ETV Bharat / city

Anubrata on Babul : শুভেন্দুকে দায়ী করে বাবুলের প্রশংসায় অনুব্রত

গতকাল একটি ফেসবুক পোস্টে রাজনীতি ছাড়া নিয়ে ভক্তদের কাছে নিজের মনের কথা জানিয়েছেন গায়ক-নেতা বাবুল সুপ্রিয় ৷ স্বভাবত সেই পোস্ট নিয়ে একেক দলের নেতা একেক রকম মন্তব্য করছেন ৷ এমনকি খোঁচা মারতে ছাড়েননি বিজেপি নেতা দিলীপ ঘোষও ৷ কিন্তু তাঁর প্রশংসা করে বিরোধী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল জানান, তাঁর এখনও অনেক কিছু বলা বাকি ৷

বাবুলকে ভালো ছেলে বললেন অনুব্রত মণ্ডল
বাবুলকে ভালো ছেলে বললেন অনুব্রত মণ্ডল
author img

By

Published : Aug 1, 2021, 9:47 AM IST

বোলপুর, 1 অগস্ট : "বাবুল কর্মী হিসেবে খারাপ ছিল না, শুভেন্দুর জন্যই সবাই দল ছাড়ছে ৷" মন্তব্য করলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । গতকাল নিজের ফেসবুক পেজে রাজনীতিকে "আলবিদা" জানানোর কথা প্রকাশ করে একটি পোস্ট দেন গায়ক-বিজেপি নেতা বাবুল সুপ্রিয় ৷ বিজেপির সাংসদ পদও ছাড়ার ইঙ্গিত দিয়েছেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ৷

এবারে বিধানসভা নির্বাচনে তিনি হেরে যান ৷ তার পর থেকে তাঁর রাজনীতিতে থাকা নিয়ে নানারকম কানাঘুষো শোনা যাচ্ছিল ৷ ফেসবুক পোস্টে তিনি সেই জল্পনার অবসান ঘটিয়ে নতুন জল্পনা তৈরি করলেন ৷ তাঁর পোস্টকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নানা ধরনের মন্তব্য করতে শুরু করেছেন ৷ গতকাল এই প্রসঙ্গে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলও তাঁর মত প্রকাশ করেন ৷

বাবুলের রাজনীতি ছাড়া প্রসঙ্গে

তৃণমূল নেতা অনুব্রত বলেন, "বাবুল বিজেপির একটা মন্ত্রী ছিল ৷ কর্মী হিসেবে খারাপ ছিল না ৷" স্বাভাবিক ভাবে মন্ত্রিত্ব হাতছাড়া হওয়ায় দুঃখ পেয়েছেন বাবুল, জানালেন তৃণমূল নেতা ৷ "আমি জানি না বিজেপি কী রাজনীতি করে, ছেলে হিসেবে তো খারাপ নয়৷ " বাবুল প্রসঙ্গে দাবি অনুব্রতর ৷ তিনি খবরে দেখেছেন, শুনেছেন যে বাবুল সাংসদ পদ ছেড়ে দেবেন ৷ কিন্তু এখনও ছাড়েননি ৷ বাবুল সরকারি ভাবে সাংসদ পদ ছাড়লে "অনেক কথা বলার আছে" বলে বিতর্ক উসকে দিলেন অনুব্রত ৷

বিজেপি নেতা বাবুলকে ভালো কর্মী হিসেবে প্রশংসা করলেন বিরোধী দলের নেতা অনুব্রত

বাবুলের মন ভাঙা প্রসঙ্গে

তাঁর দাবি এক সময় বাবুল অনুব্রত মণ্ডলকে বিজেপিতে যোগ দিতে আহ্বান জানিয়েছিলেন । তাঁর উত্তরে পাল্টা অনুব্রত তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার কথা বলেছিলেন । একুশের নির্বাচনের আগে তো বাবুল সুপ্রিয় রীতিমতো দাপাদাপি করেছেন ৷ তাহলে ? এই প্রসঙ্গেও তিনি একপ্রকার বাবুলকে সমর্থন করে বলেন, "তখন থেকেই তো মন ভেঙে গিয়েছিল ৷ অ্যাকচুয়ালি মনটা তো তখন থেকেই ভেঙেছিল ৷ একজন এমপি-কে এমএলএ সিটে দাঁড় করিয়ে দিয়েছিল ৷"

আরও পড়ুন : Babul Supriyo Quits Politics : ইস্তফা দিয়েছেন ? খোঁজ নিন ; বাবুলের ফেসবুক পোস্ট নিয়ে কটাক্ষ দিলীপের

নেতাদের বিজেপি ত্যাগ

তবে এই ঘটনার জন্য বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা নেতা শুভেন্দু অধিকারীকে দায়ী করেন তৃণমূল নেতা ৷ তিনি বলেন, "শুভেন্দুর জন্য এক এক করে সবাই দল ছাড়ছে । শুভেন্দু 10 বছর তৃণমূলে থাকল, খেলো, পড়াশোনা করল । তার পর এই দলের বদনামের জন্য ওরা বুঝে গেল ৷ ওই দলেই খেয়ে এল, ওই দলেই মন্ত্রী ছিল, তার পর ওই দলের বিরুদ্ধেই কথা বলছে ৷ ওর জন্যই কেউ থাকছে না বিজেপিতে ।" বিজেপি ছাড়া প্রসঙ্গে তিনি এও জানান যে বাবুল সুপ্রিয় প্রথম থেকে বিজেপি করলেও সম্মান পাননি ৷

বাবুল যদি তৃণমূলে যোগ দিতে চান

বাবুল যদি কখনও তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন, সেই প্রসঙ্গে নিজেকে "চাষির ঘরের ছেলে" বলে উল্লেখ করে বিষয়টি শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানান অনুব্রত ৷ তিনি বলেন, "আমার অত বড় বুদ্ধিও নেই, না মাথা আছে আমার ৷"

বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দুর জন্য আরেক বিজেপি নেতা বাবুলের গুরুত্ব কমে গিয়েছিল দলের ভিতরে, নাকি বাবুলের মনের কথা জানতেন অনুব্রত ? হয়তো জানা যাবে বাবুল সুপ্রিয় সরকারিভাবে সাংসদ পদ ছাড়লে ৷

বোলপুর, 1 অগস্ট : "বাবুল কর্মী হিসেবে খারাপ ছিল না, শুভেন্দুর জন্যই সবাই দল ছাড়ছে ৷" মন্তব্য করলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । গতকাল নিজের ফেসবুক পেজে রাজনীতিকে "আলবিদা" জানানোর কথা প্রকাশ করে একটি পোস্ট দেন গায়ক-বিজেপি নেতা বাবুল সুপ্রিয় ৷ বিজেপির সাংসদ পদও ছাড়ার ইঙ্গিত দিয়েছেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ৷

এবারে বিধানসভা নির্বাচনে তিনি হেরে যান ৷ তার পর থেকে তাঁর রাজনীতিতে থাকা নিয়ে নানারকম কানাঘুষো শোনা যাচ্ছিল ৷ ফেসবুক পোস্টে তিনি সেই জল্পনার অবসান ঘটিয়ে নতুন জল্পনা তৈরি করলেন ৷ তাঁর পোস্টকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নানা ধরনের মন্তব্য করতে শুরু করেছেন ৷ গতকাল এই প্রসঙ্গে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলও তাঁর মত প্রকাশ করেন ৷

বাবুলের রাজনীতি ছাড়া প্রসঙ্গে

তৃণমূল নেতা অনুব্রত বলেন, "বাবুল বিজেপির একটা মন্ত্রী ছিল ৷ কর্মী হিসেবে খারাপ ছিল না ৷" স্বাভাবিক ভাবে মন্ত্রিত্ব হাতছাড়া হওয়ায় দুঃখ পেয়েছেন বাবুল, জানালেন তৃণমূল নেতা ৷ "আমি জানি না বিজেপি কী রাজনীতি করে, ছেলে হিসেবে তো খারাপ নয়৷ " বাবুল প্রসঙ্গে দাবি অনুব্রতর ৷ তিনি খবরে দেখেছেন, শুনেছেন যে বাবুল সাংসদ পদ ছেড়ে দেবেন ৷ কিন্তু এখনও ছাড়েননি ৷ বাবুল সরকারি ভাবে সাংসদ পদ ছাড়লে "অনেক কথা বলার আছে" বলে বিতর্ক উসকে দিলেন অনুব্রত ৷

বিজেপি নেতা বাবুলকে ভালো কর্মী হিসেবে প্রশংসা করলেন বিরোধী দলের নেতা অনুব্রত

বাবুলের মন ভাঙা প্রসঙ্গে

তাঁর দাবি এক সময় বাবুল অনুব্রত মণ্ডলকে বিজেপিতে যোগ দিতে আহ্বান জানিয়েছিলেন । তাঁর উত্তরে পাল্টা অনুব্রত তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার কথা বলেছিলেন । একুশের নির্বাচনের আগে তো বাবুল সুপ্রিয় রীতিমতো দাপাদাপি করেছেন ৷ তাহলে ? এই প্রসঙ্গেও তিনি একপ্রকার বাবুলকে সমর্থন করে বলেন, "তখন থেকেই তো মন ভেঙে গিয়েছিল ৷ অ্যাকচুয়ালি মনটা তো তখন থেকেই ভেঙেছিল ৷ একজন এমপি-কে এমএলএ সিটে দাঁড় করিয়ে দিয়েছিল ৷"

আরও পড়ুন : Babul Supriyo Quits Politics : ইস্তফা দিয়েছেন ? খোঁজ নিন ; বাবুলের ফেসবুক পোস্ট নিয়ে কটাক্ষ দিলীপের

নেতাদের বিজেপি ত্যাগ

তবে এই ঘটনার জন্য বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা নেতা শুভেন্দু অধিকারীকে দায়ী করেন তৃণমূল নেতা ৷ তিনি বলেন, "শুভেন্দুর জন্য এক এক করে সবাই দল ছাড়ছে । শুভেন্দু 10 বছর তৃণমূলে থাকল, খেলো, পড়াশোনা করল । তার পর এই দলের বদনামের জন্য ওরা বুঝে গেল ৷ ওই দলেই খেয়ে এল, ওই দলেই মন্ত্রী ছিল, তার পর ওই দলের বিরুদ্ধেই কথা বলছে ৷ ওর জন্যই কেউ থাকছে না বিজেপিতে ।" বিজেপি ছাড়া প্রসঙ্গে তিনি এও জানান যে বাবুল সুপ্রিয় প্রথম থেকে বিজেপি করলেও সম্মান পাননি ৷

বাবুল যদি তৃণমূলে যোগ দিতে চান

বাবুল যদি কখনও তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন, সেই প্রসঙ্গে নিজেকে "চাষির ঘরের ছেলে" বলে উল্লেখ করে বিষয়টি শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানান অনুব্রত ৷ তিনি বলেন, "আমার অত বড় বুদ্ধিও নেই, না মাথা আছে আমার ৷"

বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দুর জন্য আরেক বিজেপি নেতা বাবুলের গুরুত্ব কমে গিয়েছিল দলের ভিতরে, নাকি বাবুলের মনের কথা জানতেন অনুব্রত ? হয়তো জানা যাবে বাবুল সুপ্রিয় সরকারিভাবে সাংসদ পদ ছাড়লে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.