ETV Bharat / city

শিক্ষকদের আন্দোলনকে সমর্থন, নাম না করে শিক্ষামন্ত্রীর সমালোচনা সব্যসাচীর - education minister

"সাত দিন ধরে আন্দোলন করছেন শিক্ষকরা । আর সেই দপ্তরের মন্ত্রী আধিকারিকরা ঠান্ডা ঘরে বসে আছেন ।" সল্টলেকে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সাক্ষাতের পর নাম না করে শিক্ষামন্ত্রীর সমালোচনা করলেন সব্যসাচী দত্ত ।

সব্যসাচী দত্ত
author img

By

Published : Jul 18, 2019, 9:31 PM IST

Updated : Jul 18, 2019, 9:48 PM IST

বিধানননগর, 18 জুলাই: বিধাননগর পৌরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পরই নাম না করে শিক্ষামন্ত্রীর কড়া সমালোচনা করলেন সব্যসাচী দত্ত । তাঁর অভিযোগ, সল্টলেকে বিধানচন্দ্র রায়ের মূর্তির সামনে অনশনরত শিক্ষকদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে । সাত দিন ধরে শিক্ষকরা অনশনে বসেছেন, অথচ তাঁদের কথায় কর্ণপাত করছে না শিক্ষা দপ্তর বা সংশ্লিষ্ট মন্ত্রী ।

বিধাননগর পৌরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পরই সল্টলেকে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে দেখা করতে যান সব্যসাচী দত্ত । আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেন, "বিগত সাত দিন ধরে আন্দোলন করছেন শিক্ষকরা । আর সেই দপ্তরের মন্ত্রী-আধিকারিকরা ঠান্ডা ঘরে বসে আছেন । আন্দোলনকারী শিক্ষকদের জল পর্যন্ত দেওয়া হচ্ছে না ।"

ভিডিয়োয় শুনুন সব্যসাচী দত্তর বক্তব্য

শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে সব্যসাচী আরও বলেন, "শিক্ষকরা মানুষ গড়ার কারিগর । আজ আমাদের দুর্ভাগ্য যে, আপনারা সাত দিন ধরে এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন । আইনসঙ্গতভাবে অনুমতি নিয়ে যেখানে আপনারা আন্দোলন করছেন, সেই আন্দোলনে শিক্ষা দপ্তরের কোনও উচ্চতর নেতৃত্ব বা মন্ত্রী কেউ কর্ণপাত করছে না ।" পাশাপাশি শিক্ষকদের আন্দোলন মঞ্চে দাঁড়িয়েই রাজ্যের বিদ্যুৎমন্ত্রীরও সমালোচনা করেন তৃণমূলের এই বিতর্কিত বিধায়ক ।

আরও পড়ুন : কাউন্সিলরদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে মেয়র পদ থেকে ইস্তফা সব্যসাচীর

বিধানননগর, 18 জুলাই: বিধাননগর পৌরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পরই নাম না করে শিক্ষামন্ত্রীর কড়া সমালোচনা করলেন সব্যসাচী দত্ত । তাঁর অভিযোগ, সল্টলেকে বিধানচন্দ্র রায়ের মূর্তির সামনে অনশনরত শিক্ষকদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে । সাত দিন ধরে শিক্ষকরা অনশনে বসেছেন, অথচ তাঁদের কথায় কর্ণপাত করছে না শিক্ষা দপ্তর বা সংশ্লিষ্ট মন্ত্রী ।

বিধাননগর পৌরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পরই সল্টলেকে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে দেখা করতে যান সব্যসাচী দত্ত । আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেন, "বিগত সাত দিন ধরে আন্দোলন করছেন শিক্ষকরা । আর সেই দপ্তরের মন্ত্রী-আধিকারিকরা ঠান্ডা ঘরে বসে আছেন । আন্দোলনকারী শিক্ষকদের জল পর্যন্ত দেওয়া হচ্ছে না ।"

ভিডিয়োয় শুনুন সব্যসাচী দত্তর বক্তব্য

শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে সব্যসাচী আরও বলেন, "শিক্ষকরা মানুষ গড়ার কারিগর । আজ আমাদের দুর্ভাগ্য যে, আপনারা সাত দিন ধরে এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন । আইনসঙ্গতভাবে অনুমতি নিয়ে যেখানে আপনারা আন্দোলন করছেন, সেই আন্দোলনে শিক্ষা দপ্তরের কোনও উচ্চতর নেতৃত্ব বা মন্ত্রী কেউ কর্ণপাত করছে না ।" পাশাপাশি শিক্ষকদের আন্দোলন মঞ্চে দাঁড়িয়েই রাজ্যের বিদ্যুৎমন্ত্রীরও সমালোচনা করেন তৃণমূলের এই বিতর্কিত বিধায়ক ।

আরও পড়ুন : কাউন্সিলরদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে মেয়র পদ থেকে ইস্তফা সব্যসাচীর

Intro:

বিধাননগর, ১৮ জুলাই: ইস্তেফা দিয়েই নিজের ঝাঁঝ বোঝালেন সব্যসাচী। ইস্তফা দিয়ে তিনি সল্টলেকে অনশনরত শিক্ষকদের আন্দোলনের পাশে দাঁড়ালেন। সমালোচনা করলেন সরকারের সরকারে থাকা দুই দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর। মেয়র পদ থেকে ইস্তেফা দিলেও বিধায়ক ও কাউন্সিলর পদে থাকছেন তিনি।

Body:গতকাল বলেছিলেন মনে হচ্ছে যেন সিরিয়া লেবানন কিংবা পাকিস্তানের কোন জায়গায় আছি। আজ ইস্তেফা দিয়ে সরকারের সমালোচনা করে বললেন, "এই সরকারের অঙ্গ হিসেবে থেকে মানুষের জন্য আন্দোলন করা সম্ভব নয়। তাই ইস্তেফা দিয়েছি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। জলাভূমি ভরাট, বেআইনি নির্মাণ নিয়ে সরকারকে জানিয়েছি কিন্তু সরকারের এবিষয়ে কোন সদিচ্ছা দেখায়নি"। রাজ্যের শিক্ষামন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর সমালোচনা করে সব্যসাচী দত্ত বলেন 5 ই জুলাই বিদ্যুৎ দপ্তর এর কর্মচারীদের হয়ে আন্দোলন করেছিলাম আমার কথা বিদ্যুৎ মন্ত্রীর পছন্দ হয়নি তিনি কাঁদতে কাঁদতে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বললেন সব্যসাচী খুব বাজে কথা বলেছে। ওকে দল থেকে বের করে দিতে হবে। তারপর থেকেই আমাকে সরানোর চেষ্টা শুরু হয়েছে। এখানে সাত দিন ধরে আন্দোলন করছে শিক্ষকরা। আর সেই দপ্তরের মন্ত্রী এবং আধিকারিকরা ঠাণ্ডা ঘরে বসে আছেন। এখান থেকে হাঁটা পথে 5 মিনিটও বিকাশ ভবন নয়। তারা চাইলে এদের সঙ্গে কথা বলতেই পারেন। এতজন শিক্ষক যখন এখানে বসে আন্দোলন করছেন তখন তাদের তাদের দাবি-দাওয়ার নিশ্চয়ই যুক্তি আছে"।


Conclusion:সব্যসাচী দত্তর কথায় সল্টলেকে বিধান চন্দ্র রায়ের মূর্তির কাছে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে এদিন অভিযোগ তোলেন। আন্দোলনকারী শিক্ষকদের জল দেওয়া হচ্ছে না তৃণমূলের উপরতলার নির্দেশে। আন্দোলনস্থলের ঠিক উল্টোদিকেই একুশে জুলাইয়ের মহাসমারোহে তৃণমূল কর্মীদের থাকার ব্যবস্থার আয়োজন হচ্ছে। অথচ আন্দোলনকারী শিক্ষকদের জন্য খাবার জল তাদের নিত্যক্রিয়া করার মত ব্যবস্থা নেই।শিক্ষকদের আন্দোলন কে সহমর্মিতা জানিয়ে সদ্য প্রাক্তন বিধান নগরের মেয়র সব্যসাচী দত্ত বলেন, "শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। আজ আমি কথা বলতে পারছি। কারণ শিক্ষকরা আমায় পঠন-পাঠন করে কথা বলার মত যোগ্য করেছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দুর্ভাগ্য যে আপনারা সাত দিন ধরে এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যেখানে আইনসঙ্গতভাবে অনুমতি নিয়ে আপনারা আন্দোলন করছেন সেই আন্দোলনে আপনাদের দপ্তরের কোন উচ্চতর নেতৃত্ব বা মন্ত্রী কেউ কর্ণপাত করছে না। আমার মনে হয় যে ঠাণ্ডা ঘরে মন্ত্রীর বসার কথা সেখানে ধুলো পড়ে গেছে। মন্ত্রী হয়তো অনেকদিন সেখানে আসেন না"।
Last Updated : Jul 18, 2019, 9:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.