কলকাতা, 15 অগস্ট : কলকাতার মুরলিধর সেন লেনে বিজেপির সদর কার্যালয়ে একটা নিজস্ব ঘর পাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । এতদিন রাজ্য অফিসে শুভেন্দু অধিকারীর নিজস্ব ঘর ছিল না ৷ হেস্টিংস কার্যালয়ে এই ব্য়বস্থা অনেক আগেই হয়ে গিয়েছিল ৷ রবিবার থেকে সেই ব্য়বস্থা মুরলিধর লেনের সদর কার্যালয়েও কার্যকরী হল ৷
বিজেপির হেস্টিংস অফিসে আটতলায় শুভেন্দু জন্য অনেক আগেই ঘর বরাদ্দ হয়েছিল । দলীয় কাজের পর হেস্টিংস অফিসেই বসতেন শুভেন্দু ৷ হেস্টিংস অফিস থেকে বিজেপির সংগঠনের কাজ মুরলিধর সেন লেনে সরিয়ে আনা হয় । দলীয় কাজকর্ম সমস্ত কিছু এখন থেকে মুরলিধর সেন লেন থেকেই হবে । তারপরই বিরোধী দলনেতার জন্য এখানে তাঁর নিজস্ব ঘরের ব্য়বস্থা করা হল ৷
বিজেপির সূত্রে জানা গিয়েছে, মুরলিধর সেন লেনে নতুন করে 3টি ঘর তৈরি করা হয়েছে । বিজেপির সদর কার্যালয়ের দ্বিতীয় বিল্ডিং সিঁড়ি দিয়ে উপরে উঠলেই প্রথম ঘরটি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের । দ্বিতীয় ঘরটি বিজেপির সাধারণ সম্পাদক (সাংগঠনিক) অমিতাভ চক্রবর্তীর ৷ এখানেই তৃতীয় ঘরটি শুভেন্দু অধিকারীর জন্য বরাদ্দ হয়েছে । এই 3টি ঘরই ভিআইপি ঘর হিসাবে চিহ্নিত হয়েছে । ইতিমধ্যেই এই ঘরের বাইরে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে ।
মুরলিধর লেনে শুভেন্দুর ঘরটি আসবাবপত্র দিয়ে সাজানোর কাজ চলছে । খুব শীঘ্রই নেমপ্লটেও বসানো হবে ৷ বিজেপির একটা পক্ষে দাবি, দিলীপ ঘোষের চাপেই রাজ্য সদর কার্যালয়ে শুভেন্দুর জন্য ঘর বরাদ্দ হল ।
এর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে ৷ নাহলে শুভেন্দুর ঘর বরাদ্দ হতে এত দেরি হল কেন ? তার উত্তরেই দলীয় সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, "মুরলিধর সেন লেনে জায়গা খুবই কম । তবে আমরা দ্রুতই শুভেন্দু অধিকারীর জন্য ঘর বরাদ্দ করেছি । ঘরের সমস্ত কাজও শেষ হয়েছে ।"
আরও পড়ুন : Mamata-Suvendu : লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতার বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ শুভেন্দুর