ETV Bharat / state

ছাঁচ নয়, প্রতিমার মুখ বানাতে হয় হাতে; জানুন সুরুল জমিদার বাড়ির পুজোকথা - Durga Puja 2024

Surul Zamindar Bari Durga Puja: বীরভূম জেলার বনেদি বা জমিদারবাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম সুরুল সরকার বাড়ির পুজো ৷ চার পুরুষ ধরে প্রতিমা নির্মাণ করে আসছেন মৃৎশিল্পী ৷ জমিদারবাড়ির পুজোর খুঁটিনাটি জানল ইটিভি ভারত ৷

Birbhum Bonedi Bari Durga Puja
সুরুল জমিদারবাড়ির দুর্গাপ্রতিমা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2024, 5:28 PM IST

বোলপুর, 3 অক্টোবর: শতাব্দী প্রাচীন প্রথা ও বেলজিয়ামের ঝাড়বাতির সজ্জা-সহ বৃহৎ সুসজ্জিত অট্টালিকা বোলপুরের সুরুল জমিদারবাড়ির পুজোর অন্যতম আকর্ষণ । সুরুল সরকার বাড়ির এই পুজো 290 বছরে পা দিল ৷ জমিদার ভরতচন্দ্র ঘোষের ছেলে কৃষ্ণহরি সরকার এই পুজোর সূচনা করেছিলেন ।

এখনও 300 বছরের পুরনো গহনা দিয়ে পরিবারের লোকজন প্রতিমাকে সাজান। আজ থেকে 128 বছর আগে ভাইয়ে ভাইয়ে বিবাদের জেরে জমিদার বাড়ির পাশেই আরেকটি পুজোর সূচনা হয়েছিল ৷ সেটিকে সুরুল ছোট বাড়ির পুজো বলা হয় ৷

বীরভূমের সুরুল জমিদারবাড়ির দুর্গাপুজো প্রস্তুতি (ইটিভি ভারত)

তবে দুটি পুজোর প্রথা একই । প্রতি বছর একই গড়নের প্রতিমা নির্মাণ হয় ৷ বৈশিষ্ট্য হল, প্রতিমার মুখ ছাঁচে নয় হাতে করে নির্মাণ করা হয় ৷ চার পুরুষ ধরে বীরভূমের খয়রাশোলের বাসিন্দা সুভাষ সূত্রধর দুই জমিদার বাড়ির প্রতিমা নির্মাণ করে আসছেন ৷ 300 বছরের পুরনো গহনা দিয়ে সরকার পরিবারের সদস্যরা প্রতিমাকে সাজিয়ে তোলেন ৷ দোলায় করে ঘট ভরার প্রথা রয়েছে ৷ এছাড়াও চালকুমড়ো, আখ ও ছাগ বলিদান করা হয় ৷

বর্ধমান জেলার নীলপুর গ্রাম থেকে বীরভূমের বোলপুরের সুরুল গ্রামে এসে বসবাস শুরু করেছিলেন ভরতচন্দ্র ঘোষ ('সরকার' পদবি ব্রিটিশ প্রদত্ত)। তাঁকে সরকার বাড়ির প্রাণ পুরুষ বলা হত ৷ তাঁর হাত ধরেই শুরু হয় জমিদারিত্ব । ভরতচন্দ্র ঘোষের পুত্র কৃষ্ণহরি সরকার জমিদারবাড়ির অন্দরেই দুর্গাপুজোর সূচনা করেন ৷ তখন মাটির তৈরি মন্দির ছিল ৷ পরে কংক্রিটের মন্দির, সুসজ্জিত নাটমন্দির তৈরি হয় ৷

Birbhum News
সুরুল জমিদারবাড়ির নাটমন্দির (ইটিভি ভারত)

তবে আজও চিরাচরিত জমিদারী প্রথা মেনেই পুজো হয় ৷ এই জমিদার বাড়ির পুজোর মূল আকর্ষণ হল বৃহৎ অট্টালিকা ৷ বড় বড় থাম, ঐতিহ্যবাহী জানালা-দরজা, সিংহদুয়ার দেখার মতো । এছাড়া, পুজোর সময় পুরনো বড় বড় বেলজিয়ামের ঝাড়বাতি দিয়ে মণ্ডপ সাজানো হয় ৷

সুরুল সরকার বাড়ির সদস্য শরদিন্দু সরকার বলেন, "আমাদের পুজো বৈষ্ণব মতে হয় ৷ কিন্তু বলি প্রথা আছে ৷ আগে এই মন্দির মাটির ছিল । পরে কংক্রিটের নাটমন্দির তৈরি হয় ৷ পুজোর চারদিন সরকার পরিবারের সকলে যে যেখানেই থাকেন বাড়িতে আসেন ৷ আমাদের পুজোর প্রথা প্রথম দিন থেকে আজও একই ।"

Birbhum Surul Zamindar Family Durga Puja
বীরভূমের সুরুল জমিদারবাড়ি (ইটিভি ভারত)
মৃৎশিল্পী সুভাষ সূত্রধর বলেন, "আমরা চার পুরুষ ধরে সুরুল জমিদার ছোট বাড়ি ও বড় বাড়ির প্রতিমা নির্মাণ করে আসছি । এখানে হাতে করে দেবীর মুখ বানাতে হয় ৷ ছাঁচে নয় ৷ এমনকি, চালচিত্র হাতে আঁকতে হয়, পটচিত্র বসিয়ে দিলেই হয় না । অন্য পুজোর থেকে সম্পূর্ণ আলাদা এই পুজো ।"

বোলপুর, 3 অক্টোবর: শতাব্দী প্রাচীন প্রথা ও বেলজিয়ামের ঝাড়বাতির সজ্জা-সহ বৃহৎ সুসজ্জিত অট্টালিকা বোলপুরের সুরুল জমিদারবাড়ির পুজোর অন্যতম আকর্ষণ । সুরুল সরকার বাড়ির এই পুজো 290 বছরে পা দিল ৷ জমিদার ভরতচন্দ্র ঘোষের ছেলে কৃষ্ণহরি সরকার এই পুজোর সূচনা করেছিলেন ।

এখনও 300 বছরের পুরনো গহনা দিয়ে পরিবারের লোকজন প্রতিমাকে সাজান। আজ থেকে 128 বছর আগে ভাইয়ে ভাইয়ে বিবাদের জেরে জমিদার বাড়ির পাশেই আরেকটি পুজোর সূচনা হয়েছিল ৷ সেটিকে সুরুল ছোট বাড়ির পুজো বলা হয় ৷

বীরভূমের সুরুল জমিদারবাড়ির দুর্গাপুজো প্রস্তুতি (ইটিভি ভারত)

তবে দুটি পুজোর প্রথা একই । প্রতি বছর একই গড়নের প্রতিমা নির্মাণ হয় ৷ বৈশিষ্ট্য হল, প্রতিমার মুখ ছাঁচে নয় হাতে করে নির্মাণ করা হয় ৷ চার পুরুষ ধরে বীরভূমের খয়রাশোলের বাসিন্দা সুভাষ সূত্রধর দুই জমিদার বাড়ির প্রতিমা নির্মাণ করে আসছেন ৷ 300 বছরের পুরনো গহনা দিয়ে সরকার পরিবারের সদস্যরা প্রতিমাকে সাজিয়ে তোলেন ৷ দোলায় করে ঘট ভরার প্রথা রয়েছে ৷ এছাড়াও চালকুমড়ো, আখ ও ছাগ বলিদান করা হয় ৷

বর্ধমান জেলার নীলপুর গ্রাম থেকে বীরভূমের বোলপুরের সুরুল গ্রামে এসে বসবাস শুরু করেছিলেন ভরতচন্দ্র ঘোষ ('সরকার' পদবি ব্রিটিশ প্রদত্ত)। তাঁকে সরকার বাড়ির প্রাণ পুরুষ বলা হত ৷ তাঁর হাত ধরেই শুরু হয় জমিদারিত্ব । ভরতচন্দ্র ঘোষের পুত্র কৃষ্ণহরি সরকার জমিদারবাড়ির অন্দরেই দুর্গাপুজোর সূচনা করেন ৷ তখন মাটির তৈরি মন্দির ছিল ৷ পরে কংক্রিটের মন্দির, সুসজ্জিত নাটমন্দির তৈরি হয় ৷

Birbhum News
সুরুল জমিদারবাড়ির নাটমন্দির (ইটিভি ভারত)

তবে আজও চিরাচরিত জমিদারী প্রথা মেনেই পুজো হয় ৷ এই জমিদার বাড়ির পুজোর মূল আকর্ষণ হল বৃহৎ অট্টালিকা ৷ বড় বড় থাম, ঐতিহ্যবাহী জানালা-দরজা, সিংহদুয়ার দেখার মতো । এছাড়া, পুজোর সময় পুরনো বড় বড় বেলজিয়ামের ঝাড়বাতি দিয়ে মণ্ডপ সাজানো হয় ৷

সুরুল সরকার বাড়ির সদস্য শরদিন্দু সরকার বলেন, "আমাদের পুজো বৈষ্ণব মতে হয় ৷ কিন্তু বলি প্রথা আছে ৷ আগে এই মন্দির মাটির ছিল । পরে কংক্রিটের নাটমন্দির তৈরি হয় ৷ পুজোর চারদিন সরকার পরিবারের সকলে যে যেখানেই থাকেন বাড়িতে আসেন ৷ আমাদের পুজোর প্রথা প্রথম দিন থেকে আজও একই ।"

Birbhum Surul Zamindar Family Durga Puja
বীরভূমের সুরুল জমিদারবাড়ি (ইটিভি ভারত)
মৃৎশিল্পী সুভাষ সূত্রধর বলেন, "আমরা চার পুরুষ ধরে সুরুল জমিদার ছোট বাড়ি ও বড় বাড়ির প্রতিমা নির্মাণ করে আসছি । এখানে হাতে করে দেবীর মুখ বানাতে হয় ৷ ছাঁচে নয় ৷ এমনকি, চালচিত্র হাতে আঁকতে হয়, পটচিত্র বসিয়ে দিলেই হয় না । অন্য পুজোর থেকে সম্পূর্ণ আলাদা এই পুজো ।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.