কলকাতা, 5 জানুয়ারি : এবার বাংলার সঙ্গে ইংরেজি ভাষাতে পাওয়া যাবে স্বাস্থ্যসাথীর পুস্তিকা। কলকাতা পৌরনিগম ইংরেজিতে হাসপাতালে নামের তালিকার পুস্তিকা প্রকাশিত করবে। রাজ্য সরকার আসন্ন নির্বাচনকে লক্ষ্য করে দুয়ারে সরকার কর্মসূচি শুরু করেছে। সেই সঙ্গে সকল মানুষের জন্য স্বাস্থ্যবিমা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবার পিছু 5 লক্ষ টাকার স্বাস্থ্যবিমা দেবে সরকার। তার জন্যই স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ার কাজ চলছে। কলকাতা শহর জুড়েও ওই কার্ড দেওয়ার কাজ চলছে। স্বাস্থ্যসাথী কার্ড-এর সঙ্গেই দেওয়া হচ্ছে একটি পুস্তিকা। এই পুস্তিকায় রয়েছে সমস্ত হাসপাতালের নামের তালিকা। এই তালিকা অনুযায়ী সবকটাই হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা মিলবে।
কিন্তু শুধুমাত্র বাংলা ভাষাতেই স্বাস্থ্যসাথী প্রকল্পে হাসপাতালের নামের তালিকার পুস্তিকাটি ছাপানো হয়েছে। এর ফলে সমস্যা তৈরি হয়েছে। কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে বাংলাভাষী মানুষের সঙ্গে সঙ্গেই হিন্দি, উর্দু ও ইংরেজি ভাষী মানুষের বসবাস রয়েছে। কলকাতাতে আনুমানিক 20.8 শতাংশ হিন্দিভাষী, আনুমানিক 13.6 শতাংশ মানুষ উর্দুতে কথা বলেন। এছাড়াও উড়িয়া, গুজরাতি, পাঞ্জাবি, নেপালি ভাষার মানুষ বসবাস করেন। যদিও তা এক শতাংশের কম। তাই শুধু বাংলা ভাষাতেই স্বাস্থ্যসাথী কার্ডের হাসপাতালে নামের তালিকার পুস্তিকা প্রকাশিত হওয়ায় বহু মানুষ সমস্যায় পড়েছেন।ইতিমধ্যেই বেশ কয়জন প্রাক্তন কাউন্সিলর ও বর্তমানের ওয়ার্ড কো-অর্ডিনেটররা এই নিয়ে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের কাছে জানিয়েছেন।
আরও পড়ুন: "চোখের আলো", নয়া প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর
এদিন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, এই সমস্যা দূর করতে এবার বাংলার পাশাপাশি ইংরেজিতেও পুস্তিকা প্রকাশ করা হবে। কলকাতা-সহ বিধাননগর ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে অবাঙালি মানুষের জন্য ইংরেজিতে হাসপাতালের নামের তালিকা দেওয়া হবে। যাঁরা বাংলায় হাসপাতালের নাম পড়ে বুঝতে পারছেন না, তাঁদের জন্য ইংরেজিতে দেওয়া থাকলে সাধারণ মানুষের ক্ষেত্রে তাঁর সুবিধাজনক হবে বলে আশাবাদী পুরপ্রশাসক ফিরহাদ হাকিম।