ETV Bharat / city

Sujan Chakraborty : নীতি আদর্শের বালাই নেই, মেরুদণ্ডহীন মানুষ ; বাবুল প্রসঙ্গে সুজন - বাবুল সুপ্রিয়

বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) কটাক্ষ সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) ৷ বাবুলের বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ দেওয়ার ঘটনায় আসানসোলের সাংসদের মেরুদণ্ড নিয়েও প্রশ্ন তোলেন এই বাম নেতা ৷

বাবুল সুপ্রিয়কে কটাক্ষ সুজন চক্রবর্তীর
বাবুল সুপ্রিয়কে কটাক্ষ সুজন চক্রবর্তীর
author img

By

Published : Sep 19, 2021, 7:37 AM IST

Updated : Sep 19, 2021, 7:46 AM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর : রাজনৈতিক দলবদলের বাজারে শনিবারের দুপুরে চমকপ্রদ খবর হয়ে দাঁড়ায় বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র দল পরিবর্তন । আসানসোলের সাংসদের দলবদল নিয়ে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে কটাক্ষ এবং চাপানউতোর শুরু হয়ে গিয়েছে । এই অবস্থায় নীতির প্রশ্ন তুলে বাবুলকে কটাক্ষ করলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও । তার মতে, "গায়ক বাবুল সুপ্রিয়কে শুভেচ্ছা জানাচ্ছি । আজ বিজেপি, কাল তৃণমূল কংগ্রেস- কোনও নীতিগত অবস্থান নয় । মেরুদণ্ড থাকলে লোকে এইরকম ভাবে চলে না ।"

2013 সালে আসানসোলে তৃণমূল কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে গান, আবার বিমান যাত্রার সময় যোগগুরুর সঙ্গে দেখা হয়ে তাঁর কথায় বিজেপিতে যোগদান কিংবা ভিক্টোরিয়া প্রাঙ্গণে নিজের সদ্য প্রাক্তন দলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে ঝালমুড়ি খাওয়া- বাবুল সুপ্রিয় যখন যেমন, তখন তেমন রাজনীতি করে গিয়েছেন । তাঁর এই সদা চঞ্চল রাজনীতি অনেক বিতর্ক প্রশ্নের জন্ম দিয়েছে । এইসব প্রসঙ্গেই সুজন বলেন, "যিনি কয়েকদিন আগে নরেন্দ্র মোদিকে ভারতবর্ষের সবচেয়ে বড় নেতা বলতেন, তাঁকে আজ বলতে হচ্ছে মোদি কত খারাপ, স্বৈরাচারী আর মমতা বন্দ্যোপাধ্যায় কত ভাল । অথচ কয়েকদিন আগেও তিনি উল্টোটা বলেছিলেন । পরিস্থিতি যখন যেমন, তখন তেমন বলতে পারব- এই নীতি প্রমাণ করে ব্যবসায়িক মনোভাব নিয়ে রাজনীতিতে আসা ৷ এটা চলতে পারে না । এমন প্রবণতা বিপজ্জনক ৷"

বিজেপি ছেড়ে তৃণমূলে যোদ দেওয়ায় বাবুল সুপ্রিয়ের নিন্দায় সুজন চক্রবর্তী

পাশাপাশি সুজন আরও বলেন, "বিজেপি এবং তৃণমূল- দুই দলই মুখ মুছে ফেলার রাজনীতি করছে । কাল যাকে গালাগালি দিয়েছে, আজ তাকেই এই দুই দল মাথায় নিয়ে নাচানাচি করছে । মুকুল রায় তৃণমূল থেকে ভায়া বিজেপি হয়ে ফের তৃণমূলে যোগ দিয়ে ভাল রয়েছেন । শুভেন্দু অধিকারী তৃণমূল তো তৃণমূল, বিজেপি তো বিজেপি- কোনও অসুবিধা নেই । কুণাল ঘোষ একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে চিটফাণ্ডের সবচেয়ে বড় সুবিধাভোগী বলেছিলেন । এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণকীর্তন করা ছাড়া তাঁর কাজ নেই । বাবুল সুপ্রিয় রাজনীতিতে নরেন্দ্র মোদির গুণকীর্তন করেই বড় হয়েছেন । তিনি আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগ্রাহী হবেন । গতকাল যা বলেছিলেন আজ তার উল্টো বলতে হবে । এঁদের নীতি-আদর্শের বালাই নেই । দলগুলোরও নীতি আদর্শ নেই । একই গর্ভে বিজেপি এবং তৃণমূলের পথচলা । বিজেপি সারা ভারতবর্ষের প্রেক্ষিতে অনেক বেশি বিপজ্জনক । যেমন বিজেপির অপরাধ, তেমনই অপরাধ তৃণমূলেরও । এটা রাজনীতিকে কলুষিত করছে ৷"

আরও পড়ুন : Abhishek Banerjee : সবে তো খেলা শুরু, চমকের অনেক বাকি ; বললেন অভিষেক

কলকাতা, 19 সেপ্টেম্বর : রাজনৈতিক দলবদলের বাজারে শনিবারের দুপুরে চমকপ্রদ খবর হয়ে দাঁড়ায় বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র দল পরিবর্তন । আসানসোলের সাংসদের দলবদল নিয়ে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে কটাক্ষ এবং চাপানউতোর শুরু হয়ে গিয়েছে । এই অবস্থায় নীতির প্রশ্ন তুলে বাবুলকে কটাক্ষ করলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও । তার মতে, "গায়ক বাবুল সুপ্রিয়কে শুভেচ্ছা জানাচ্ছি । আজ বিজেপি, কাল তৃণমূল কংগ্রেস- কোনও নীতিগত অবস্থান নয় । মেরুদণ্ড থাকলে লোকে এইরকম ভাবে চলে না ।"

2013 সালে আসানসোলে তৃণমূল কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে গান, আবার বিমান যাত্রার সময় যোগগুরুর সঙ্গে দেখা হয়ে তাঁর কথায় বিজেপিতে যোগদান কিংবা ভিক্টোরিয়া প্রাঙ্গণে নিজের সদ্য প্রাক্তন দলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে ঝালমুড়ি খাওয়া- বাবুল সুপ্রিয় যখন যেমন, তখন তেমন রাজনীতি করে গিয়েছেন । তাঁর এই সদা চঞ্চল রাজনীতি অনেক বিতর্ক প্রশ্নের জন্ম দিয়েছে । এইসব প্রসঙ্গেই সুজন বলেন, "যিনি কয়েকদিন আগে নরেন্দ্র মোদিকে ভারতবর্ষের সবচেয়ে বড় নেতা বলতেন, তাঁকে আজ বলতে হচ্ছে মোদি কত খারাপ, স্বৈরাচারী আর মমতা বন্দ্যোপাধ্যায় কত ভাল । অথচ কয়েকদিন আগেও তিনি উল্টোটা বলেছিলেন । পরিস্থিতি যখন যেমন, তখন তেমন বলতে পারব- এই নীতি প্রমাণ করে ব্যবসায়িক মনোভাব নিয়ে রাজনীতিতে আসা ৷ এটা চলতে পারে না । এমন প্রবণতা বিপজ্জনক ৷"

বিজেপি ছেড়ে তৃণমূলে যোদ দেওয়ায় বাবুল সুপ্রিয়ের নিন্দায় সুজন চক্রবর্তী

পাশাপাশি সুজন আরও বলেন, "বিজেপি এবং তৃণমূল- দুই দলই মুখ মুছে ফেলার রাজনীতি করছে । কাল যাকে গালাগালি দিয়েছে, আজ তাকেই এই দুই দল মাথায় নিয়ে নাচানাচি করছে । মুকুল রায় তৃণমূল থেকে ভায়া বিজেপি হয়ে ফের তৃণমূলে যোগ দিয়ে ভাল রয়েছেন । শুভেন্দু অধিকারী তৃণমূল তো তৃণমূল, বিজেপি তো বিজেপি- কোনও অসুবিধা নেই । কুণাল ঘোষ একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে চিটফাণ্ডের সবচেয়ে বড় সুবিধাভোগী বলেছিলেন । এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণকীর্তন করা ছাড়া তাঁর কাজ নেই । বাবুল সুপ্রিয় রাজনীতিতে নরেন্দ্র মোদির গুণকীর্তন করেই বড় হয়েছেন । তিনি আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগ্রাহী হবেন । গতকাল যা বলেছিলেন আজ তার উল্টো বলতে হবে । এঁদের নীতি-আদর্শের বালাই নেই । দলগুলোরও নীতি আদর্শ নেই । একই গর্ভে বিজেপি এবং তৃণমূলের পথচলা । বিজেপি সারা ভারতবর্ষের প্রেক্ষিতে অনেক বেশি বিপজ্জনক । যেমন বিজেপির অপরাধ, তেমনই অপরাধ তৃণমূলেরও । এটা রাজনীতিকে কলুষিত করছে ৷"

আরও পড়ুন : Abhishek Banerjee : সবে তো খেলা শুরু, চমকের অনেক বাকি ; বললেন অভিষেক

Last Updated : Sep 19, 2021, 7:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.