, 11:14 AM IST

Updated : Jan 7, 2020, 12:06 PM IST

কলকাতা, 7 জানুয়ারি : JNU-র পাশে প্রেসিডেন্সি । প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কালো ব্যাজ পরে পরীক্ষায় বসলেন । পরীক্ষার হলে JNU ঘটনার প্রতিবাদে এভাবে প্রতিবাদ জানান ছাত্র-ছাত্রীরা ।

শুধুমাত্র মিছিল-মিটিং নয় । JNU হামলায় প্রতিবাদে সরব হয়েছেন সারা দেশের পড়ুয়ারা। শহরে বিক্ষোভ মিছিল থেকে রাজনৈতিক নেতাদের কুশপুত্তলিকা পোড়ানো । পাশাপাশি একটু অন্যরকম ভাবে বিক্ষোভ প্রদর্শন করল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

JNU-এর পাশে প্রেসিডেন্সি

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রী কৌশিকী দত্ত চৌধুরি বলেন, "শিক্ষাঙ্গনে আঘাত নেমে আসছে । নরেন্দ্র মোদি চাইছেন না আমরা পড়াশোনা শিখি। এর জন্যই প্রতিবাদ। আমরা কী পরে আসব তা নিয়ে যেমন কর্তৃপক্ষের বলার অধিকার নেই। তেমনই ব্যাজ পরা নিয়েও কোনও কথা বলতে পারেন না। আমরা সবাই ব্যাজ পরে পরীক্ষা দিয়েছি। ক'জনকে পরীক্ষা দিতে আটকাবে। তাহলে তো পুরো ক্লাসকে আটকাতে হবে। "

ব‍্যাজ পড়ে পরীক্ষা দেওয়া বাংলা প্রথম বর্ষের ছাত্র অন্বেষ বন্দ্যোপাধ্যায় বলেন, "ছাত্র সংসদের পক্ষ থেকে বলা হয়েছিল ব্যাজ পড়ে পরীক্ষায় বসতে। সেইমতো আমরা সকল ছাত্র-ছাত্রী ব্যাজ পরে পরীক্ষায় বসেছিলাম। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় যে JNU-এর পাশে রয়েছে সেই বার্তা দিতেই ব্যাজ পরে পরীক্ষায় বসা। শিক্ষকরাও আমাদের আন্দোলনের পাশে রয়েছেন।"

কলকাতা, 7 জানুয়ারি : JNU-র পাশে প্রেসিডেন্সি । প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কালো ব্যাজ পরে পরীক্ষায় বসলেন । পরীক্ষার হলে JNU ঘটনার প্রতিবাদে এভাবে প্রতিবাদ জানান ছাত্র-ছাত্রীরা ।

শুধুমাত্র মিছিল-মিটিং নয় । JNU হামলায় প্রতিবাদে সরব হয়েছেন সারা দেশের পড়ুয়ারা। শহরে বিক্ষোভ মিছিল থেকে রাজনৈতিক নেতাদের কুশপুত্তলিকা পোড়ানো । পাশাপাশি একটু অন্যরকম ভাবে বিক্ষোভ প্রদর্শন করল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

JNU-এর পাশে প্রেসিডেন্সি

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রী কৌশিকী দত্ত চৌধুরি বলেন, "শিক্ষাঙ্গনে আঘাত নেমে আসছে । নরেন্দ্র মোদি চাইছেন না আমরা পড়াশোনা শিখি। এর জন্যই প্রতিবাদ। আমরা কী পরে আসব তা নিয়ে যেমন কর্তৃপক্ষের বলার অধিকার নেই। তেমনই ব্যাজ পরা নিয়েও কোনও কথা বলতে পারেন না। আমরা সবাই ব্যাজ পরে পরীক্ষা দিয়েছি। ক'জনকে পরীক্ষা দিতে আটকাবে। তাহলে তো পুরো ক্লাসকে আটকাতে হবে। "

ব‍্যাজ পড়ে পরীক্ষা দেওয়া বাংলা প্রথম বর্ষের ছাত্র অন্বেষ বন্দ্যোপাধ্যায় বলেন, "ছাত্র সংসদের পক্ষ থেকে বলা হয়েছিল ব্যাজ পড়ে পরীক্ষায় বসতে। সেইমতো আমরা সকল ছাত্র-ছাত্রী ব্যাজ পরে পরীক্ষায় বসেছিলাম। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় যে JNU-এর পাশে রয়েছে সেই বার্তা দিতেই ব্যাজ পরে পরীক্ষায় বসা। শিক্ষকরাও আমাদের আন্দোলনের পাশে রয়েছেন।"

Intro:কলকাতা, ৬ জানুয়ারি : জেএনইউয়ের ঘটনার প্রতিবাদে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় বসলো বুকে ব্যাচ ঝুলিয়ে। দলগত নির্বিশেষে পরীক্ষা হলেই ক্ষোভের বহিঃপ্রকাশ করলো তারা। ছাত্র -ছাত্রীরা বুঝিয়ে দিলো, হামলার ঘটনাকে কোনও ভাবেই রেয়াত করবে না।


Body:শুধুমাত্র মিছিল-মিটিং নয় । বিভিন্নভাবে প্রতিবাদে সরব হয়ে চলেছে ছাত্র-ছাত্রীরা। শহরে মিছিল এবং নরেন্দ্র মোদী অমিত শাহ কুশপুত্তলিকা পড়ানোর পাশাপাশি একটু অন্যরকম ভাবে বিক্ষোভ প্রদর্শন করল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। রীতিমতো সাহসের সঙ্গে পরীক্ষা হলে ব্যাচ লাগিয়ে ঢুকলো তারা। শুধু বেঁচে লাগিয়ে পরীক্ষা হলে ঢোকা নয়, বিভিন্ন ক্লাসের ছাত্র ছাত্রীরা দিল দিনের গোটা পরীক্ষাটি । প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রী কৌশিকী দত্ত চৌধুরী ইটিভি ভারতকে বলেন, "শিক্ষাঙ্গনে আঘাত নেমে আসছে । নরেন্দ্র মোদিরখ চাইছেন না আমরা পড়াশোনা শিখি। এর জন্যই প্রতিবাদ। আমরা কি পড়ে আসব তা নিয়ে যেমন কর্তৃপক্ষ বলার অধিকার নেই। তেমনই ব্যাচ পড়া নিয়েও কোনও কথা বলতে পারেন না। আমরা সবাই ব্যাচ পড়ে পরীক্ষা দিয়েছি। ক'জনকে পরীক্ষা দিতে আটকাবে। তাহলে তো পুরো ক্লাসকে আটকাতে হবে। " ব‍্যাচ পড়ে পরীক্ষা দেওয়া বাংলা প্রথম বর্ষের ছাত্র অন্বেশ বন্দ্যোপাধ্যায় বলেন, "ছাত্র সংসদের পক্ষ থেকে বলা হয়েছিল ব্যাচ পড়ে পরীক্ষায় বসতে। সেইমতো আমরা সকল ছাত্র-ছাত্রী ব্যাচ করে পরীক্ষায় বসেছিলাম। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় যে জেএনইউয়ের পাশে রয়েছে সেই বার্তা দিতেই ব্যাচ পড়ে পরীক্ষায় বসা। শিক্ষকেরাও আমাদের আন্দোলনের পাশে রয়েছেন।"


Conclusion:
Last Updated : Jan 7, 2020, 12:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.