কল্য়াণী, 16 নভেম্বর: বঙ্গের ক্রীড়াজগতে এ যেন 'সুপার স্য়াটারডে' ৷ রঞ্জি ট্রফিতে ক্রিকেট দল রোমাঞ্চকর জয় তুলে নেওয়ার পর ফুটবলে জিতল বাংলা ৷ বরং বলা ভালো দাপুটে জয়ে সন্তোষ ট্রফিতে অভিযান শুরু করল সঞ্জয় সেনের বাংলা ৷ রবি হাঁসদার জোড়া গোলে ঝাড়খণ্ডকে 4-0 গোলে হারাল ৷ গত পর্বে মূলপর্বের যোগ্যতা অর্জনে ব্যর্থ বাংলার হয়ে এদিন বাকি দুই গোল মনোতোষ মাজি এবং নরহরি শ্রেষ্ঠার ৷
শনিবার যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে বড় জয় বাকি দুই প্রতিপক্ষ বিহার ও উত্তরপ্রদেশের বিরুদ্ধে বাংলাকে অনেকটা চাপমুক্ত হয়ে নামতে সাহায্য করবে ৷ অজানা প্রতিপক্ষ ঝাড়খণ্ডের বিরুদ্ধে ঘর সামলে আক্রমণের ছক সাজিয়েছিলেন সঞ্জয় সেন। শুরুর কিছুক্ষণ প্রতিপক্ষকে মেপে নেওয়ার পর একের পর এক আক্রমনে প্রতিপক্ষকে কোণঠাসা করতে থাকেন ইসরাফিল দেওয়ান, জুয়েল আহমেদরা। গতির বিপরীতে গোল করার মত পরিস্থিতি তৈরি করে ফেলেছিল ঝাড়খণ্ড। কিন্তু 19 মিনিটে সে যাত্রায় গোলরক্ষক সৌরভ সামন্তের তৎপরতায় রক্ষা পায় 32 বারের চ্যাম্পিয়নরা।এরপর আক্রমণে আরও ঝাঁঝ বাড়ে বাংলার ৷
FT | Santosh Trophy 2024/25 🏆
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@torch__bearers) November 16, 2024
JHARKHAND 0 ➖ 4 WEST BENGAL
⚽ Monotosh Maji
⚽⚽ Robi Hansda
⚽ Naro Hari Shrestha #JoyEastBengal #BengalFootball pic.twitter.com/5zXEpU2ptJ
বিরতির ঠিক আগে এগিয়ে যায় বাংলা ৷ জুয়েল আহমেদের বাড়ানো বল ধরে ইসরlফিল পাস দেন মনোতোষকে ৷ যা থেকে গোল করতে ভুল করেননি তিনি। বিরতির পরও একই ছন্দে শুরু বাংলার। টানা আক্রমণে ঝাড়খণ্ডকে চাপে ফেলে দেয় তাঁরা। 61 মিনিটে রবি হাঁসদাকে বক্সে ফেলে দিলে পেনাল্টি পায় বাংলা ৷ যা থেকে 2-0 করেন রবি নিজেই ৷ তিন মিনিট বাদে ফের গোল রবির। সেখানেই বাংলার জয় কার্যত নিশ্চিত হয়ে যায়।
পরিবর্ত হিসেবে মাঠে নামানো হয়েছিল নরহরি শ্রেষ্ঠাকে। 84 মিনিটে সুপার-সাব সুপার নরহরির গোলেই চার গোলের বৃত্ত সম্পূর্ণ হয় বাংলার। সুপ্রতীপের পাস ধরে ডান পায়ের শটে গোল করেন নরহরি। তিন মিনিট পর যদিও ফের গোলের সুযোগ নষ্ট করেন ডায়মন্ড হারবার এফসি ফুটবলার ৷
চার গোলে জয়ে খুশি সঞ্জয় সেন আত্মতুষ্ট হতে নারাজ। কারণ, পরের পর্বে যেতে প্রতিটি ম্যাচেই পুরো পয়েন্ট চাইছেন তিনি ৷ তবে প্রথম ম্যাচের জয় যে দলের চাপ কমাবে, তা মানছেন আইলিগ জয়ী বাগানের প্রাক্তন কোচ।