ETV Bharat / city

Suvendu Adhikari: প্রশাসনিক ব্যর্থতাতেই মালবাজারের দুর্ঘটনা, দাবি শুভেন্দুর - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার রাতে বিসর্জন চলাকালীন মাল নদীতে হড়পা বানে 8 জনের মৃত্যু হয়েছে (Malbazar Flash Flood Accident) ৷ এই ঘটনায় রাজ্য প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

suvendu-adhikari-slams-mamata-banerjee-government-on-malbazar-flash-flood-accident
Suvendu Adhikari: প্রশাসনিক ব্যর্থতাতেই মালবাজারের দুর্ঘটনা, দাবি শুভেন্দুর
author img

By

Published : Oct 6, 2022, 7:32 PM IST

কলকাতা, 6 অক্টোবর : মালবাজারে দুর্গাপুজোর বিসর্জন চলাকালীন হড়পা বানের আটজনের মৃত্যুতে (Malbazar Flash Flood Accident) রাজ্য সরকারকেই দায়ী করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ বুধবার রাতে মালবাজারের ওই ঘটনাটি ঘটে ৷ তার পর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এই নিয়ে একাধিক টুইট করেছেন বিরোধী দলনেতা ৷

তাঁর অভিযোগ, জলপাইগুড়ির (Jalpaiguri) বিপর্যয়ের সম্পূর্ণ দায় প্রশাসনের ওপর বর্তায় । তাঁর দাবি, এই নিয়ে তিনি রাজনীতি করছেন না ৷ বরং প্রকৃত বাস্তব তুলে ধরছেন ৷ তিনি এই সংক্রান্ত কয়েকটি খবরের ছবি পোস্ট করেছেন ৷ যেখানে পুজোই মাল শহরে নদী ভাঙনের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল ৷

টুইটে তিনি আরও লিখেছেন, ‘‘23 সেপ্টেম্বর মাল নদীর পাশে জমে ওঠা আবর্জনার স্তূপের কথা লেখা হয় । এমনকি পাহাড়ি মাল নদীর গতি পরিবর্তন, জলস্রোত বেড়ে যাওয়া ও হঠাৎ হড়পা বানের প্রবণতার কথা উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করা হয় । মহকুমা শাসক প্রশাসনিক ভাবে পৌরসভা ও পুলিশকে নিয়ে বিসর্জনঘাট পরিদর্শন করবেন বলেছিলেন ।’’

suvendu-adhikari-slams-mamata-banerjee-government-on-malbazar-flash-flood-accident
শুভেন্দু অধিকারীর টুইট

বিরোধী দলনেতার আরও দাবি, সংশ্লিষ্ট পৌরসভার তরফে এই নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল ৷ কিন্তু তার পরও কোনও কাজ হয়নি ৷ তাঁর প্রশ্ন, ‘‘সবকিছু আগে থেকে জেনেও যদি সাবধানতা অবলম্বন করা গেল না তাহলে দোষ কি সরকার এবং প্রশাসনের নয় ?’’

suvendu-adhikari-slams-mamata-banerjee-government-on-malbazar-flash-flood-accident
শুভেন্দু অধিকারীর টুইট

একই সঙ্গে তিনি এই ঘটনায় আর্থিক সাহায্য কেন ঘোষণা করা হল না, সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷ তার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) তরফে যখন নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়, তখন তিনি পালটা প্রশ্ন তোলেন, ‘‘তাহলে মুখ্যমন্ত্রী শীতঘুম ভেঙে মাত্র দু'লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন কেন ? উত্তরপ্রদেশে অথবা কাশ্মীরে যখন মালদা/মুর্শিদাবাদের কেউ অপঘাতে মারা যান, সরকার তো 5 লাখ টাকা করে দিয়েছেন ।’’ এই ঘটনায় তিনি 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যেরও দাবি তোলেন ৷

যদিও তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফেও এই নিয়ে শুভেন্দু অধিকারীর পালটা সমালোচনা করেছেন ৷ শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, এই ইস্যুতে শুভেন্দু অধিকারী শকুনের রাজনীতি করছেন ৷

আরও পড়ুন : মাল নদীতে হড়পা বানের ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা মমতা-মোদির

কলকাতা, 6 অক্টোবর : মালবাজারে দুর্গাপুজোর বিসর্জন চলাকালীন হড়পা বানের আটজনের মৃত্যুতে (Malbazar Flash Flood Accident) রাজ্য সরকারকেই দায়ী করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ বুধবার রাতে মালবাজারের ওই ঘটনাটি ঘটে ৷ তার পর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এই নিয়ে একাধিক টুইট করেছেন বিরোধী দলনেতা ৷

তাঁর অভিযোগ, জলপাইগুড়ির (Jalpaiguri) বিপর্যয়ের সম্পূর্ণ দায় প্রশাসনের ওপর বর্তায় । তাঁর দাবি, এই নিয়ে তিনি রাজনীতি করছেন না ৷ বরং প্রকৃত বাস্তব তুলে ধরছেন ৷ তিনি এই সংক্রান্ত কয়েকটি খবরের ছবি পোস্ট করেছেন ৷ যেখানে পুজোই মাল শহরে নদী ভাঙনের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল ৷

টুইটে তিনি আরও লিখেছেন, ‘‘23 সেপ্টেম্বর মাল নদীর পাশে জমে ওঠা আবর্জনার স্তূপের কথা লেখা হয় । এমনকি পাহাড়ি মাল নদীর গতি পরিবর্তন, জলস্রোত বেড়ে যাওয়া ও হঠাৎ হড়পা বানের প্রবণতার কথা উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করা হয় । মহকুমা শাসক প্রশাসনিক ভাবে পৌরসভা ও পুলিশকে নিয়ে বিসর্জনঘাট পরিদর্শন করবেন বলেছিলেন ।’’

suvendu-adhikari-slams-mamata-banerjee-government-on-malbazar-flash-flood-accident
শুভেন্দু অধিকারীর টুইট

বিরোধী দলনেতার আরও দাবি, সংশ্লিষ্ট পৌরসভার তরফে এই নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল ৷ কিন্তু তার পরও কোনও কাজ হয়নি ৷ তাঁর প্রশ্ন, ‘‘সবকিছু আগে থেকে জেনেও যদি সাবধানতা অবলম্বন করা গেল না তাহলে দোষ কি সরকার এবং প্রশাসনের নয় ?’’

suvendu-adhikari-slams-mamata-banerjee-government-on-malbazar-flash-flood-accident
শুভেন্দু অধিকারীর টুইট

একই সঙ্গে তিনি এই ঘটনায় আর্থিক সাহায্য কেন ঘোষণা করা হল না, সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷ তার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) তরফে যখন নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়, তখন তিনি পালটা প্রশ্ন তোলেন, ‘‘তাহলে মুখ্যমন্ত্রী শীতঘুম ভেঙে মাত্র দু'লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন কেন ? উত্তরপ্রদেশে অথবা কাশ্মীরে যখন মালদা/মুর্শিদাবাদের কেউ অপঘাতে মারা যান, সরকার তো 5 লাখ টাকা করে দিয়েছেন ।’’ এই ঘটনায় তিনি 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যেরও দাবি তোলেন ৷

যদিও তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফেও এই নিয়ে শুভেন্দু অধিকারীর পালটা সমালোচনা করেছেন ৷ শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, এই ইস্যুতে শুভেন্দু অধিকারী শকুনের রাজনীতি করছেন ৷

আরও পড়ুন : মাল নদীতে হড়পা বানের ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা মমতা-মোদির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.