ETV Bharat / city

Tala Bridge : 3 মাস পর চালু হতে পারে টালা ব্রিজ, জানালেন মন্ত্রী মলয় ঘটক - Tala Bridge May Open After Three Months

প্রায় শেষের পথে টালা ব্রিজ পুনর্নির্মাণের কাজ ৷ 3 মাস পর চালু হতে পারে টালা ব্রিজ (Tala Bridge May Open After Three Months) ৷ আজ টালা ব্রিজের কাজ পরিদর্শনে গিয়ে এমনটাই জানালেন রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটক ৷ 2020 সালের 1 ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যায় টালা ব্রিজ (Tala Bridge Work Under Progress) ৷

Tala Bridge May Open After Three Months says PWD Minister Moloy Ghatak
Tala Bridge May Open After Three Months says PWD Minister Moloy Ghatak
author img

By

Published : Jan 21, 2022, 5:07 PM IST

কলকাতা, 21 জানুয়ারি : অন্তত 3 মাস সময় লাগবে টালা ব্রিজ চালু করতে ৷ আজ টালা ব্রিজের কাজ খতিয়ে দেখে এমনাই জানালেন রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটক (Tala Bridge May Open After Three Months) ৷ উত্তর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতু ৷ তাই নয় কলকাতার সঙ্গে উত্তর 24 পরগনার সড়ক যোগাযোগের অন্যতম রাস্তা এটি ৷ গত 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ রয়েছে টালা ব্রিজ ৷

2018 সালের 4 সেপ্টেম্বর মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর, কলকাতার সবক’টি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয় ৷ যেখানে টালা ব্রিজকে অত্যন্ত বিপজ্জনক হিসাবে উল্লেখ করা হয় বিশেষজ্ঞ দলের তরফে ৷ যে রিপোর্টের উপর ভিত্তি করে 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ হয়ে যায় সেতু ৷ পরবর্তীতে সিদ্ধান্ত হয়, টালা ব্রিজকে পুরোপুরি ভেঙে ফেলে নতুন করে তৈরি করা হবে ৷ সেই মতো 2020’র ফেব্রুয়ারি মাসে সেতু ভাঙার কাজ শুরু হয় (Tala Bridge Work Under Progress) ৷

3 মাস পর চালু হতে পারে টালা ব্রিজ, জানালেন মন্ত্রী মলয় ঘটক

টালা ব্রিজের একটা বড় অংশ চিৎপুরে রেললাইনের উপর দিয়ে গিয়েছে ৷ তাই সেই অংশ ভাঙা এবং নির্মাণে রেলের অনুমতি না পাওয়ায় বেশ কিছুদিন বন্ধ ছিল কাজ ৷ যেখানে সেতুর অন্যান্য অংশের নকশার ছাড়পত্র মিললেও, রেললাইনের উপরের 240 মিটার অংশে রেলের ছাড়পত্র পেতে বেশ কিছুটা সময় লেগে যায় ৷ মোট 12টি পিলারের উপর তৈরি হচ্ছে টালা ব্রিজ ৷

আরও পড়ুন : পুজোর পরই চালু হতে পারে চার লেনের টালা ব্রিজ

এদিন পূর্তমন্ত্রী মলয় ঘটক এবং কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ সেতুর কাজ পরিদর্শন করেন ৷ সেখানে মলয় ঘটক জানান, গোটা প্রকল্পে 468 কোটি টাকা খরচ হচ্ছে ৷ যার মধ্যে শুধু সেতুর জন্য 348 কোটি টাকা খরচ হচ্ছে ৷ দ্রুত গতিতে কাজ এগোচ্ছে ৷ আশা করা হচ্ছে, আর 3 মাস পরেই এই সেতু ফের যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে ৷

কলকাতা, 21 জানুয়ারি : অন্তত 3 মাস সময় লাগবে টালা ব্রিজ চালু করতে ৷ আজ টালা ব্রিজের কাজ খতিয়ে দেখে এমনাই জানালেন রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটক (Tala Bridge May Open After Three Months) ৷ উত্তর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতু ৷ তাই নয় কলকাতার সঙ্গে উত্তর 24 পরগনার সড়ক যোগাযোগের অন্যতম রাস্তা এটি ৷ গত 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ রয়েছে টালা ব্রিজ ৷

2018 সালের 4 সেপ্টেম্বর মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর, কলকাতার সবক’টি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয় ৷ যেখানে টালা ব্রিজকে অত্যন্ত বিপজ্জনক হিসাবে উল্লেখ করা হয় বিশেষজ্ঞ দলের তরফে ৷ যে রিপোর্টের উপর ভিত্তি করে 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ হয়ে যায় সেতু ৷ পরবর্তীতে সিদ্ধান্ত হয়, টালা ব্রিজকে পুরোপুরি ভেঙে ফেলে নতুন করে তৈরি করা হবে ৷ সেই মতো 2020’র ফেব্রুয়ারি মাসে সেতু ভাঙার কাজ শুরু হয় (Tala Bridge Work Under Progress) ৷

3 মাস পর চালু হতে পারে টালা ব্রিজ, জানালেন মন্ত্রী মলয় ঘটক

টালা ব্রিজের একটা বড় অংশ চিৎপুরে রেললাইনের উপর দিয়ে গিয়েছে ৷ তাই সেই অংশ ভাঙা এবং নির্মাণে রেলের অনুমতি না পাওয়ায় বেশ কিছুদিন বন্ধ ছিল কাজ ৷ যেখানে সেতুর অন্যান্য অংশের নকশার ছাড়পত্র মিললেও, রেললাইনের উপরের 240 মিটার অংশে রেলের ছাড়পত্র পেতে বেশ কিছুটা সময় লেগে যায় ৷ মোট 12টি পিলারের উপর তৈরি হচ্ছে টালা ব্রিজ ৷

আরও পড়ুন : পুজোর পরই চালু হতে পারে চার লেনের টালা ব্রিজ

এদিন পূর্তমন্ত্রী মলয় ঘটক এবং কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ সেতুর কাজ পরিদর্শন করেন ৷ সেখানে মলয় ঘটক জানান, গোটা প্রকল্পে 468 কোটি টাকা খরচ হচ্ছে ৷ যার মধ্যে শুধু সেতুর জন্য 348 কোটি টাকা খরচ হচ্ছে ৷ দ্রুত গতিতে কাজ এগোচ্ছে ৷ আশা করা হচ্ছে, আর 3 মাস পরেই এই সেতু ফের যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.