কলকাতা, 18 জুন: এবার বিশ্বব্যাঙ্কের টাকায় টালি নালা সংস্কার করতে চলেছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷ বহু বছর সংস্কারের অভাবে অবহেলায় পড়ে রয়েছে টালি নালা । খালটি সংস্কার না হওয়ায় শহরে জমা জলের সমস্যা প্রকট হয়েছে । শহরের জমা জলের সমস্যা দূর করতে টালি নালা সংস্কারে তৎপর হল পৌরনিগম ।
2017 সালে টালি নালা সংস্কার নিয়ে কেন্দ্র-রাজ্য মতপার্থক্য হয় । থমকে যায় সংস্কারের কাজ । এদিন টালি নালা নিয়ে জরুরি বৈঠক করেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) । বৈঠক শেষে তিনি জানিয়েছেন, রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রকের সচিব দুর্গাচরণ মিত্রকে টালি নালা সংস্কারের বিষয়ে চিঠি দেওয়া হয়েছিল । একটি সংস্থা টেন্ডারও দেওয়া হয়েছে । বিশ্বব্যাঙ্কের কাছে তা অনুমোদনের জন্য পাঠানো হয়েছে ।
এদিন ফিরহাদ হাকিম জানান, বিশ্বব্যাঙ্ক থেকে অনুমোদন এলে আগামী জুলাই মাসে টালি নালা সংস্কারের কাজ শুরু হবে । চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে ওয়ার্ক অর্ডার বেরিয়ে যাবে । শীতকালে কাজ শুরু হবে । টালি নালার তিন জায়গায় নতুন ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করা হবে । একটি লিফটিং পাম্প স্টেশন তৈরি করা হবে ব্রিজ এলাকায় । টালি নালার দু-ধারে বহু বছর আগের ট্রিটমেন্ট প্লান্ট রয়েছে ৷ যেগুলো কার্যত অকেজো হয়ে পড়ে আছে । সেই ট্রিটমেন্ট প্লান্টগুলির মেশিন বদল করা হবে ।
আরও পড়ুন: টাউন হল পরিদর্শনে ফিরহাদ, সংষ্কারে বিশেষজ্ঞ কমিটি গঠন
টালি নালার দৈর্ঘ্য গড়িয়া থেকে আলিপুর হয়ে দইঘাট পর্যন্ত, প্রায় 15.5 কিলোমিটার । দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকার নিকাশি জল আদিগঙ্গায় পড়ে যাতে দূষণ না বাড়ে পারে তার জন্য বিকল্প সিদ্ধান্ত নেওয়া হয়েছে । টালি নালা সংস্কার করতে আনুমানিক 407 কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ।