কলকাতা, 7 জানুয়ারি : JNU-র পাশে প্রেসিডেন্সি । প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কালো ব্যাজ পরে পরীক্ষায় বসলেন । পরীক্ষার হলে JNU ঘটনার প্রতিবাদে এভাবে প্রতিবাদ জানান ছাত্র-ছাত্রীরা ।
শুধুমাত্র মিছিল-মিটিং নয় । JNU হামলায় প্রতিবাদে সরব হয়েছেন সারা দেশের পড়ুয়ারা। শহরে বিক্ষোভ মিছিল থেকে রাজনৈতিক নেতাদের কুশপুত্তলিকা পোড়ানো । পাশাপাশি একটু অন্যরকম ভাবে বিক্ষোভ প্রদর্শন করল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রী কৌশিকী দত্ত চৌধুরি বলেন, "শিক্ষাঙ্গনে আঘাত নেমে আসছে । নরেন্দ্র মোদি চাইছেন না আমরা পড়াশোনা শিখি। এর জন্যই প্রতিবাদ। আমরা কী পরে আসব তা নিয়ে যেমন কর্তৃপক্ষের বলার অধিকার নেই। তেমনই ব্যাজ পরা নিয়েও কোনও কথা বলতে পারেন না। আমরা সবাই ব্যাজ পরে পরীক্ষা দিয়েছি। ক'জনকে পরীক্ষা দিতে আটকাবে। তাহলে তো পুরো ক্লাসকে আটকাতে হবে। "
ব্যাজ পড়ে পরীক্ষা দেওয়া বাংলা প্রথম বর্ষের ছাত্র অন্বেষ বন্দ্যোপাধ্যায় বলেন, "ছাত্র সংসদের পক্ষ থেকে বলা হয়েছিল ব্যাজ পড়ে পরীক্ষায় বসতে। সেইমতো আমরা সকল ছাত্র-ছাত্রী ব্যাজ পরে পরীক্ষায় বসেছিলাম। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় যে JNU-এর পাশে রয়েছে সেই বার্তা দিতেই ব্যাজ পরে পরীক্ষায় বসা। শিক্ষকরাও আমাদের আন্দোলনের পাশে রয়েছেন।"