ETV Bharat / city

KMC Election 2021 : তৃণমূলে গোষ্ঠীকোন্দল, নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ তনিমা-রতনের - মনোনয়ন পেশ

পৌর নির্বাচনের (KMC Election 2021) আবহেই প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল ৷ বুধবার মনোনয়ন পেশের শেষ দিনে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্য়ায়ের (Late Subrata Mukherjee) বোন তনিমা চট্টোপাধ্য়ায় (Independent Candidate Tanima Chatterjee) এবং 73 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রতন মালাকার (Independent Candidate Ratan Malakar) ৷

tanima chatterjee and ratan malakar submit nomination as independent candidate for kmc election 2021
KMC Election 2021 : নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ তনিমা-রতনের
author img

By

Published : Dec 1, 2021, 6:13 PM IST

কলকাতা, 1 ডিসেম্বর : কলকাতা পৌর নির্বাচনের (KMC Election 2021) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই প্রকাশ্যে চলে এল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল ৷ বুধবার নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ করেন প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্য়ায়ের (Late Subrata Mukherjee) বোন তনিমা চট্টোপাধ্য়ায় (Independent Candidate Tanima Chatterjee) এবং 73 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রতন মালাকার (Independent Candidate Ratan Malakar) ৷

আরও পড়ুন : KMC Election 2021 : কলকাতার ভোটে চমকহীন প্রার্থী তালিকায় ’বিশ্বাসযোগ্যরাই’ ভরসা বিজেপির

উল্লেখ্য, কলকাতা পৌরনিগমের জন্য নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হওয়ার পরই প্রার্থীতালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস (TMC Candidate List) ৷ 68 নম্বর ওয়ার্ডে প্রাথমিকভাবে সুব্রতর বোন তনিমাকে প্রার্থী হিসাবে স্থির করা হয় ৷ কিন্তু, পরে তাঁকে সরিয়ে প্রার্থী করা হয় ওই ওয়ার্ডেরই প্রাক্তন কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্য়ায়কে (Sudarshana Mukherjee) ৷ সূত্রের দাবি, দলের অন্দরের কোন্দল মেটাতেই প্রার্থীবদল করা হয় ৷ তবে এই ঘটনায় বেজায় চটেছেন তনিমা ৷ তৃণমূল নেতৃত্বের সিদ্ধান্তের প্রতিবাদেই 68 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন তিনি ৷

জটিলতা দেখা দিয়েছিল 73 নম্বর ওয়ার্ডেও ৷ পর পর তিনবার এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন রতন মালাকার ৷ কিন্তু, এবার তৃণমূল তাঁকে টিকিট দেয়নি ৷ বদলে প্রার্থী করা হয়েছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্য়ায়কে (Kajari Banerjee) ৷

আরও পড়ুন : Kolkata Corporation Election 2021: পরিবারতন্ত্রের অভিযোগ, পৌর নির্বাচনের প্রার্থী তালিকা ঘিরে ক্ষোভ তৃণমূলের অন্দরে

তৃণমূল নেতৃত্বের এই আচরণে ক্ষুব্ধ রতন মালাকার ৷ এদিন তিনিও 73 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ করেন ৷ কেন এমন করলেন রতন ? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, পৌর নির্বাচনের টিকিট দেওয়ার ক্ষেত্রে তাঁর সঙ্গে কোনও যোগাযোগই করা হয়নি ৷ অথচ এই এলাকাটিকে হাতের তালুর মতো চেনেন তিনি ৷ এমনকী, দল তাঁকে টিকিট না দেওয়ায় এলাকার বহু মানুষ তাঁকে ফোনও করেন ৷ তারপরই তিনি সিদ্ধান্ত নেন, নির্দল প্রার্থী হিসাবেই ভোটে দাঁড়াবেন ৷

কলকাতা, 1 ডিসেম্বর : কলকাতা পৌর নির্বাচনের (KMC Election 2021) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই প্রকাশ্যে চলে এল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল ৷ বুধবার নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ করেন প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্য়ায়ের (Late Subrata Mukherjee) বোন তনিমা চট্টোপাধ্য়ায় (Independent Candidate Tanima Chatterjee) এবং 73 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রতন মালাকার (Independent Candidate Ratan Malakar) ৷

আরও পড়ুন : KMC Election 2021 : কলকাতার ভোটে চমকহীন প্রার্থী তালিকায় ’বিশ্বাসযোগ্যরাই’ ভরসা বিজেপির

উল্লেখ্য, কলকাতা পৌরনিগমের জন্য নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হওয়ার পরই প্রার্থীতালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস (TMC Candidate List) ৷ 68 নম্বর ওয়ার্ডে প্রাথমিকভাবে সুব্রতর বোন তনিমাকে প্রার্থী হিসাবে স্থির করা হয় ৷ কিন্তু, পরে তাঁকে সরিয়ে প্রার্থী করা হয় ওই ওয়ার্ডেরই প্রাক্তন কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্য়ায়কে (Sudarshana Mukherjee) ৷ সূত্রের দাবি, দলের অন্দরের কোন্দল মেটাতেই প্রার্থীবদল করা হয় ৷ তবে এই ঘটনায় বেজায় চটেছেন তনিমা ৷ তৃণমূল নেতৃত্বের সিদ্ধান্তের প্রতিবাদেই 68 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন তিনি ৷

জটিলতা দেখা দিয়েছিল 73 নম্বর ওয়ার্ডেও ৷ পর পর তিনবার এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন রতন মালাকার ৷ কিন্তু, এবার তৃণমূল তাঁকে টিকিট দেয়নি ৷ বদলে প্রার্থী করা হয়েছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্য়ায়কে (Kajari Banerjee) ৷

আরও পড়ুন : Kolkata Corporation Election 2021: পরিবারতন্ত্রের অভিযোগ, পৌর নির্বাচনের প্রার্থী তালিকা ঘিরে ক্ষোভ তৃণমূলের অন্দরে

তৃণমূল নেতৃত্বের এই আচরণে ক্ষুব্ধ রতন মালাকার ৷ এদিন তিনিও 73 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ করেন ৷ কেন এমন করলেন রতন ? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, পৌর নির্বাচনের টিকিট দেওয়ার ক্ষেত্রে তাঁর সঙ্গে কোনও যোগাযোগই করা হয়নি ৷ অথচ এই এলাকাটিকে হাতের তালুর মতো চেনেন তিনি ৷ এমনকী, দল তাঁকে টিকিট না দেওয়ায় এলাকার বহু মানুষ তাঁকে ফোনও করেন ৷ তারপরই তিনি সিদ্ধান্ত নেন, নির্দল প্রার্থী হিসাবেই ভোটে দাঁড়াবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.