ETV Bharat / city

রাজ্য-রাজ্যপাল সম্পর্ক গটআপ গেম, অভিযোগ বিরোধীদের

author img

By

Published : Feb 7, 2020, 11:00 PM IST

Updated : Feb 8, 2020, 1:09 AM IST

বাজেট বক্তৃতার পর নজিরবিহীন ভাবে অধ্যক্ষের ঘরে যান রাজ্যপাল । সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনজনে বেশ কিছুক্ষণ বৈঠক করেন । এই নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন সুজন-মান্নান । রাজ্য-রাজ্যপাল সংঘাতকে লোকদেখানো বললেন সুজন । মান্নান বললেন, রাজ্য-রাজ্যপাল সংঘাত গটআপ গেম ।

govornor cm meet
রাজ্য-রাজ্যপাল সম্পর্ক 'গটআপ গেম"

কলকাতা, 7 ফেব্রুয়ারি : আশঙ্কা ছিল সংঘাতের । কিন্তু শেষে মধুরেণ সমাপয়েৎ। বাজেট বক্তৃতার আগে রাজ্য-রাজ্যপালের সংঘাতের আবহ তৈরি হয়েছিল । কিন্তু সংঘর্ষ তো দূরের কথা, বরং সৌজন্য ও পালটা সৌজন্যের অনন্য নজির সৃষ্টি করল রাজ্যপালের বাজেট বক্তৃতা । রাজ্য সরকারের লিখিত ভাষণ হুবহু পাঠ করলেন রাজ্যপাল । শুধু তাই-ই নয় ।

বাজেট বক্তৃতার পর প্রথা ভেঙে রাজ্যপাল অধ্যক্ষের ঘরে মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে প্রবেশ করেন । তিনজনে বেশ কিছুক্ষণ বৈঠক করেন । স্বাধীনতার পর বাজেট বক্তৃতার শেষে এভাবে অধ্যক্ষের ঘরে রাজ্যপালের যাওয়া নজিরবিহীন ঘটনা । আর এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েননি সুজন চক্রবর্তী, আবদুল মান্নান । রাজ্যপালের সঙ্গে রাজ্যের আগেকার সংঘাতকে "গটআপ গেম" বললেন বিরোধী দলনেতা আবদুল মান্নান । অন্যদিকে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, "সৌজন্য অসৌজন্যের লোক দেখানো খেলা ।"

রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, "রাজ্য সরকার এবং রাজ‍্যপালের মধ্যে গটআপ গেম চলছে। রাজ্যপালের ভাষণে কেন্দ্রের বিরুদ্ধে একটা কথাও বলা নেই। এটা কি রাজ্যপাল জোর করে প্রভাব খাটিয়ে করলেন সরকারকে দিয়ে? এটা কি ঠিক হল? কেন্দ্রের বিরুদ্ধে একটিও কথাটা নেই। রাজ্য সরকার কেন্দ্রের বিরুদ্ধে এত কথা বলে, অথচ তার উল্লেখ নেই রাজ্য সরকারের লিখে দেওয়া বাজেট বিবৃতিতে। "

অতীতে কখনও রাজ্যপাল বাজেট বক্তৃতা পেশের পর অধ্যক্ষের ঘরে গিয়ে বৈঠক করেননি। রীতিবিরুদ্ধ ভাবেই রাজ্যপাল জগদীপ ধনকড় বাজেট পেশের পর অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের ঘরে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন। আবদুল মান্নান বললেন, কফি, কাজু বরফি এবং ফিশ ফ্রাই সহযোগে এই বৈঠক।

রাজ্য-রাজ্যপাল সম্পর্ক গটআপ গেম, অভিযোগ বিরোধীদের

বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘আমরা বলেছিলাম, লিখিত ভাষণের বাইরে কোনও কথা বললে আমরা প্রতিবাদ করব। কিন্তু এ তো দেখছি সৌজন্য ও অসৌজন্যের লোকদেখানো খেলা চলছে।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে সুজন বলেন, "যাঁরা দুর্নীতিগ্রস্ত তাঁরা কোনও দিনই লড়াই ঠিকমতো করতে পারে না । কারণ এদের সামনে পিছনে ভয় লুকিয়ে থাকে।" আরও একধাপ এগিয়ে বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, "রাজ্যপালের বক্তৃতায় কেন্দ্রের বিরুদ্ধে একটাও কথা নেই কেন ? রাজ্যপালের চাপেই বাজেট বক্তৃতায় বদল এনেছে রাজ্য সরকার । CAA, NRC নিয়ে বাজেটে যা বলা হয়েছে তা তো নরেন্দ্র মোদি বলেন ৷" রাজ্যের লেখা রাজ্যপালের বক্তৃতাকে মান্নান বলেন, "এ যেন সাপ মরুক, লাঠি না ভাঙে ৷" মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে আবদুল মান্নানের প্রশ্ন, "আপনি কি কেন্দ্রের কাছে আত্মসমর্পণ করলেন ?" মুখ্যমন্ত্রীকে পরামর্শের সুরে মান্নান বলেন, "আপনি ভয় পাবেন না । আপনি কার ভয়ে এত ভীত ?"

কলকাতা, 7 ফেব্রুয়ারি : আশঙ্কা ছিল সংঘাতের । কিন্তু শেষে মধুরেণ সমাপয়েৎ। বাজেট বক্তৃতার আগে রাজ্য-রাজ্যপালের সংঘাতের আবহ তৈরি হয়েছিল । কিন্তু সংঘর্ষ তো দূরের কথা, বরং সৌজন্য ও পালটা সৌজন্যের অনন্য নজির সৃষ্টি করল রাজ্যপালের বাজেট বক্তৃতা । রাজ্য সরকারের লিখিত ভাষণ হুবহু পাঠ করলেন রাজ্যপাল । শুধু তাই-ই নয় ।

বাজেট বক্তৃতার পর প্রথা ভেঙে রাজ্যপাল অধ্যক্ষের ঘরে মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে প্রবেশ করেন । তিনজনে বেশ কিছুক্ষণ বৈঠক করেন । স্বাধীনতার পর বাজেট বক্তৃতার শেষে এভাবে অধ্যক্ষের ঘরে রাজ্যপালের যাওয়া নজিরবিহীন ঘটনা । আর এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েননি সুজন চক্রবর্তী, আবদুল মান্নান । রাজ্যপালের সঙ্গে রাজ্যের আগেকার সংঘাতকে "গটআপ গেম" বললেন বিরোধী দলনেতা আবদুল মান্নান । অন্যদিকে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, "সৌজন্য অসৌজন্যের লোক দেখানো খেলা ।"

রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, "রাজ্য সরকার এবং রাজ‍্যপালের মধ্যে গটআপ গেম চলছে। রাজ্যপালের ভাষণে কেন্দ্রের বিরুদ্ধে একটা কথাও বলা নেই। এটা কি রাজ্যপাল জোর করে প্রভাব খাটিয়ে করলেন সরকারকে দিয়ে? এটা কি ঠিক হল? কেন্দ্রের বিরুদ্ধে একটিও কথাটা নেই। রাজ্য সরকার কেন্দ্রের বিরুদ্ধে এত কথা বলে, অথচ তার উল্লেখ নেই রাজ্য সরকারের লিখে দেওয়া বাজেট বিবৃতিতে। "

অতীতে কখনও রাজ্যপাল বাজেট বক্তৃতা পেশের পর অধ্যক্ষের ঘরে গিয়ে বৈঠক করেননি। রীতিবিরুদ্ধ ভাবেই রাজ্যপাল জগদীপ ধনকড় বাজেট পেশের পর অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের ঘরে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন। আবদুল মান্নান বললেন, কফি, কাজু বরফি এবং ফিশ ফ্রাই সহযোগে এই বৈঠক।

রাজ্য-রাজ্যপাল সম্পর্ক গটআপ গেম, অভিযোগ বিরোধীদের

বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘আমরা বলেছিলাম, লিখিত ভাষণের বাইরে কোনও কথা বললে আমরা প্রতিবাদ করব। কিন্তু এ তো দেখছি সৌজন্য ও অসৌজন্যের লোকদেখানো খেলা চলছে।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে সুজন বলেন, "যাঁরা দুর্নীতিগ্রস্ত তাঁরা কোনও দিনই লড়াই ঠিকমতো করতে পারে না । কারণ এদের সামনে পিছনে ভয় লুকিয়ে থাকে।" আরও একধাপ এগিয়ে বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, "রাজ্যপালের বক্তৃতায় কেন্দ্রের বিরুদ্ধে একটাও কথা নেই কেন ? রাজ্যপালের চাপেই বাজেট বক্তৃতায় বদল এনেছে রাজ্য সরকার । CAA, NRC নিয়ে বাজেটে যা বলা হয়েছে তা তো নরেন্দ্র মোদি বলেন ৷" রাজ্যের লেখা রাজ্যপালের বক্তৃতাকে মান্নান বলেন, "এ যেন সাপ মরুক, লাঠি না ভাঙে ৷" মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে আবদুল মান্নানের প্রশ্ন, "আপনি কি কেন্দ্রের কাছে আত্মসমর্পণ করলেন ?" মুখ্যমন্ত্রীকে পরামর্শের সুরে মান্নান বলেন, "আপনি ভয় পাবেন না । আপনি কার ভয়ে এত ভীত ?"

Intro:নজিরবিহীন ঘটনা বিধানসভায়। বাজেট বিবৃতি পেশের পর রাজ্যপাল জগদীপ ধনকার সরাসরি চলে গেলেন অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের ঘরে। সেখানেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন তিনি।


Body:এই ঘটনা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন বামপরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী। রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান জানান, রাজ্য সরকার এবং রাজ‍্যপালের মধ্যে গটআপ গেম চলছে। রাজ্যপালের ভাষণে কেন্দ্রের বিরুদ্ধে একটা কথাও বলা নেই। এটা কি রাজ্যপাল জোর করে প্রভাব খাটিয়ে করলেন সরকারকে দিয়ে। এটা কি ঠিক হলো? কেন্দ্রের বিরুদ্ধে একটিও কথাটা নেই। রাজ্য সরকার কেন্দ্রের বিরুদ্ধে এত কথা বলে, অথচ তার উল্লেখ নেই রাজ্য সরকারের লিখে দেওয়া বাজেট বিবৃতিতে।
তবে অতীতে কখনও রাজ্যপাল বাজেট বক্তৃতা পেশের পর অধ্যক্ষের ঘরে গিয়ে বৈঠক করেন নি। রীতিবিরুদ্ধ ভাবেই রাজ্যপাল জগদীপ ধনকার বাজেট পেশের পর অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের ঘরে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন। কফি, কাজু বরফি এবং ফিশ ফ্রাই সহযোগে।



Conclusion:রাজ্যের দুই প্রধান বিরোধী দল কংগ্রেস এবং বামফ্রন্ট রাজ্যপাল এবং রাজ্য সরকারের সংঘাতের সমগ্র বিষয়টিকে পরিকল্পিত বলে মনে করছেন।
Last Updated : Feb 8, 2020, 1:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.