ETV Bharat / city

KMC Election 2021 : বাংলায় উত্তর কোরিয়ার মতো শাসন চলছে, আক্রমণ শুভেন্দুর - কলকাতা পৌর নির্বাচন 2021

শাসক তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ শুভেন্দুর (Suvendu Slams TMC over KMC Election rigging allegations) ৷ বলেন, কলকাতা পৌরসভা নির্বাচনে ভোটের নামে প্রহসন হয়েছে ৷ বাংলায় উত্তর কোরিয়ার মতো শাসন চলছে ৷

Suvendu Slams TMC over KMC Election
তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ শুভেন্দুর
author img

By

Published : Dec 19, 2021, 9:22 PM IST

Updated : Dec 19, 2021, 9:45 PM IST

কলকাতা, 19 ডিসেম্বর : বাংলায় ন্যূনতম গণতন্ত্র নেই । উত্তর কোরিয়ার মতো শাসন চলছে । ভোটের নামে প্রহসন হয়েছে বলে অভিযোগ আনলেন বিরোধী দলনেতা (BJP alleges rigging in KMC Election) । নির্বাচন কমিশনের বাইরে এদিন শুভেন্দু পুলিশের বিরুদ্ধে তাঁকে শারীরিক হেনস্থার অভিযোগও এনেছেন ৷

কলকাতার পৌর নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে বিজেপি ৷ সেই দাবিতে রাজ্যপালের সঙ্গে দেখা করেন শুভেন্দু-সহ বিজেপি নেতারা ৷ সেখান থেকে যান নির্বাচন কমিশনেও ৷ রাজভবন এবং রাজ্য নির্বাচন কমিশনের বাইরে এদিন শাসক তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা ৷ সংবাদমাধ্যমকে শুভেন্দু বলেন, "ভোটের নামে প্রহসন হয়েছে ৷ রাজ্যে নূন্যতম গণতন্ত্র নেই ৷ বাম, কংগ্রেসের মতো তৃণমূলও শূন্যে এসে দাঁড়াবে ৷" রাজ্যে উত্তর কোরিয়ার মতো শাসন চলছে বলেও অভিযোগ করেন তিনি ৷

এদিন রাজভবন থেকে বেরিয়ে বিজেপি নেতারা যান নির্বাচন কমিশনে ৷ সেখানে সংবাদমাধ্যমকে শুভেন্দু জানান, পুলিশ তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করেছে ৷ তাঁকে ধাক্কা দেওয়া হয়েছে ৷

তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর

এদিন বিজেপি নেতাদের সঙ্গে দেখা করার পর রাজ্যপাল জগদীপ ধনকড় টুইট করেন ৷ লেখেন, "বিজেপির প্রতিনিধিদল ব্যাপক হিংসা, কারচুপির পরিপ্রেক্ষিতে কলকাতা পৌরভোট বাতিলের দাবি জানিয়ে রাজ্যপালকে অনুরোধ করেছেন ৷ কলকাতা পুলিশ শাসকের হয়ে কাজ করেছে ৷ বিরোধী বিধায়কদের হস্টেলে তালাবন্ধ করার ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তও চাওয়া হয়েছে ।"

আর এক টুইটে রাজ্যপাল লেখেন, "প্রতিনিধিদল ভার্চুয়াল গৃহবন্দি সম্পর্কে তদন্ত চেয়েছে ৷ বিধায়কদের এই তালাবন্দির ঘটনা জরুরি অবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে । তাঁদের মতে, শাসকদলের মন্ত্রী ও বিধায়করা কলকাতা পুলিশের অবাধ সমর্থন কাজে লাগিয়েছেন ৷"

আরও পড়ুন : KMC Election 2021 : 144টি ওয়ার্ডেই পুনর্নির্বাচনের দাবি শুভেন্দুর

কলকাতা, 19 ডিসেম্বর : বাংলায় ন্যূনতম গণতন্ত্র নেই । উত্তর কোরিয়ার মতো শাসন চলছে । ভোটের নামে প্রহসন হয়েছে বলে অভিযোগ আনলেন বিরোধী দলনেতা (BJP alleges rigging in KMC Election) । নির্বাচন কমিশনের বাইরে এদিন শুভেন্দু পুলিশের বিরুদ্ধে তাঁকে শারীরিক হেনস্থার অভিযোগও এনেছেন ৷

কলকাতার পৌর নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে বিজেপি ৷ সেই দাবিতে রাজ্যপালের সঙ্গে দেখা করেন শুভেন্দু-সহ বিজেপি নেতারা ৷ সেখান থেকে যান নির্বাচন কমিশনেও ৷ রাজভবন এবং রাজ্য নির্বাচন কমিশনের বাইরে এদিন শাসক তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা ৷ সংবাদমাধ্যমকে শুভেন্দু বলেন, "ভোটের নামে প্রহসন হয়েছে ৷ রাজ্যে নূন্যতম গণতন্ত্র নেই ৷ বাম, কংগ্রেসের মতো তৃণমূলও শূন্যে এসে দাঁড়াবে ৷" রাজ্যে উত্তর কোরিয়ার মতো শাসন চলছে বলেও অভিযোগ করেন তিনি ৷

এদিন রাজভবন থেকে বেরিয়ে বিজেপি নেতারা যান নির্বাচন কমিশনে ৷ সেখানে সংবাদমাধ্যমকে শুভেন্দু জানান, পুলিশ তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করেছে ৷ তাঁকে ধাক্কা দেওয়া হয়েছে ৷

তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর

এদিন বিজেপি নেতাদের সঙ্গে দেখা করার পর রাজ্যপাল জগদীপ ধনকড় টুইট করেন ৷ লেখেন, "বিজেপির প্রতিনিধিদল ব্যাপক হিংসা, কারচুপির পরিপ্রেক্ষিতে কলকাতা পৌরভোট বাতিলের দাবি জানিয়ে রাজ্যপালকে অনুরোধ করেছেন ৷ কলকাতা পুলিশ শাসকের হয়ে কাজ করেছে ৷ বিরোধী বিধায়কদের হস্টেলে তালাবন্ধ করার ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তও চাওয়া হয়েছে ।"

আর এক টুইটে রাজ্যপাল লেখেন, "প্রতিনিধিদল ভার্চুয়াল গৃহবন্দি সম্পর্কে তদন্ত চেয়েছে ৷ বিধায়কদের এই তালাবন্দির ঘটনা জরুরি অবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে । তাঁদের মতে, শাসকদলের মন্ত্রী ও বিধায়করা কলকাতা পুলিশের অবাধ সমর্থন কাজে লাগিয়েছেন ৷"

আরও পড়ুন : KMC Election 2021 : 144টি ওয়ার্ডেই পুনর্নির্বাচনের দাবি শুভেন্দুর

Last Updated : Dec 19, 2021, 9:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.