কলকাতা, 7 অক্টোবর : দুর্গাপুজো নিয়ে হাইকোর্টের নির্দেশ মানছে না রাজ্য ৷ এই অভিযোগ সংক্রান্ত মামলা গ্রহণ করল আদালত । 12টা 50 মিনিটে মামলার শুনানি ।
আজ সকালে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারী অজয় কুমারের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, কলকাতা হাইকোর্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও রাজ্যের মুখ্যসচিব যে 11 দফা নির্দেশিকা জারি করেছেন দুর্গাপূজা নিয়ে, তাতে অঞ্জলি থেকে শুরু করে সিঁদুর খেলা, সমস্ত কিছুতেই মণ্ডপে প্রবেশের রাস্তা রাখা হয়েছে। এটা পরিস্কার আদালতের নির্দেশ অমান্য করা হচ্ছে ।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, গতবছর কলকাতা হাইকোর্ট যা নির্দেশ দিয়েছিল সেই সমস্ত নির্দেশিকা মেনে করোনা সুরক্ষা বিধি মাথায় রেখে পুজোতে সবাই যাতে আনন্দ করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে । তাতেও যদি মামলাকারীর আপত্তি থাকে তাহলে মামলাটি শুনানির জন্য আগামীকাল রাখা হোক । কিন্তু বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় জানান, আজ আদালতের প্রথমার্ধেই তিনি মামলাটি শুনবেন । 12টা 50 মিনিটে তিনি মামলাটি শুনবেন বলে জানিয়েছেন ।
আরও পড়ুন : Kolkata High Court :পুজো গাইডলাইনে হাইকোর্টের নির্দেশ ভঙ্গের অভিযোগে রাজ্য়কে নোটিশ