কলকাতা, 7 জুলাই : পড়ুয়াদের সমস্যা নিয়ে আলোচনা করতে এবার রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের ডাক দিলেন আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকড় । এর আগে উচ্চশিক্ষা দপ্তরের মাধ্যমে উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের আয়োজন করার আবেদন জানিয়েছিলেন তিনি । কিন্তু, এবার আর দপ্তরের মাধ্যমে নয় সরাসরি উপাচার্যদের চিঠি দিয়ে বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দেন তিনি ।
উচ্চশিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন ও দাবি সম্বলিত স্মারকলিপি আচার্যের কাছে জমা দিয়েছিল একাধিক ছাত্র সংগঠন । তার প্রেক্ষিতেই পড়ুয়া ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন রাজ্যপাল । 15 জুন উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের আয়োজন করতে উচ্চশিক্ষা দপ্তরকে বলেছিলেন জগদীপ ধনকড় । রাজ্যপালের সচিবের তরফে উচ্চশিক্ষা দপ্তরের প্রধান সচিবের সঙ্গে যোগাযোগ করে বৈঠককে অগ্রাধিকার দিয়ে সাতদিনের মধ্যে এই ভার্চুয়াল বৈঠকের ব্যবস্থা করার কথা বলা হয়েছিল । কিন্তু ভার্চুয়াল বৈঠকের ব্যবস্থা তো দূরের কথা, উচ্চশিক্ষা দপ্তরের তরফে আচার্যকে জানানো হয়েছিল, নতুন বিধিতে উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করার কোনও নিয়ম নেই । তার পরই 29 জুন মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন উপাচার্য ।
15 জুলাই সকাল 11টায় এই বৈঠক হবে বলে জানানো হয়েছে । চিঠিতে রাজ্যপাল বলেন, "আচার্য এবং রাজ্যপাল উভয় হিসেবেই আমার কাছে ছাত্র সমাজের স্বার্থ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ । সময়ে সময়ে বিভিন্ন সমস্যা আমার নজরে এনেছে দুঃশ্চিন্তায় থাকা ছাত্ররা । পড়ুয়াদের সার্বিক আগ্রহের কথা বিবেচনা করে এই সমস্যার সমাধান করা উচিত । পড়ুয়াদের সমস্যা ফেলে রাখা যাবে না । এই পরিস্থিতিতে আমি সব উপাচার্য ও সহ উপাচার্যের সঙ্গে আলোচনা যুক্তিযুক্ত বলে মনে করি । সেই কারণে আগামী ভার্চুয়াল কনফারেন্সে আপনাদের অংশগ্রহণ করতে হবে । আমার অফিস থেকে বিস্তারিত তথ্য ও বৈঠকের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে ।"
বৈঠকের আগে পড়ুয়াদের বিভিন্ন সমস্যার দিকে নজর দিতেও বলা হয়েছে চিঠিতে। তবে, এই বৈঠকে অংশগ্রহণের আমন্ত্রণ এখনও উপাচার্যদের কাছে পৌঁছায়নি বলেই জানাচ্ছে উপাচার্য পরিষদ । উপাচার্য পরিষদের তরফে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য বলেন, "আমি এখনও চিঠি পাইনি । আমন্ত্রণ পাওয়ার পর কী করা হবে তা নিয়ে উপাচার্য পরিষদে আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে ।"