ETV Bharat / city

BJP Nabanna Abhijan: নবান্ন অভিযান সফল হোক ! কালীঘাট মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা সুকান্তর - সুকান্ত মজুমদার

মঙ্গলবার (13 সেপ্টেম্বর, 2022) বিজেপি-র নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) ৷ তা সফল করার প্রার্থনা জানিয়ে কালীঘাট মন্দিরে (Kalighat Temple) পুজো দিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷

Sukanta Majumdar worships at Kalighat Temple before BJP Nabanna Abhijan
BJP Nabanna Abhijan: নবান্ন অভিযান সফল হোক ! কালীঘাট মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা সুকান্তর
author img

By

Published : Sep 12, 2022, 5:30 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: মঙ্গলবার (13 সেপ্টেম্বর, 2022) বঙ্গ বিজেপি-এর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ৷ কারণ, এদিনই তাদের বহু প্রতিক্ষিত 'নবান্ন অভিযান' (BJP Nabanna Abhijan) অনুষ্ঠিত হবে ৷ তাই, এই কর্মসূচিকে সফল করার প্রার্থনা জানাতে ঝড়, বৃষ্টি উপেক্ষা করেই কালীঘাট মন্দিরে (Kalighat Temple) পুজো দিলেন বিজেপি-এর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷

সোমবার পুজো দিয়ে বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত ৷ উত্তর দেন নানা প্রশ্নের ৷ সেখানেই এই বিজেপি নেতা বলেন, "তিনটি সংকল্পকে সামনে রেখে কাল আমরা নবান্ন অভিযান করব ৷ প্রথম সংকল্পটি হল, হিংসামুক্ত রাজনীতি ৷ আমাদের দ্বিতীয় সংকল্প, ভয়মুক্ত সমাজ ৷ এবং তৃতীয় ও সবথেকে গুরুত্বপূর্ণ সংকল্প হল, চোরমুক্ত বাংলা ৷ আমরা জানি, এমন অনেক অসামাজিক তত্ত্ব রয়েছে, যা আমাদের অভিযান ব্যর্থ করার চেষ্টা করবে ৷" তাই অভিযান যাতে সফল হয়, সেই প্রার্থনা জানিয়েই এদিন মায়ের মন্দিরে পুজো দেন সুকান্ত ৷ সঙ্গে ছিলেন দলের নেতা ও কর্মীরা ৷

আরও পড়ুন: শুভেন্দু-সুকান্ত-দিলীপের নেতৃত্বে তিন দিক থেকে এগোবে মিছিল, নবান্নকে ঘিরতে পরিকল্পনা বিজেপি'র

এদিকে, নবান্ন অভিযানের দিন রাজ্য প্রশাসনের প্রধান কার্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) উপস্থিত না থাকার সম্ভাবনা রয়েছে ৷ সেই প্রসঙ্গে সুকান্ত বলেন, "মুখ্যমন্ত্রী ভয় পালিয়ে গিয়েছেন ৷ আমি তো ওঁকে বলেছি, সাহস থাকলে নবান্নে বসে থাকুন ৷ আমজনতার মুখোমুখি হন ৷ তাঁদের প্রশ্নের মুখোমুখি হন ৷" সুকান্ত মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে আরও বলেন, "মুখ্যমন্ত্রী তো দিঘায় যাচ্ছেন মেরিন ড্রাইভ উদ্বোধন করতে ৷ তা, সেই জায়গা তো জলে ভেসে গিয়েছে ৷ তাহলে আর ওখানে গিয়ে কী করবেন ? তার থেকে ভালো হয় নবান্নে থাকুন ৷ সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দিন।"

প্রসঙ্গত, মঙ্গলবারের নবান্ন অভিযান নিয়ে ইতিমধ্য়েই সরগম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি ৷ সোমবার থেকেই রাজ্যের নানা প্রান্তের বিজেপি কর্মীরা কলকাতা ও হাওড়ার উদ্দেশে রওনা হয়ে যান ৷ কিন্তু, ট্রেন, বাসের ব্যবস্থা হলেও বিজেপি কর্মীদের পুলিশের বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ ৷ গেরুয়া শিবিরের দাবি, নবান্ন অভিযান বানচাল করতে অন্য়ায়ভাবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে রাজ্য সরকার ৷ যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস ৷

কলকাতা, 12 সেপ্টেম্বর: মঙ্গলবার (13 সেপ্টেম্বর, 2022) বঙ্গ বিজেপি-এর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ৷ কারণ, এদিনই তাদের বহু প্রতিক্ষিত 'নবান্ন অভিযান' (BJP Nabanna Abhijan) অনুষ্ঠিত হবে ৷ তাই, এই কর্মসূচিকে সফল করার প্রার্থনা জানাতে ঝড়, বৃষ্টি উপেক্ষা করেই কালীঘাট মন্দিরে (Kalighat Temple) পুজো দিলেন বিজেপি-এর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷

সোমবার পুজো দিয়ে বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত ৷ উত্তর দেন নানা প্রশ্নের ৷ সেখানেই এই বিজেপি নেতা বলেন, "তিনটি সংকল্পকে সামনে রেখে কাল আমরা নবান্ন অভিযান করব ৷ প্রথম সংকল্পটি হল, হিংসামুক্ত রাজনীতি ৷ আমাদের দ্বিতীয় সংকল্প, ভয়মুক্ত সমাজ ৷ এবং তৃতীয় ও সবথেকে গুরুত্বপূর্ণ সংকল্প হল, চোরমুক্ত বাংলা ৷ আমরা জানি, এমন অনেক অসামাজিক তত্ত্ব রয়েছে, যা আমাদের অভিযান ব্যর্থ করার চেষ্টা করবে ৷" তাই অভিযান যাতে সফল হয়, সেই প্রার্থনা জানিয়েই এদিন মায়ের মন্দিরে পুজো দেন সুকান্ত ৷ সঙ্গে ছিলেন দলের নেতা ও কর্মীরা ৷

আরও পড়ুন: শুভেন্দু-সুকান্ত-দিলীপের নেতৃত্বে তিন দিক থেকে এগোবে মিছিল, নবান্নকে ঘিরতে পরিকল্পনা বিজেপি'র

এদিকে, নবান্ন অভিযানের দিন রাজ্য প্রশাসনের প্রধান কার্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) উপস্থিত না থাকার সম্ভাবনা রয়েছে ৷ সেই প্রসঙ্গে সুকান্ত বলেন, "মুখ্যমন্ত্রী ভয় পালিয়ে গিয়েছেন ৷ আমি তো ওঁকে বলেছি, সাহস থাকলে নবান্নে বসে থাকুন ৷ আমজনতার মুখোমুখি হন ৷ তাঁদের প্রশ্নের মুখোমুখি হন ৷" সুকান্ত মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে আরও বলেন, "মুখ্যমন্ত্রী তো দিঘায় যাচ্ছেন মেরিন ড্রাইভ উদ্বোধন করতে ৷ তা, সেই জায়গা তো জলে ভেসে গিয়েছে ৷ তাহলে আর ওখানে গিয়ে কী করবেন ? তার থেকে ভালো হয় নবান্নে থাকুন ৷ সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দিন।"

প্রসঙ্গত, মঙ্গলবারের নবান্ন অভিযান নিয়ে ইতিমধ্য়েই সরগম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি ৷ সোমবার থেকেই রাজ্যের নানা প্রান্তের বিজেপি কর্মীরা কলকাতা ও হাওড়ার উদ্দেশে রওনা হয়ে যান ৷ কিন্তু, ট্রেন, বাসের ব্যবস্থা হলেও বিজেপি কর্মীদের পুলিশের বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ ৷ গেরুয়া শিবিরের দাবি, নবান্ন অভিযান বানচাল করতে অন্য়ায়ভাবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে রাজ্য সরকার ৷ যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.