ETV Bharat / city

সোমবার থেকে দিনের প্রথম মেট্রো সকাল 7টা 20 মিনিটে

আগামী সোমবার অর্থাৎ 26 এপ্রিল থেকে কমছে মেট্রোর সংখ্যা ৷ সোমবার থেকে শুক্রবার যে 258টি মেট্রো চলাচল করে, তার পরিবর্তে চলবে 238টি (আপ ও ডাউন মিলিয়ে) মেট্রো ৷ পাশাপাশি, সব মিলিয়ে শনিবার 218টি এবং রবিবার 100টি মেট্রো যাতায়াত করবে ৷

Wb_kol_01_metro to decrease frequency from next monday_copy_7206406
আগামী সোমবার থেকে কমছে মেট্রোর সংখ্য়া
author img

By

Published : Apr 23, 2021, 4:31 PM IST

Updated : Apr 23, 2021, 6:24 PM IST

কলকাতা, 23 এপ্রিল : আগামী সোমবার অর্থাৎ 26 এপ্রিল থেকে কমছে মেট্রোর সংখ্যা ৷ সোমবার থেকে শুক্রবার যে 258টি মেট্রো চলাচল করে, তার পরিবর্তে চলবে 238টি (আপ ও ডাউন মিলিয়ে) মেট্রো ৷ পাশাপাশি, সব মিলিয়ে শনিবার 218টি এবং রবিবার 100টি মেট্রো যাতায়াত করবে ৷

কলকাতা মেট্রো সূত্রে খবর, আগামী সোমবার থেকে দিনের প্রথম মেট্রো সকাল 6টা বেজে 50 মিনিটের বদলে ছাড়বে সকাল 7টা বেজে 20 মিনিটে ৷ 30 মিনিট এগিয়ে আনা হচ্ছে দিনের শেষ ট্রেন ছাড়ার সময়ও ৷

করোনায় দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল দশা গোটা ভারতের ৷ ব্য়তিক্রম নয় পশ্চিমবঙ্গও ৷ সংক্রমণ ঠেকাতে ভিড় নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার ৷ সেই কারণেই সরকারি এবং বেসরকারি অফিসগুলিতে কর্মী সংখ্যা নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷ বন্ধ হয়ে গিয়েছে স্কুল ৷ এর ফলে স্বাভাবিকভাবেই মেট্রোয় নিত্যযাত্রীদের সংখ্যা কমেছে ৷ সেই কারণেই মেট্রোর সংখ্যাও কমানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷

শুক্রবার কলকাতা মেট্রোর তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে জানানো হয়েছে, আগামী সোমবার থেকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 7টা বেজে 20 মিনিটে (সকাল 6টা বেজে 50 মিনিটের বদলে) ৷

অন্যদিকে, কবি সুভাষগামী দিনের শেষ মেট্রোটি দক্ষিণেশ্বর থেকে ছাড়বে রাত 8টা বেজে 58 মিনিটে (9টা বেজে 28 মিনিটের বদলে) ৷ কবি সুভাষগামী দিনের শেষ মেট্রোটি দমদম থেকে ছাড়বে রাত 9টা বেজে 10 মিনিটে (9টা বেজে 40 মিনিটের বদলে) ৷ রাত 9টা বেজে 10 মিনিটেই (9টা বেজে 40 মিনিটের বদলে) দক্ষিণেশ্বরগামী দিনের শেষ মেট্রোটি ছাড়বে কবি সুভাষ থেকে ৷ প্রতি শনিবার ও রবিবারও এই একই সময়ে দিনের প্রথম ও শেষ মেট্রো ছাড়বে ৷

আরও পড়ুন : করোনা সামলাতে শহরে হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টার, চালু হেল্পলাইন

কলকাতা মেট্রোর এক আধিকারিক জানিয়েছেন, লকডাউনের পর মেট্রো চালু হওয়ার সময় থেকেই নিয়মিতভাবে রেলের কামরা, স্টেশন চত্বর স্য়ানিটাইজ্ড করা হচ্ছে ৷ মাস্ক ছাড়া কোনও যাত্রীকেই মেট্রো চত্বরে ঢুকতে দেওয়া হচ্ছে না ৷ এমনকী, মাস্ক না পরলে যাত্রীদের 500 টাকা জরিমানাও করা হচ্ছে ৷ পাশাপাশি চলছে ‘নো মাস্ক, নো মেট্রো’ কর্মসূচিও ৷ করোনা সম্পর্কে যাত্রীদের সচেতন করতে বারবার মাইকে ঘোষণা করা হচ্ছে ৷ প্ল্য়াটফর্মে লাগানো টেলিভিশনেও চলছে সচেতনতামূলক প্রচার ৷

তবে মেট্রোর তরফে এত কিছু উদ্যোগ নেওয়া হলেও যাত্রীদের একাংশ যে করোনাবিধির পরোয়া করছেন না, এমন অভিযোগ বারবার উঠছে ৷ মাস্ক না পরে, কিংবা মুখে রুমাল বা ওড়না পেঁচিয়েও বহু যাত্রীকে মেট্রোয় উঠতে দেখা গিয়েছে ৷ এমনকী, মাস্ক পরতে বলা নিয়ে বচসাতেও জড়িয়েছেন বহু যাত্রী ৷

কলকাতা, 23 এপ্রিল : আগামী সোমবার অর্থাৎ 26 এপ্রিল থেকে কমছে মেট্রোর সংখ্যা ৷ সোমবার থেকে শুক্রবার যে 258টি মেট্রো চলাচল করে, তার পরিবর্তে চলবে 238টি (আপ ও ডাউন মিলিয়ে) মেট্রো ৷ পাশাপাশি, সব মিলিয়ে শনিবার 218টি এবং রবিবার 100টি মেট্রো যাতায়াত করবে ৷

কলকাতা মেট্রো সূত্রে খবর, আগামী সোমবার থেকে দিনের প্রথম মেট্রো সকাল 6টা বেজে 50 মিনিটের বদলে ছাড়বে সকাল 7টা বেজে 20 মিনিটে ৷ 30 মিনিট এগিয়ে আনা হচ্ছে দিনের শেষ ট্রেন ছাড়ার সময়ও ৷

করোনায় দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল দশা গোটা ভারতের ৷ ব্য়তিক্রম নয় পশ্চিমবঙ্গও ৷ সংক্রমণ ঠেকাতে ভিড় নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার ৷ সেই কারণেই সরকারি এবং বেসরকারি অফিসগুলিতে কর্মী সংখ্যা নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷ বন্ধ হয়ে গিয়েছে স্কুল ৷ এর ফলে স্বাভাবিকভাবেই মেট্রোয় নিত্যযাত্রীদের সংখ্যা কমেছে ৷ সেই কারণেই মেট্রোর সংখ্যাও কমানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷

শুক্রবার কলকাতা মেট্রোর তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে জানানো হয়েছে, আগামী সোমবার থেকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 7টা বেজে 20 মিনিটে (সকাল 6টা বেজে 50 মিনিটের বদলে) ৷

অন্যদিকে, কবি সুভাষগামী দিনের শেষ মেট্রোটি দক্ষিণেশ্বর থেকে ছাড়বে রাত 8টা বেজে 58 মিনিটে (9টা বেজে 28 মিনিটের বদলে) ৷ কবি সুভাষগামী দিনের শেষ মেট্রোটি দমদম থেকে ছাড়বে রাত 9টা বেজে 10 মিনিটে (9টা বেজে 40 মিনিটের বদলে) ৷ রাত 9টা বেজে 10 মিনিটেই (9টা বেজে 40 মিনিটের বদলে) দক্ষিণেশ্বরগামী দিনের শেষ মেট্রোটি ছাড়বে কবি সুভাষ থেকে ৷ প্রতি শনিবার ও রবিবারও এই একই সময়ে দিনের প্রথম ও শেষ মেট্রো ছাড়বে ৷

আরও পড়ুন : করোনা সামলাতে শহরে হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টার, চালু হেল্পলাইন

কলকাতা মেট্রোর এক আধিকারিক জানিয়েছেন, লকডাউনের পর মেট্রো চালু হওয়ার সময় থেকেই নিয়মিতভাবে রেলের কামরা, স্টেশন চত্বর স্য়ানিটাইজ্ড করা হচ্ছে ৷ মাস্ক ছাড়া কোনও যাত্রীকেই মেট্রো চত্বরে ঢুকতে দেওয়া হচ্ছে না ৷ এমনকী, মাস্ক না পরলে যাত্রীদের 500 টাকা জরিমানাও করা হচ্ছে ৷ পাশাপাশি চলছে ‘নো মাস্ক, নো মেট্রো’ কর্মসূচিও ৷ করোনা সম্পর্কে যাত্রীদের সচেতন করতে বারবার মাইকে ঘোষণা করা হচ্ছে ৷ প্ল্য়াটফর্মে লাগানো টেলিভিশনেও চলছে সচেতনতামূলক প্রচার ৷

তবে মেট্রোর তরফে এত কিছু উদ্যোগ নেওয়া হলেও যাত্রীদের একাংশ যে করোনাবিধির পরোয়া করছেন না, এমন অভিযোগ বারবার উঠছে ৷ মাস্ক না পরে, কিংবা মুখে রুমাল বা ওড়না পেঁচিয়েও বহু যাত্রীকে মেট্রোয় উঠতে দেখা গিয়েছে ৷ এমনকী, মাস্ক পরতে বলা নিয়ে বচসাতেও জড়িয়েছেন বহু যাত্রী ৷

Last Updated : Apr 23, 2021, 6:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.