ETV Bharat / city

ময়দান এলাকায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তি - Kolkata rape news

পরিবারের লোকেরা জানিয়েছেন, ঘটনার পর থেকেই কিশোরী গুম মেরে গেছিল ৷ অস্বাভাবিক আচরণ করছিল ৷

Girl allegedly raped by old man
প্রতীকী ছবি
author img

By

Published : Jul 9, 2020, 4:33 AM IST

কলকাতা, 9 জুলাই : কিশোরীকে ধর্ষণের অভিযোগ ৷ প্রগতি ময়দান থানা এলাকার ঘটনা ৷ কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে ৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

নির্যাতিতা কিশোরী প্রগতি ময়দান থানা এলাকারই বাসিন্দা ৷ এলাকার এক স্কুলে নবম শ্রেণির পড়ুয়া ৷ অভিযুক্ত বছর পঞ্চান্নর শুকদেব রাউতও ওই একই পাড়াতে থাকে ৷ অভিযোগ, লকডাউনের আগে নানা অছিলায় শুকদেব রাউত কিশোরীকে ভুলিয়ে ঘরে নিয়ে যায় ৷ সেখানেই তার উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ৷

এদিকে পরিবারের লোকেরা জানিয়েছেন, সেদিনের পর থেকেই কিশোরী গুম মেরে গেছিল ৷ অস্বাভাবিক আচরণ করছিল ৷ কিন্তু এতদিন মুখ ফুটে কিছু বলতে সাহস পায়নি ৷ অবশেষে গতকাল কিশোরী তার মাকে গোটা ঘটনাটি জানায় ৷ এরপরই তাকে নিয়ে আসা নয় প্রগতি ময়দান থানায় ৷ দায়ের হয় ধর্ষণের মামলা ৷

ইতিমধ্যে ওই কিশোরীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে । পুলিশের কাছে গোপন জবানবন্দীও দিয়েছে সে । এই সবকিছুর উপর ভিত্তি করেই শুকদেবকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

কলকাতা, 9 জুলাই : কিশোরীকে ধর্ষণের অভিযোগ ৷ প্রগতি ময়দান থানা এলাকার ঘটনা ৷ কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে ৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

নির্যাতিতা কিশোরী প্রগতি ময়দান থানা এলাকারই বাসিন্দা ৷ এলাকার এক স্কুলে নবম শ্রেণির পড়ুয়া ৷ অভিযুক্ত বছর পঞ্চান্নর শুকদেব রাউতও ওই একই পাড়াতে থাকে ৷ অভিযোগ, লকডাউনের আগে নানা অছিলায় শুকদেব রাউত কিশোরীকে ভুলিয়ে ঘরে নিয়ে যায় ৷ সেখানেই তার উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ৷

এদিকে পরিবারের লোকেরা জানিয়েছেন, সেদিনের পর থেকেই কিশোরী গুম মেরে গেছিল ৷ অস্বাভাবিক আচরণ করছিল ৷ কিন্তু এতদিন মুখ ফুটে কিছু বলতে সাহস পায়নি ৷ অবশেষে গতকাল কিশোরী তার মাকে গোটা ঘটনাটি জানায় ৷ এরপরই তাকে নিয়ে আসা নয় প্রগতি ময়দান থানায় ৷ দায়ের হয় ধর্ষণের মামলা ৷

ইতিমধ্যে ওই কিশোরীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে । পুলিশের কাছে গোপন জবানবন্দীও দিয়েছে সে । এই সবকিছুর উপর ভিত্তি করেই শুকদেবকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.