ETV Bharat / city

Arpita on Recovered Money: এ টাকা আমার নয়, আমার অজান্তে ফ্ল্যাটে রাখা হয়েছে; দাবি অর্পিতার - Partha Chatterjee

ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে নয়া দাবি অর্পিতার (The Money Was Kept in Her Absence Says Arpita Mukherjee) ৷ জানালেন, উদ্ধার হওয়া টাকা তাঁর অনুপস্থিতিতে কেউ বা কারা রেখে গিয়েছেন ৷ সে নিয়ে তিনি কিছুই জানেন না ৷

the-money-is-plants-in-her-absence-says-arpita-mukherjee
the-money-is-plants-in-her-absence-says-arpita-mukherjee
author img

By

Published : Aug 2, 2022, 12:11 PM IST

Updated : Aug 2, 2022, 1:55 PM IST

কলকাতা, 2 অগস্ট: ‘‘এই টাকা আমার নয় ৷ আমার অনুপস্থিতিতে এবং আমার অজান্তে এই টাকা ঢোকানো হয়েছে ৷’’ আজ জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় এ কথা বলেন অর্পিতা মুখোপাধ্যায় (The Money Was Kept in Her Absence Says Arpita Mukherjee) ৷ এসএসসি দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতাকে গ্রেফতার করেছে ইডি ৷ আদালতের নির্দেশ মতো 48 ঘণ্টা অন্তর তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছে কেন্দ্রীয় সংস্থা ৷

সেই মতো আদালতের নির্দেশে আজ ফের পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে স্বাস্থ্য পরীক্ষা করাতে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যায় ইডি ৷ বেলা 11টা 5 মিনিটে তাঁদের নিয়ে জোকা ইএসআই-তে পৌঁছয় কেন্দ্রীয় সংস্থা ৷ সেখানেই অর্পিতাকে হাসপাতালে ঢোকানোর সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, উদ্ধার হওয়া বিপুল টাকা কার ? সেই প্রশ্নের জবাবে অর্পিতা বলেন, ‘‘এই টাকা আমার নয় ৷ আমার অনুপস্থিতিতে এবং আমার অজান্তে এই টাকা ঢোকানো হয়েছে ৷’’ আর অর্পিতার এই মন্তব্যের পর, নতুন করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

মূলত, এতদিন অর্পিতা বলে আসছিলেন, তাঁর সামনে দিয়েই ওই টাকা ফ্ল্যাটে রাখা হত ৷ তবে, সেই টাকায় তাঁর হাত দেওয়ার অনুমতি ছিল না ৷ কিন্তু, এ বার অর্পিতার বক্তব্য, সেই টাকা যখন তাঁর ফ্ল্যাটে রাখা হয়েছিল, তখন তিনি সেখানে ছিলেন না ৷ এমনকি তিনি এ সম্পর্কে কিছু জানতেও না ৷ ফলে অর্পিতার এক একবার এক একরকম বক্তব্য উদ্ধার হওয়া প্রায় 50 কোটি টাকার রহস্যকে আরও বাড়িয়ে তুলছে ৷

আরও পড়ুন: Partha-Arpita: লকআপে পার্থ-অর্পিতার গতিবিধির উপর সর্বক্ষণ নজর রাখছে দুটি সিসিটিভি ক্যামেরা !

অন্য়দিকে, এ দিন পার্থ চট্টোপাধ্যায়কে সাংবাদিকদের নাগালের বাইরে রাখতে বিশেষ ব্যবস্থা করে ইডি ৷ বড় গাড়িতে মাঝখানে বসানো হয় তাঁকে ৷ দু’দিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁর সুরক্ষায় ছিলেন ৷ আগের দু’দিন সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছিলেন পার্থ ৷ যা নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয় ৷ ফলে আজ পার্থ চট্টোপাধ্যায় যাতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে না পারেন, তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় গাড়িতে ৷ এমনকি ইএসআই হাসপাতালেও ৷ এমনকি অর্পিতাকে গাড়ি থেকে নামানোর সময়ও বিশৃঙ্খলা তৈরি হয় ৷ সাংবাদিকদের সঙ্গে রীতিমতো ধস্তাধ্বস্তি করে অর্পিতাকে হাসপাতালের ভিতরে নিয়ে যায় কেন্দ্রীয় বাহিনী এবং ইডি আধিকারিকরা ৷

কলকাতা, 2 অগস্ট: ‘‘এই টাকা আমার নয় ৷ আমার অনুপস্থিতিতে এবং আমার অজান্তে এই টাকা ঢোকানো হয়েছে ৷’’ আজ জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় এ কথা বলেন অর্পিতা মুখোপাধ্যায় (The Money Was Kept in Her Absence Says Arpita Mukherjee) ৷ এসএসসি দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতাকে গ্রেফতার করেছে ইডি ৷ আদালতের নির্দেশ মতো 48 ঘণ্টা অন্তর তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছে কেন্দ্রীয় সংস্থা ৷

সেই মতো আদালতের নির্দেশে আজ ফের পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে স্বাস্থ্য পরীক্ষা করাতে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যায় ইডি ৷ বেলা 11টা 5 মিনিটে তাঁদের নিয়ে জোকা ইএসআই-তে পৌঁছয় কেন্দ্রীয় সংস্থা ৷ সেখানেই অর্পিতাকে হাসপাতালে ঢোকানোর সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, উদ্ধার হওয়া বিপুল টাকা কার ? সেই প্রশ্নের জবাবে অর্পিতা বলেন, ‘‘এই টাকা আমার নয় ৷ আমার অনুপস্থিতিতে এবং আমার অজান্তে এই টাকা ঢোকানো হয়েছে ৷’’ আর অর্পিতার এই মন্তব্যের পর, নতুন করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

মূলত, এতদিন অর্পিতা বলে আসছিলেন, তাঁর সামনে দিয়েই ওই টাকা ফ্ল্যাটে রাখা হত ৷ তবে, সেই টাকায় তাঁর হাত দেওয়ার অনুমতি ছিল না ৷ কিন্তু, এ বার অর্পিতার বক্তব্য, সেই টাকা যখন তাঁর ফ্ল্যাটে রাখা হয়েছিল, তখন তিনি সেখানে ছিলেন না ৷ এমনকি তিনি এ সম্পর্কে কিছু জানতেও না ৷ ফলে অর্পিতার এক একবার এক একরকম বক্তব্য উদ্ধার হওয়া প্রায় 50 কোটি টাকার রহস্যকে আরও বাড়িয়ে তুলছে ৷

আরও পড়ুন: Partha-Arpita: লকআপে পার্থ-অর্পিতার গতিবিধির উপর সর্বক্ষণ নজর রাখছে দুটি সিসিটিভি ক্যামেরা !

অন্য়দিকে, এ দিন পার্থ চট্টোপাধ্যায়কে সাংবাদিকদের নাগালের বাইরে রাখতে বিশেষ ব্যবস্থা করে ইডি ৷ বড় গাড়িতে মাঝখানে বসানো হয় তাঁকে ৷ দু’দিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁর সুরক্ষায় ছিলেন ৷ আগের দু’দিন সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছিলেন পার্থ ৷ যা নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয় ৷ ফলে আজ পার্থ চট্টোপাধ্যায় যাতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে না পারেন, তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় গাড়িতে ৷ এমনকি ইএসআই হাসপাতালেও ৷ এমনকি অর্পিতাকে গাড়ি থেকে নামানোর সময়ও বিশৃঙ্খলা তৈরি হয় ৷ সাংবাদিকদের সঙ্গে রীতিমতো ধস্তাধ্বস্তি করে অর্পিতাকে হাসপাতালের ভিতরে নিয়ে যায় কেন্দ্রীয় বাহিনী এবং ইডি আধিকারিকরা ৷

Last Updated : Aug 2, 2022, 1:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.