ETV Bharat / city

কোরোনা নয়, মুর্শিদাবাদের যুবকের মৃত্যুর কারণ অন্য ? - বেলেঘাটা আইডি

মুর্শিদাবাদের যুবকের মৃত্যুর কারণ কোরোনা ভাইরাস নয় ৷ স্বাস্থ্য দপ্তর সূত্রে একথা জানা গেছে ৷

Corona Panic
ছবি
author img

By

Published : Mar 9, 2020, 10:11 AM IST

কলকাতা, 9 মার্চ: মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নভেল কোরোনা ভাইরাসের সংক্রমণ সন্দেহে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয় গতকাল । কিন্তু, ডায়াবেটিক কোমার জেরে তাঁর মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ।

7 মার্চ ওই রোগীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় । জ্বর, শ্বাসকষ্টের পাশাপাশি তাঁর রক্তে শর্করার মাত্রাও অনেক বেশি ছিল বলে জানা গেছে । মৃত ওই যুবক কিছুদিন আগেই সৌদি আরব থেকে ফিরেছিলেন । স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, তিনি কোরোনা ভাইরাসে আক্রান্ত হননি বলে প্রাথমিকভাবে মনে হয়েছে চিকিৎসকদের । যেহেতু তিনি সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন এবং অসুস্থ ছিলেন, তাই তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল ।

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীকে গতকাল এই নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, রোগীর সোয়াবের নমুনা কলকাতার বেলেঘাটায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এনটেরিক ডিজ়িজ়েস (NICED)-এ পরীক্ষা করা হবে । পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিতভাবে জানা যাবে, এই রোগীর মৃত্যু কোরোনা ভাইরাস সংক্রমণের জেরে হয়েছে কি না । যদিও স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, এই রোগীর মৃত্যুর কারণ ডায়াবেটিক কোমা । তবে, বিষয়টি যেহেতু স্পর্শকাতর, সেই জন্য মৃতের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট করে বলতে চাইছে না স্বাস্থ্য দপ্তর ।

এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত কলকাতার ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনজন ভরতি রয়েছেন । এই তিনজনের মধ্যে একজনকে গতকাল ভরতি করা হয়েছে । জানা গেছে, তিনি বসিরহাটের বাসিন্দা । এই রোগীর সোয়াবের নমুনা আজ পরীক্ষা করা হবে । অন্য দু'জনের মধ্যে একজন হোটেল ম্যানেজমেন্ট পড়ুয়া । আগ্রার যে হোটেলে পর্যটকদের শরীরে COVID-19-এর সংক্রমণ ধরা পড়েছে, সেই হোটেলেই ছিলেন তিনি । তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করে দেখা গেছে তিনি সংক্রমিত নন । তৃতীয়জন দক্ষিণ কলকাতার মুদিয়ালির বাসিন্দা । তিনি জয়পুরে বেড়াতে গিয়েছিলেন । তাঁর, সর্দি-কাশি ছিল । জয়পুর থেকে ফেরার পর তিনি ডায়রিয়ায় আক্রান্ত হন । দক্ষিণ কলকাতার বেসরকারি একটি হাসপাতালে তিনি গিয়েছিলেন । তবে, তিনি জয়পুরে বেড়াতে গিয়েছিলেন জানার পর ওই হাসপাতাল থেকে তাঁকে বেলেঘাটা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে । এই রোগীর সোয়াবের নমুনাও আজই পরীক্ষা করা হবে ।

কলকাতা, 9 মার্চ: মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নভেল কোরোনা ভাইরাসের সংক্রমণ সন্দেহে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয় গতকাল । কিন্তু, ডায়াবেটিক কোমার জেরে তাঁর মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ।

7 মার্চ ওই রোগীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় । জ্বর, শ্বাসকষ্টের পাশাপাশি তাঁর রক্তে শর্করার মাত্রাও অনেক বেশি ছিল বলে জানা গেছে । মৃত ওই যুবক কিছুদিন আগেই সৌদি আরব থেকে ফিরেছিলেন । স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, তিনি কোরোনা ভাইরাসে আক্রান্ত হননি বলে প্রাথমিকভাবে মনে হয়েছে চিকিৎসকদের । যেহেতু তিনি সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন এবং অসুস্থ ছিলেন, তাই তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল ।

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীকে গতকাল এই নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, রোগীর সোয়াবের নমুনা কলকাতার বেলেঘাটায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এনটেরিক ডিজ়িজ়েস (NICED)-এ পরীক্ষা করা হবে । পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিতভাবে জানা যাবে, এই রোগীর মৃত্যু কোরোনা ভাইরাস সংক্রমণের জেরে হয়েছে কি না । যদিও স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, এই রোগীর মৃত্যুর কারণ ডায়াবেটিক কোমা । তবে, বিষয়টি যেহেতু স্পর্শকাতর, সেই জন্য মৃতের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট করে বলতে চাইছে না স্বাস্থ্য দপ্তর ।

এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত কলকাতার ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনজন ভরতি রয়েছেন । এই তিনজনের মধ্যে একজনকে গতকাল ভরতি করা হয়েছে । জানা গেছে, তিনি বসিরহাটের বাসিন্দা । এই রোগীর সোয়াবের নমুনা আজ পরীক্ষা করা হবে । অন্য দু'জনের মধ্যে একজন হোটেল ম্যানেজমেন্ট পড়ুয়া । আগ্রার যে হোটেলে পর্যটকদের শরীরে COVID-19-এর সংক্রমণ ধরা পড়েছে, সেই হোটেলেই ছিলেন তিনি । তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করে দেখা গেছে তিনি সংক্রমিত নন । তৃতীয়জন দক্ষিণ কলকাতার মুদিয়ালির বাসিন্দা । তিনি জয়পুরে বেড়াতে গিয়েছিলেন । তাঁর, সর্দি-কাশি ছিল । জয়পুর থেকে ফেরার পর তিনি ডায়রিয়ায় আক্রান্ত হন । দক্ষিণ কলকাতার বেসরকারি একটি হাসপাতালে তিনি গিয়েছিলেন । তবে, তিনি জয়পুরে বেড়াতে গিয়েছিলেন জানার পর ওই হাসপাতাল থেকে তাঁকে বেলেঘাটা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে । এই রোগীর সোয়াবের নমুনাও আজই পরীক্ষা করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.