ETV Bharat / city

Teachers Transfer : বিকাশ ভবনের সামনে আত্মহত্যার চেষ্টা করা পাঁচ শিক্ষিকা মামলা করলেন কলকাতা হাইকোর্টে

বাড়ি থেকে কয়েকশো কিলোমিটার দূরে বদলির প্রতিবাদে বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে আত্মহত্যা চেষ্টা করা পাঁচ শিক্ষিকা এবার কলকাতা হাইকোর্টে ( Calcutta High Court) মামলা করলেন ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে দায়ের হওয়া এই মামলার শুনানি আগামী সপ্তাহে হতে পারে বলে জানা যাচ্ছে ৷

পাঁচ শিক্ষিকা মামলা করলেন কলকাতা হাইকোর্টে
পাঁচ শিক্ষিকা মামলা করলেন কলকাতা হাইকোর্টে
author img

By

Published : Aug 25, 2021, 9:43 PM IST

কলকাতা, 25 অগস্ট : বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করা শিক্ষিকারা মামলা করলেন কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) । অন্যায় এবং আইন বিরুদ্ধভাবে তাঁদের বদলি করা হয়েছে বলে দাবি করে মামলা দায়ের করেছেন শিক্ষিকারা । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মামলা দায়ের হয়েছে । আগামী সপ্তাহে তার শুনানির সম্ভাবনা রয়েছে ৷

মামলাকারী শিক্ষিকা জ্যোৎস্না টুডু, শিখা দাস, পুতুল জানা মণ্ডলদের দাবি, কয়েকশো কিলোমিটার দূরে বদলি করা হল কোন আইনে ? শিশু শিক্ষা কেন্দ্রের কাজের রীতি ভেঙে তাঁদের বদলি করা হয়েছে । তাই অবিলম্বে বদলির এই সিদ্ধান্ত বাতিল করতে হবে বলে দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা ।

বেতন বৃদ্ধি-সহ বিভিন্ন শিক্ষক-শিক্ষিকাদের অন্যায় ভাবে বদলি করা হচ্ছে এরকম বিভিন্ন দাবিতে দীর্ঘদিন ধরেই প্রতিবাদ আন্দোলন চালিয়ে গিয়েছেন শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ ৷ তাঁদের মধ্যে থেকেই পাঁচজনকে সম্প্রতি দক্ষিণ 24 পরগনার বিভিন্ন শিশু শিক্ষা কেন্দ্র থেকে কোচবিহারের দিনহাটায় বদলি করা হয়েছে । তার বিরুদ্ধেই গতকাল বিকাশ ভবনের সামনে আত্মহত্যার চেষ্টা করেন ওই পাঁচ শিক্ষিকা । বিষ পানের পর আশঙ্কাজনক অবস্থায় তাঁদের কলকাতার এনআরএস হাসপাতালে ভর্তি করা হয় ৷ আপাতত তাঁরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ৷

এই শিক্ষিকাদের দক্ষিণ 24 পরগনা জেলা থেকে একেবারে উত্তরবঙ্গের বিভিন্ন স্কুলে বদলি করা হয়েছে বলে জানা গিয়েছে । এর আগে একাধিকবার শিক্ষা দফতরের এই অন্যায় বদলির ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁরা ব্যর্থ হয়েছিলেন বলেই গতকাল আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত তাঁরা গ্রহণ করেন বলে জানা যাচ্ছে ।

আরও পড়ুন : Teacher Transfer : পাঁচ শিক্ষিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, হাসপাতালে দেখতে এলেন বিরোধী নেতারা

কলকাতা, 25 অগস্ট : বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করা শিক্ষিকারা মামলা করলেন কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) । অন্যায় এবং আইন বিরুদ্ধভাবে তাঁদের বদলি করা হয়েছে বলে দাবি করে মামলা দায়ের করেছেন শিক্ষিকারা । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মামলা দায়ের হয়েছে । আগামী সপ্তাহে তার শুনানির সম্ভাবনা রয়েছে ৷

মামলাকারী শিক্ষিকা জ্যোৎস্না টুডু, শিখা দাস, পুতুল জানা মণ্ডলদের দাবি, কয়েকশো কিলোমিটার দূরে বদলি করা হল কোন আইনে ? শিশু শিক্ষা কেন্দ্রের কাজের রীতি ভেঙে তাঁদের বদলি করা হয়েছে । তাই অবিলম্বে বদলির এই সিদ্ধান্ত বাতিল করতে হবে বলে দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা ।

বেতন বৃদ্ধি-সহ বিভিন্ন শিক্ষক-শিক্ষিকাদের অন্যায় ভাবে বদলি করা হচ্ছে এরকম বিভিন্ন দাবিতে দীর্ঘদিন ধরেই প্রতিবাদ আন্দোলন চালিয়ে গিয়েছেন শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ ৷ তাঁদের মধ্যে থেকেই পাঁচজনকে সম্প্রতি দক্ষিণ 24 পরগনার বিভিন্ন শিশু শিক্ষা কেন্দ্র থেকে কোচবিহারের দিনহাটায় বদলি করা হয়েছে । তার বিরুদ্ধেই গতকাল বিকাশ ভবনের সামনে আত্মহত্যার চেষ্টা করেন ওই পাঁচ শিক্ষিকা । বিষ পানের পর আশঙ্কাজনক অবস্থায় তাঁদের কলকাতার এনআরএস হাসপাতালে ভর্তি করা হয় ৷ আপাতত তাঁরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ৷

এই শিক্ষিকাদের দক্ষিণ 24 পরগনা জেলা থেকে একেবারে উত্তরবঙ্গের বিভিন্ন স্কুলে বদলি করা হয়েছে বলে জানা গিয়েছে । এর আগে একাধিকবার শিক্ষা দফতরের এই অন্যায় বদলির ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁরা ব্যর্থ হয়েছিলেন বলেই গতকাল আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত তাঁরা গ্রহণ করেন বলে জানা যাচ্ছে ।

আরও পড়ুন : Teacher Transfer : পাঁচ শিক্ষিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, হাসপাতালে দেখতে এলেন বিরোধী নেতারা

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.