ETV Bharat / city

Mamata-Suvendu : লোকসভার প্রচারে পুষ্পক রথে চড়বেন মমতা, কটাক্ষ শুভেন্দুর ; জবাব কুণালের

বিমান ভাড়া নেওয়ার বিজ্ঞাপন দিয়েছে রাজ্য সরকার ৷ এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হলেন শুভেন্দু অধিকারী ৷ তাঁকে পালটা জবাব দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও ৷

suvendu adhikari slams mamata banerjee on aircraft hiring e tender issue
Mamata-Suvendu : লোকসভার প্রচারে পুষ্পক রথে চড়বেন মমতা ! শুভেন্দুর কটাক্ষ ; জবাব কুণালের
author img

By

Published : Jun 30, 2021, 3:38 PM IST

Updated : Jun 30, 2021, 4:09 PM IST

কলকাতা, 30 জুন : 8 থেকে 10 আসনের বিমান ভাড়া নিতে চায় রাজ্য সরকার (West Bengal Government) ৷ ভিআইপিদের ব্যবহারের জন্যই এই বিমান ভাড়া নেওয়া হবে ৷ এই মর্মে ই-টেন্ডার দিয়েছে রাজ্য সরকার ৷ এবার এই ইস্যুকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে সরব হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভার (West Bengal Assembly) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি টুইট করেছেন ৷ সেখানে রাজ্য সরকারের দেওয়া ই-টেন্ডারের বিজ্ঞপ্তির একটি অংশের ছবি আপলোড করেছেন ৷ সঙ্গে কটাক্ষ করেছেন, ‘‘সাধারণ মানুষ যখন ভুয়ো টিকা নিয়ে সন্ত্রস্ত তখন (স্বঘোষিত) প্রধানমন্ত্রীর জন‍্য পুষ্পক রথ !’’

আরও পড়ুন : অভিজ্ঞ কর্মীর অভাব ? বিধানসভা ধরে হারের ময়নাতদন্ত চান শুভেন্দু

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে এখানে স্বঘোষিত প্রধানমন্ত্রী বলতে শুভেন্দু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেই কটাক্ষ ছুড়ে দিয়েছেন ৷ একই সঙ্গে শুভেন্দু প্রশ্ন তুলেছেন এই বিমান ভাড়ার কারণ নিয়ে ৷ তাঁর অভিযোগ, রাজ্য সরকারের খরচে মমতা লোকসভা নির্বাচনের (Lokshabha Election) প্রচারে গোটা দেশে ঘুরতে চান, সেই কারণেই এই বিমান ভাড়া নেওয়া হচ্ছে ৷

প্রসঙ্গত, যে বিজ্ঞপ্তির ছবি শুভেন্দু টুইটারে আপলোড করেছেন, তাতে দেখা যাচ্ছে যে তিন থেকে পাঁচ বছরের জন্য এই বিমান ভাড়া নেওয়ার কথা বলা হয়েছে ৷ আর একবারে বিমানটি যাতে ভারতের যে কোনও প্রান্তে যেতে পারে, সেটা নিয়ে সংশ্লিষ্ট সংস্থা নিশ্চিত হলে তবেই টেন্ডার দিতে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে ৷

  • সাধারণ মানুষ যখন ভুয়ো টিকা নিয়ে সন্ত্রস্ত তখন (স্বঘোষিত) প্রধানমন্ত্রীর জন‍্য পুষ্পক রথ !

    এবার হেলিকপ্টারের বদলে ১০ আসনের বিলাসবহুল বিমান নেবে রাজ‍্য

    সারাদেশে সরকারি খরচে লোকসভা ভোটের প্রচারটাই কি আসল উদ্দেশ‍্য? pic.twitter.com/67CcXAv9XG

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিন্তু কার জন্য ব্যবহার করা হবে, সেটা ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়নি ৷ তবে রাজনৈতিক মহলের অনুমান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই বিমান ভাড়া নিতে চায় রাজ্য সরকার ৷ এখন রাজ্যের বিভিন্ন প্রান্তে হেলিকপ্টারেই যাতায়াত করেন মুখ্যমন্ত্রী ৷ তবে শিলিগুড়ি যেতে হলে তিনি বিমানে যাতায়াত করেন ৷ আর দিল্লি বা অন্যত্র যেতে হলে বিমানে যাতায়াত করেন তিনি ৷ কিন্তু সেগুলি চার্টার্ড বিমান নয় ৷

আরও পড়ুন : Jain Hawala Case : মামলা হারিয়ে যাওয়ায় নিষ্পত্তি হয়নি, রাজ্যপালের হাওয়ালা যোগের ‘প্রমাণ’ দিল তৃণমূল

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, লোকসভা ভোটের আর তিনবছরও বাকি নেই ৷ সেই ভোটে নরেন্দ্র মোদি (Narendra Modi) ও বিজেপিকে (BJP) হারাতে ক্রমশ সক্রিয় হয়ে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ সারা দেশের বিরোধীদের এক করার চেষ্টাও করা হচ্ছে ৷ এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর অভিযোগ একেবারে অমূলক নয় বলেই তাঁদের মত ৷

  • Tatkal BJP leader, who used to travel by State Govt helicopter when he was TMC minister , is now assigned to bark regarding flights. And this BJP uses pvt flights for
    'Dalbadluus'. Shameless..@MamataOfficial @abhishekaitc @BJP4India

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) June 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে এই নিয়ে শুভেন্দু অধিকারীকে পালটা দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ তিনি এই নিয়ে একটি টুইট করেন ৷ সেখানে লিখেছেন, ‘‘তৎকাল বিজেপি নেতা, যিনি তৃণমূলের মন্ত্রী থাকাকালীন রাজ্য সরকারের হেলিকপ্টারে চড়তেন, তাঁকে এখন বিমান নিয়ে চিৎকার-চেঁচামেচি করার দায়িত্ব দেওয়া হয়েছে ৷ আর এই বিজেপিই ‘দলবদলু’দের জন্য বেসরকারি বিমান ব্যবহার করে ৷ নির্লজ্জ... ৷’’

আরও পড়ুন : প্রীতিভোজ নয়, রক্তদান শিবির করে ভাইপোর বিয়ে সারলেন সোনামুখীর বিধায়ক

কলকাতা, 30 জুন : 8 থেকে 10 আসনের বিমান ভাড়া নিতে চায় রাজ্য সরকার (West Bengal Government) ৷ ভিআইপিদের ব্যবহারের জন্যই এই বিমান ভাড়া নেওয়া হবে ৷ এই মর্মে ই-টেন্ডার দিয়েছে রাজ্য সরকার ৷ এবার এই ইস্যুকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে সরব হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভার (West Bengal Assembly) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি টুইট করেছেন ৷ সেখানে রাজ্য সরকারের দেওয়া ই-টেন্ডারের বিজ্ঞপ্তির একটি অংশের ছবি আপলোড করেছেন ৷ সঙ্গে কটাক্ষ করেছেন, ‘‘সাধারণ মানুষ যখন ভুয়ো টিকা নিয়ে সন্ত্রস্ত তখন (স্বঘোষিত) প্রধানমন্ত্রীর জন‍্য পুষ্পক রথ !’’

আরও পড়ুন : অভিজ্ঞ কর্মীর অভাব ? বিধানসভা ধরে হারের ময়নাতদন্ত চান শুভেন্দু

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে এখানে স্বঘোষিত প্রধানমন্ত্রী বলতে শুভেন্দু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেই কটাক্ষ ছুড়ে দিয়েছেন ৷ একই সঙ্গে শুভেন্দু প্রশ্ন তুলেছেন এই বিমান ভাড়ার কারণ নিয়ে ৷ তাঁর অভিযোগ, রাজ্য সরকারের খরচে মমতা লোকসভা নির্বাচনের (Lokshabha Election) প্রচারে গোটা দেশে ঘুরতে চান, সেই কারণেই এই বিমান ভাড়া নেওয়া হচ্ছে ৷

প্রসঙ্গত, যে বিজ্ঞপ্তির ছবি শুভেন্দু টুইটারে আপলোড করেছেন, তাতে দেখা যাচ্ছে যে তিন থেকে পাঁচ বছরের জন্য এই বিমান ভাড়া নেওয়ার কথা বলা হয়েছে ৷ আর একবারে বিমানটি যাতে ভারতের যে কোনও প্রান্তে যেতে পারে, সেটা নিয়ে সংশ্লিষ্ট সংস্থা নিশ্চিত হলে তবেই টেন্ডার দিতে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে ৷

  • সাধারণ মানুষ যখন ভুয়ো টিকা নিয়ে সন্ত্রস্ত তখন (স্বঘোষিত) প্রধানমন্ত্রীর জন‍্য পুষ্পক রথ !

    এবার হেলিকপ্টারের বদলে ১০ আসনের বিলাসবহুল বিমান নেবে রাজ‍্য

    সারাদেশে সরকারি খরচে লোকসভা ভোটের প্রচারটাই কি আসল উদ্দেশ‍্য? pic.twitter.com/67CcXAv9XG

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিন্তু কার জন্য ব্যবহার করা হবে, সেটা ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়নি ৷ তবে রাজনৈতিক মহলের অনুমান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই বিমান ভাড়া নিতে চায় রাজ্য সরকার ৷ এখন রাজ্যের বিভিন্ন প্রান্তে হেলিকপ্টারেই যাতায়াত করেন মুখ্যমন্ত্রী ৷ তবে শিলিগুড়ি যেতে হলে তিনি বিমানে যাতায়াত করেন ৷ আর দিল্লি বা অন্যত্র যেতে হলে বিমানে যাতায়াত করেন তিনি ৷ কিন্তু সেগুলি চার্টার্ড বিমান নয় ৷

আরও পড়ুন : Jain Hawala Case : মামলা হারিয়ে যাওয়ায় নিষ্পত্তি হয়নি, রাজ্যপালের হাওয়ালা যোগের ‘প্রমাণ’ দিল তৃণমূল

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, লোকসভা ভোটের আর তিনবছরও বাকি নেই ৷ সেই ভোটে নরেন্দ্র মোদি (Narendra Modi) ও বিজেপিকে (BJP) হারাতে ক্রমশ সক্রিয় হয়ে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ সারা দেশের বিরোধীদের এক করার চেষ্টাও করা হচ্ছে ৷ এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর অভিযোগ একেবারে অমূলক নয় বলেই তাঁদের মত ৷

  • Tatkal BJP leader, who used to travel by State Govt helicopter when he was TMC minister , is now assigned to bark regarding flights. And this BJP uses pvt flights for
    'Dalbadluus'. Shameless..@MamataOfficial @abhishekaitc @BJP4India

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) June 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে এই নিয়ে শুভেন্দু অধিকারীকে পালটা দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ তিনি এই নিয়ে একটি টুইট করেন ৷ সেখানে লিখেছেন, ‘‘তৎকাল বিজেপি নেতা, যিনি তৃণমূলের মন্ত্রী থাকাকালীন রাজ্য সরকারের হেলিকপ্টারে চড়তেন, তাঁকে এখন বিমান নিয়ে চিৎকার-চেঁচামেচি করার দায়িত্ব দেওয়া হয়েছে ৷ আর এই বিজেপিই ‘দলবদলু’দের জন্য বেসরকারি বিমান ব্যবহার করে ৷ নির্লজ্জ... ৷’’

আরও পড়ুন : প্রীতিভোজ নয়, রক্তদান শিবির করে ভাইপোর বিয়ে সারলেন সোনামুখীর বিধায়ক

Last Updated : Jun 30, 2021, 4:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.