কলকাতা, 20 মে : ভার্চুয়াল বৈঠকে কথা বলার সুযোগ না পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানিয়েছিলেন যে এতে অত্যন্ত অপমানিত বোধ করেছেন তিনি ৷
এই নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে পালটা আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী ৷ তিনি একাধিক টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন ৷
শুভেন্দু অধিকারীর অভিযোগ, প্রশাসনের প্রতি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও আগ্রহ নেই, তা আবার বোঝালেন ৷ প্রধানমন্ত্রী জেলাস্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কোভিড পরিস্থিতি নিয়ে৷ সেই বৈঠকের রাজনীতিকরণ করছেন মুখ্যমন্ত্রী ৷
-
Today, our respected CM @MamataOfficial has once again shown her total disinterest in administration.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
True to her style, she has politicised a meeting Hon'ble PM @narendramodi held with District Officials, where grassroots level practices to fight COVID-19 were being discussed.
">Today, our respected CM @MamataOfficial has once again shown her total disinterest in administration.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 20, 2021
True to her style, she has politicised a meeting Hon'ble PM @narendramodi held with District Officials, where grassroots level practices to fight COVID-19 were being discussed.Today, our respected CM @MamataOfficial has once again shown her total disinterest in administration.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 20, 2021
True to her style, she has politicised a meeting Hon'ble PM @narendramodi held with District Officials, where grassroots level practices to fight COVID-19 were being discussed.
নন্দীগ্রামের বিধায়ক মনে করিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা কোনও বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না ৷ অথচ এখন জেলাশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠককে হাইজ্যাক করার কথা বলছেন ৷ এটাকে তিনি লজ্জাজনক কটাক্ষ করেছেন ৷
-
To state clearly, PM @narendramodi has held numerous meetings with Chief Ministers in the last few months, how many did @MamataOfficial attend?
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
ZERO.
Now, she hijacks a PM-DM meet to say she was denied a chance to speak.
Shameful!
">To state clearly, PM @narendramodi has held numerous meetings with Chief Ministers in the last few months, how many did @MamataOfficial attend?
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 20, 2021
ZERO.
Now, she hijacks a PM-DM meet to say she was denied a chance to speak.
Shameful!To state clearly, PM @narendramodi has held numerous meetings with Chief Ministers in the last few months, how many did @MamataOfficial attend?
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 20, 2021
ZERO.
Now, she hijacks a PM-DM meet to say she was denied a chance to speak.
Shameful!
যেহেতু জেলাশাসকদের সঙ্গে এদিনের ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী কথা বলেছেন, তাই শুভেন্দু অধিকারী সেই বিষয়টির উপর জোর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন ৷ টুইটে লিখেছেন, অবিজেপি শাসিত রাজ্যে ছত্তীশগড়, কেরালা, মহারাষ্ট্র, রাজস্থান ও অন্ধ্রপ্রদেশের সাতটি জেলার মধ্যে পাঁচটি জেলা বলার সুযোগ পেয়েছে ৷
-
5 out of the 7 District Officials who spoke today belonged to non-BJP ruled states of Chhattisgarh, Kerala, Maharashtra, Rajasthan and AP.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Cooperative federalism is the firm commitment of PM @narendramodi unlike CM @MamataOfficial who only believes in confrontational federalism.
">5 out of the 7 District Officials who spoke today belonged to non-BJP ruled states of Chhattisgarh, Kerala, Maharashtra, Rajasthan and AP.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 20, 2021
Cooperative federalism is the firm commitment of PM @narendramodi unlike CM @MamataOfficial who only believes in confrontational federalism.5 out of the 7 District Officials who spoke today belonged to non-BJP ruled states of Chhattisgarh, Kerala, Maharashtra, Rajasthan and AP.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 20, 2021
Cooperative federalism is the firm commitment of PM @narendramodi unlike CM @MamataOfficial who only believes in confrontational federalism.
ওই টুইটে শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে বিশ্বাস করেন ৷ আর মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতার যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বিশ্বাসী ৷
আর এই নিয়ে চতুর্থ টুইটটিতে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন ৷ তাঁর দাবি, রজ্যে কোভিড পরিস্থিতি খারাপ হলেও মুখ্যমন্ত্রী রাজনীতি করতে ব্যস্ত ৷ তৃণমূল কংগ্রেস জয়ের আনন্দ করতে ও বিরোধীদের আক্রমণ করতে ব্যস্ত ৷ এর বদলে রাজ্য সরকারকে কাজে মন দিতে পরামর্শ দিয়েছেন শুভেন্দু অধিকারী ৷
-
West Bengal’s COVID numbers are miserable, but the Chief Minister wants to play politics.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
The @AITCofficial is still busy in gory victory dances and targeting opponents.
It is better they get down to work because the great People of West Bengal are watching!
">West Bengal’s COVID numbers are miserable, but the Chief Minister wants to play politics.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 20, 2021
The @AITCofficial is still busy in gory victory dances and targeting opponents.
It is better they get down to work because the great People of West Bengal are watching!West Bengal’s COVID numbers are miserable, but the Chief Minister wants to play politics.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 20, 2021
The @AITCofficial is still busy in gory victory dances and targeting opponents.
It is better they get down to work because the great People of West Bengal are watching!
উল্লেখ্য, বৃহস্পতিবার দশটি রাজ্যকে নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৈঠকে সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও রাজ্যস্তরের আমলা ছিলেন ৷ এছাড়া ছিলেন জেলাস্তরের আধিকারিকরা ৷ কিন্তু পশ্চিমবঙ্গের কোনও জেলাস্তরের আধিকারিকরা ছিলেন না বলে খবর ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যস্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন ৷
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর ডাকা ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে অপমানিত, অভিযোগ মুখ্যমন্ত্রীর
ওই বৈঠক শেষ হওয়ার পরই মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠক করেন ৷ সেই বৈঠক থেকেই তিনি অভিযোগ করেন যে প্রধানমন্ত্রীর বৈঠকে তাঁকে বলতে দেওয়া হয়নি ৷ এতে তিনি অপমানিত বোধ করছেন ৷