কলকাতা, 18 জুলাই: শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে নিমন্ত্রণ বিতর্কের (Invitation Controversy) রেশ এখনও কাটেনি ৷ তারই মধ্যে সামনে এল নতুন বিতর্ক ৷ 'নিমন্ত্রণ না পেয়ে' অন্তর্বর্তীকালীন রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন না বলে জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) !
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ তাঁর জায়গায় নতুন কেউ স্থায়ীভাবে দায়িত্ব নেওয়ার আগে মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে (Manipur Governor La Ganesan) পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে ৷ সেই অনুসারে, সোমবার সন্ধে সাড়ে ছ'টায় রাজভবনে অন্তর্বর্তীকালীন রাজ্যপাল হিসাবে শপথ গ্রহণ করবেন লা গণেশন ৷ কিন্তু, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না শুভেন্দু অধিকারী ৷ কেন এই সিদ্ধান্ত ? এ নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু জানান, এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তাঁকে সরকারের তরফে নিমন্ত্রণ জানানো হয়নি ৷ সেই কারণেই ওই অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ তবে, অন্তর্বর্তীকালীন রাজ্যপালের শপথ গ্রহণে উপস্থিত না থাকলেও তাঁকে অভিনন্দন জানাতে ভোলেননি শুভেন্দু ৷ টুইটারে লা গণেশনকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷
-
Congratulations to Shri La. Ganesan ji, Governor of Manipur, for taking the Additional Charge as Governor of West Bengal.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
As the Leader of Opposition, I heartily welcome you Sir & would like to assure you of my full cooperation.
">Congratulations to Shri La. Ganesan ji, Governor of Manipur, for taking the Additional Charge as Governor of West Bengal.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 18, 2022
As the Leader of Opposition, I heartily welcome you Sir & would like to assure you of my full cooperation.Congratulations to Shri La. Ganesan ji, Governor of Manipur, for taking the Additional Charge as Governor of West Bengal.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 18, 2022
As the Leader of Opposition, I heartily welcome you Sir & would like to assure you of my full cooperation.
আরও পড়ুন: Bengal Governor: ধনকড়ের ইস্তফা গ্রহণ রাষ্ট্রপতির, মণিপুরের সঙ্গে বাংলারও রাজ্যপালের দায়িত্বে গণেশন
এদিকে, নবান্ন সূত্রে দাবি করা হয়েছে, সোমবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ইতিমধ্যেই বিরোধী দলনেতাকে নিমন্ত্রণ জানানো হয়েছে ৷ সেইসঙ্গে, প্রত্য়েক বিজেপি বিধায়ককেও নিমন্ত্রণ করেছে রাজ্য সরকার ৷ ইতিমধ্যেই সেই চিঠি বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে ৷
একথা শুভেন্দুকে জানানো হলে তিনি বলেন, পদাধিকার বলে রাজ্যের বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর সমতুল্য ৷ তাঁকে এভাবে একটি চিঠি দিয়ে কোনও সরকারি অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানো যায় না ৷ এবং সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত শুভেন্দু এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পর্কে কোনও নিমন্ত্রণপত্র পাননি বলেও জানিয়েছেন ৷
সম্প্রতি শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)-সহ অন্যদের নিমন্ত্রমণ না জানানোর অভিযোগ উঠেছিল কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷ যদিও শেষ মুহূর্তে সেই নিমন্ত্রণপত্র পাঠানো হয় ৷ রাজ্য়ের শাসকদলের অভিযোগ, মুখ্যমন্ত্রী যাতে ওই অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারেন, সেই কারণেই তিনি উত্তরবঙ্গে থাকাকালীন শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন করা হয় ৷ বিজেপি অবশ্য এই অভিযোগ আগেই উড়িয়ে দিয়েছে ৷ সেই বিতর্কের রেশ থিতিয়ে যেতে না যেতেই আবারও নিমন্ত্রণ বিতর্কের সাক্ষী হল রাজ্য ৷