ETV Bharat / city

প্রধানমন্ত্রী-জেলাশাসকদের বৈঠক হাইজ্যাক করেছেন মমতা, পালটা সরব শুভেন্দু - Narendra Modi

মুখ্যমন্ত্রীকে পালটা আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী ৷ তিনি একাধিক টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন ৷

প্রধানমন্ত্রী-জেলাশাসকদের বৈঠক হাইজ্যাক করেছেন মমতা, পালটা সরব শুভেন্দু
প্রধানমন্ত্রী-জেলাশাসকদের বৈঠক হাইজ্যাক করেছেন মমতা, পালটা সরব শুভেন্দু
author img

By

Published : May 20, 2021, 5:49 PM IST

কলকাতা, 20 মে : ভার্চুয়াল বৈঠকে কথা বলার সুযোগ না পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানিয়েছিলেন যে এতে অত্যন্ত অপমানিত বোধ করেছেন তিনি ৷

এই নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে পালটা আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী ৷ তিনি একাধিক টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন ৷

শুভেন্দু অধিকারীর অভিযোগ, প্রশাসনের প্রতি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও আগ্রহ নেই, তা আবার বোঝালেন ৷ প্রধানমন্ত্রী জেলাস্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কোভিড পরিস্থিতি নিয়ে৷ সেই বৈঠকের রাজনীতিকরণ করছেন মুখ্যমন্ত্রী ৷

  • Today, our respected CM @MamataOfficial has once again shown her total disinterest in administration.

    True to her style, she has politicised a meeting Hon'ble PM @narendramodi held with District Officials, where grassroots level practices to fight COVID-19 were being discussed.

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নন্দীগ্রামের বিধায়ক মনে করিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা কোনও বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না ৷ অথচ এখন জেলাশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠককে হাইজ্যাক করার কথা বলছেন ৷ এটাকে তিনি লজ্জাজনক কটাক্ষ করেছেন ৷

  • To state clearly, PM @narendramodi has held numerous meetings with Chief Ministers in the last few months, how many did @MamataOfficial attend?

    ZERO.

    Now, she hijacks a PM-DM meet to say she was denied a chance to speak.

    Shameful!

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যেহেতু জেলাশাসকদের সঙ্গে এদিনের ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী কথা বলেছেন, তাই শুভেন্দু অধিকারী সেই বিষয়টির উপর জোর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন ৷ টুইটে লিখেছেন, অবিজেপি শাসিত রাজ্যে ছত্তীশগড়, কেরালা, মহারাষ্ট্র, রাজস্থান ও অন্ধ্রপ্রদেশের সাতটি জেলার মধ্যে পাঁচটি জেলা বলার সুযোগ পেয়েছে ৷

  • 5 out of the 7 District Officials who spoke today belonged to non-BJP ruled states of Chhattisgarh, Kerala, Maharashtra, Rajasthan and AP.

    Cooperative federalism is the firm commitment of PM @narendramodi unlike CM @MamataOfficial who only believes in confrontational federalism.

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওই টুইটে শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে বিশ্বাস করেন ৷ আর মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতার যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বিশ্বাসী ৷

আর এই নিয়ে চতুর্থ টুইটটিতে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন ৷ তাঁর দাবি, রজ্যে কোভিড পরিস্থিতি খারাপ হলেও মুখ্যমন্ত্রী রাজনীতি করতে ব্যস্ত ৷ তৃণমূল কংগ্রেস জয়ের আনন্দ করতে ও বিরোধীদের আক্রমণ করতে ব্যস্ত ৷ এর বদলে রাজ্য সরকারকে কাজে মন দিতে পরামর্শ দিয়েছেন শুভেন্দু অধিকারী ৷

  • West Bengal’s COVID numbers are miserable, but the Chief Minister wants to play politics.

    The @AITCofficial is still busy in gory victory dances and targeting opponents.

    It is better they get down to work because the great People of West Bengal are watching!

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, বৃহস্পতিবার দশটি রাজ্যকে নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৈঠকে সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও রাজ্যস্তরের আমলা ছিলেন ৷ এছাড়া ছিলেন জেলাস্তরের আধিকারিকরা ৷ কিন্তু পশ্চিমবঙ্গের কোনও জেলাস্তরের আধিকারিকরা ছিলেন না বলে খবর ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যস্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন ৷

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর ডাকা ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে অপমানিত, অভিযোগ মুখ্যমন্ত্রীর

ওই বৈঠক শেষ হওয়ার পরই মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠক করেন ৷ সেই বৈঠক থেকেই তিনি অভিযোগ করেন যে প্রধানমন্ত্রীর বৈঠকে তাঁকে বলতে দেওয়া হয়নি ৷ এতে তিনি অপমানিত বোধ করছেন ৷

কলকাতা, 20 মে : ভার্চুয়াল বৈঠকে কথা বলার সুযোগ না পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানিয়েছিলেন যে এতে অত্যন্ত অপমানিত বোধ করেছেন তিনি ৷

এই নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে পালটা আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী ৷ তিনি একাধিক টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন ৷

শুভেন্দু অধিকারীর অভিযোগ, প্রশাসনের প্রতি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও আগ্রহ নেই, তা আবার বোঝালেন ৷ প্রধানমন্ত্রী জেলাস্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কোভিড পরিস্থিতি নিয়ে৷ সেই বৈঠকের রাজনীতিকরণ করছেন মুখ্যমন্ত্রী ৷

  • Today, our respected CM @MamataOfficial has once again shown her total disinterest in administration.

    True to her style, she has politicised a meeting Hon'ble PM @narendramodi held with District Officials, where grassroots level practices to fight COVID-19 were being discussed.

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নন্দীগ্রামের বিধায়ক মনে করিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা কোনও বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না ৷ অথচ এখন জেলাশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠককে হাইজ্যাক করার কথা বলছেন ৷ এটাকে তিনি লজ্জাজনক কটাক্ষ করেছেন ৷

  • To state clearly, PM @narendramodi has held numerous meetings with Chief Ministers in the last few months, how many did @MamataOfficial attend?

    ZERO.

    Now, she hijacks a PM-DM meet to say she was denied a chance to speak.

    Shameful!

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যেহেতু জেলাশাসকদের সঙ্গে এদিনের ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী কথা বলেছেন, তাই শুভেন্দু অধিকারী সেই বিষয়টির উপর জোর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন ৷ টুইটে লিখেছেন, অবিজেপি শাসিত রাজ্যে ছত্তীশগড়, কেরালা, মহারাষ্ট্র, রাজস্থান ও অন্ধ্রপ্রদেশের সাতটি জেলার মধ্যে পাঁচটি জেলা বলার সুযোগ পেয়েছে ৷

  • 5 out of the 7 District Officials who spoke today belonged to non-BJP ruled states of Chhattisgarh, Kerala, Maharashtra, Rajasthan and AP.

    Cooperative federalism is the firm commitment of PM @narendramodi unlike CM @MamataOfficial who only believes in confrontational federalism.

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওই টুইটে শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে বিশ্বাস করেন ৷ আর মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতার যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বিশ্বাসী ৷

আর এই নিয়ে চতুর্থ টুইটটিতে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন ৷ তাঁর দাবি, রজ্যে কোভিড পরিস্থিতি খারাপ হলেও মুখ্যমন্ত্রী রাজনীতি করতে ব্যস্ত ৷ তৃণমূল কংগ্রেস জয়ের আনন্দ করতে ও বিরোধীদের আক্রমণ করতে ব্যস্ত ৷ এর বদলে রাজ্য সরকারকে কাজে মন দিতে পরামর্শ দিয়েছেন শুভেন্দু অধিকারী ৷

  • West Bengal’s COVID numbers are miserable, but the Chief Minister wants to play politics.

    The @AITCofficial is still busy in gory victory dances and targeting opponents.

    It is better they get down to work because the great People of West Bengal are watching!

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, বৃহস্পতিবার দশটি রাজ্যকে নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৈঠকে সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও রাজ্যস্তরের আমলা ছিলেন ৷ এছাড়া ছিলেন জেলাস্তরের আধিকারিকরা ৷ কিন্তু পশ্চিমবঙ্গের কোনও জেলাস্তরের আধিকারিকরা ছিলেন না বলে খবর ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যস্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন ৷

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর ডাকা ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে অপমানিত, অভিযোগ মুখ্যমন্ত্রীর

ওই বৈঠক শেষ হওয়ার পরই মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠক করেন ৷ সেই বৈঠক থেকেই তিনি অভিযোগ করেন যে প্রধানমন্ত্রীর বৈঠকে তাঁকে বলতে দেওয়া হয়নি ৷ এতে তিনি অপমানিত বোধ করছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.