ETV Bharat / city

হাসপাতালে ভরতি শুভেন্দু অধিকারীর মা, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী - অসুস্থ শুভেন্দু অধিকারীর মা

শ্বাসকষ্ট ও শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হন শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী অধিকারী ৷ তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ চিকিৎসকরা জানিয়েছেন ঠান্ডা লাগার কারণে শ্বাসকষ্ট হয়েছিল ৷ তবে চিন্তার কোনও কারণ নেই ৷ ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

suvendu adhikary
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Aug 21, 2020, 7:07 AM IST

কলকাতা, 21 অগাস্ট : কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি রাজ্যের মন্ত্রী তথা ডাকসাইটে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী অধিকারী । মন্ত্রীর মায়ের অসুস্থতার খবর পেয়ে রীতিমতো উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী । শুভেন্দু অধিকারীর বাবা সাংসদ শিশির অধিকারীকে ফোন করে অসুস্থ গায়ত্রী দেবীর খোঁজখবর নেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

বেশ কয়েকদিন ধরে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়েছিলেন গায়ত্রী অধিকারী । শ্বাসকষ্ট ও শারীরিক সমস্যা নিয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছে ৷ চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়ের অধীনে চিকিৎসাধীন ৷ তাঁর নমুনা কোরোনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছিল ৷ গতকাল বিকেলে সেই রিপোর্ট নেগেটিভ আসে ৷ রিপোর্ট নেগেটিভ আসায় কিছুটা স্বস্তিতে অধিকারী পরিবার ।

মা অসুস্থ থাকায় উদ্বিগ্ন ছিলেন সেচ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ও তমলুকের সংসদ দিব্যেন্দু অধিকারী । বেশ চিন্তিত ছিলেন তাঁদের বাবা শিশির অধিকারীও । জানা গেছে, লকডাউনের কারণে মায়ের সঙ্গে দেখা হয়নি দিব্যেন্দুর । তবে প্রতি মুহূর্তে খোঁজখবর রাখছেন তিনিও । হাসপাতাল থেকে পরিবারকে জানানো হয়েছে, ঠান্ডা লাগার কারণে শ্বাসকষ্ট হয়েছিল । ফলে চিন্তার কোনও কারণ নেই । কোরোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে । স্বতঃস্ফূর্তভাবে হাঁটাচলাও করেছেন ৷

কলকাতা, 21 অগাস্ট : কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি রাজ্যের মন্ত্রী তথা ডাকসাইটে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী অধিকারী । মন্ত্রীর মায়ের অসুস্থতার খবর পেয়ে রীতিমতো উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী । শুভেন্দু অধিকারীর বাবা সাংসদ শিশির অধিকারীকে ফোন করে অসুস্থ গায়ত্রী দেবীর খোঁজখবর নেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

বেশ কয়েকদিন ধরে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়েছিলেন গায়ত্রী অধিকারী । শ্বাসকষ্ট ও শারীরিক সমস্যা নিয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছে ৷ চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়ের অধীনে চিকিৎসাধীন ৷ তাঁর নমুনা কোরোনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছিল ৷ গতকাল বিকেলে সেই রিপোর্ট নেগেটিভ আসে ৷ রিপোর্ট নেগেটিভ আসায় কিছুটা স্বস্তিতে অধিকারী পরিবার ।

মা অসুস্থ থাকায় উদ্বিগ্ন ছিলেন সেচ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ও তমলুকের সংসদ দিব্যেন্দু অধিকারী । বেশ চিন্তিত ছিলেন তাঁদের বাবা শিশির অধিকারীও । জানা গেছে, লকডাউনের কারণে মায়ের সঙ্গে দেখা হয়নি দিব্যেন্দুর । তবে প্রতি মুহূর্তে খোঁজখবর রাখছেন তিনিও । হাসপাতাল থেকে পরিবারকে জানানো হয়েছে, ঠান্ডা লাগার কারণে শ্বাসকষ্ট হয়েছিল । ফলে চিন্তার কোনও কারণ নেই । কোরোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে । স্বতঃস্ফূর্তভাবে হাঁটাচলাও করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.