ETV Bharat / city

Sujan Chakraborty on GST: বেকারদের চাকরির পরীক্ষার ফি-তেও জিএসটি, কত নীচে নামবেন ! কেন্দ্র-রাজ্যকে নিশানা সুজনের - জিএসটি

বেকারদের চাকরির পরীক্ষার ফি-তেও জিএসটি বসানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty on GST)৷ নাবার্ডের পরীক্ষার ফি নিয়ে কেন্দ্র ও রাজ্যকে তুলোধোনা করেছেন তিনি (Sujan Chakraborty flags GST issue in NABARD recruitment)৷

Sujan Chakraborty flags GST issue in NABARD recruitment
বেকারদের চাকরির পরীক্ষার ফি-তেও জিএসটি, কত নীচে নামবেন ! কেন্দ্র-রাজ্যকে নিশানা সুজনের
author img

By

Published : Jul 26, 2022, 4:32 PM IST

কলকাতা, 26 জুলাই: সম্প্রতি জিএসটি বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে খড়্গহস্ত বিরোধীরা ৷ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আম আদমির সস্তার খাবার মুড়িতে জিএসটি বসানোর প্রতিবাদে কেন্দ্রকে তুলোধোনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ বার সেই জিএসটি নিয়েই কেন্দ্র ও রাজ্যকে একযোগে নিশানা করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty on GST)৷ নাবার্ডে চাকরির পরীক্ষার ফি-তে 18 শতাংশ জিএসটি বসানোয় টুইট করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি (Sujan Chakraborty flags GST issue in NABARD recruitment)৷ সেই টুইট তিনি ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷

টুইটে কী লিখেছেন সুজন?

টুইটে বেকারদের চাকরির পরীক্ষার ফি-তেও চড়া জিএসটি নেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সুজন ৷ তিনি লিখেছেন, "বেকার যুবকের চাকরির জন্য পরীক্ষার ফি - তার উপরেও জিএসটি ? NABARD এ নিয়োগের সর্বভারতীয় পরীক্ষা । 800 টাকা ফি-এর সাথে 144 টাকা জিএসটি । 18 শতাংশ । কেন্দ্র-রাজ্য সমান ভাগ । 9 শতাংশ করে । আর কত নীচে নামবে আমাদের বিবেচনা বোধ ? এ সব অসভ্যতা দ্রুত বন্ধ হোক ।"

এই টুইটটির সঙ্গে নাবার্ডে চাকরির পরীক্ষার ফি-র ইনভয়েসও পোস্ট করেছেন সুজন চক্রবর্তী ৷ সেখানে দেখা যাচ্ছে যে, ফি-তে মোট 18 শতাংশ জিএসটি দিতে হয়েছে আবেদনকারীকে ৷ যার মধ্যে থেকে 9 শতাংশ যাচ্ছে কেন্দ্র ও বাকি 9 শতাংশ যাচ্ছে রাজ্যের কোষাগারে ৷ টুইটটি প্রধানমন্ত্রী ও এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে ট্যাগ করেছেন সিপিআইএম নেতা ৷

আরও পড়ুন: আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও ! একুশের মঞ্চে জিএসটি-প্রতিবাদ মমতার

সুজনের এই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে ৷ অনেকে সায় দিয়েছেন তাঁর মন্তব্যে ৷ একজন যেমন লিখেছেন, "অসভ্য সরকার, অসভ্য ব্যবস্থা, বেকার যুবকদের আন্দোলন করতে হবে ।" আবার উল্টো প্রতিক্রিয়াও মিলেছে ৷ রাজ্যের বাম শাসনের সময়কালকে কটাক্ষ করে একজন লিখেছেন, "34 বছরে যদি গরিবের উন্নয়নের চিন্তা করতেন তা হলে এই 144 টাকা কোনও ব্যাপার ছিল না । আপনারা তো কোনও কাজই করেননি, শুধু গরিব মানুষের কথা বলে 34 বছর রাজত্ব করে গেলেন । না পেরেছেন সবার মুখে দুবেলা দুমুঠো ভাত দিতে, না পেরেছেন পশ্চিমবঙ্গের উন্নয়ন করতে ।" আর এক নেট নাগরিক আবার কটাক্ষের সুরে লিখেছেন, "কেরালাকে বলুন যেন ওই 9% না নেয় । বেকারদের ড্রাফ্ট বানিয়ে যেন ফেরত দিয়ে দেয় ।"

কলকাতা, 26 জুলাই: সম্প্রতি জিএসটি বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে খড়্গহস্ত বিরোধীরা ৷ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আম আদমির সস্তার খাবার মুড়িতে জিএসটি বসানোর প্রতিবাদে কেন্দ্রকে তুলোধোনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ বার সেই জিএসটি নিয়েই কেন্দ্র ও রাজ্যকে একযোগে নিশানা করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty on GST)৷ নাবার্ডে চাকরির পরীক্ষার ফি-তে 18 শতাংশ জিএসটি বসানোয় টুইট করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি (Sujan Chakraborty flags GST issue in NABARD recruitment)৷ সেই টুইট তিনি ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷

টুইটে কী লিখেছেন সুজন?

টুইটে বেকারদের চাকরির পরীক্ষার ফি-তেও চড়া জিএসটি নেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সুজন ৷ তিনি লিখেছেন, "বেকার যুবকের চাকরির জন্য পরীক্ষার ফি - তার উপরেও জিএসটি ? NABARD এ নিয়োগের সর্বভারতীয় পরীক্ষা । 800 টাকা ফি-এর সাথে 144 টাকা জিএসটি । 18 শতাংশ । কেন্দ্র-রাজ্য সমান ভাগ । 9 শতাংশ করে । আর কত নীচে নামবে আমাদের বিবেচনা বোধ ? এ সব অসভ্যতা দ্রুত বন্ধ হোক ।"

এই টুইটটির সঙ্গে নাবার্ডে চাকরির পরীক্ষার ফি-র ইনভয়েসও পোস্ট করেছেন সুজন চক্রবর্তী ৷ সেখানে দেখা যাচ্ছে যে, ফি-তে মোট 18 শতাংশ জিএসটি দিতে হয়েছে আবেদনকারীকে ৷ যার মধ্যে থেকে 9 শতাংশ যাচ্ছে কেন্দ্র ও বাকি 9 শতাংশ যাচ্ছে রাজ্যের কোষাগারে ৷ টুইটটি প্রধানমন্ত্রী ও এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে ট্যাগ করেছেন সিপিআইএম নেতা ৷

আরও পড়ুন: আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও ! একুশের মঞ্চে জিএসটি-প্রতিবাদ মমতার

সুজনের এই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে ৷ অনেকে সায় দিয়েছেন তাঁর মন্তব্যে ৷ একজন যেমন লিখেছেন, "অসভ্য সরকার, অসভ্য ব্যবস্থা, বেকার যুবকদের আন্দোলন করতে হবে ।" আবার উল্টো প্রতিক্রিয়াও মিলেছে ৷ রাজ্যের বাম শাসনের সময়কালকে কটাক্ষ করে একজন লিখেছেন, "34 বছরে যদি গরিবের উন্নয়নের চিন্তা করতেন তা হলে এই 144 টাকা কোনও ব্যাপার ছিল না । আপনারা তো কোনও কাজই করেননি, শুধু গরিব মানুষের কথা বলে 34 বছর রাজত্ব করে গেলেন । না পেরেছেন সবার মুখে দুবেলা দুমুঠো ভাত দিতে, না পেরেছেন পশ্চিমবঙ্গের উন্নয়ন করতে ।" আর এক নেট নাগরিক আবার কটাক্ষের সুরে লিখেছেন, "কেরালাকে বলুন যেন ওই 9% না নেয় । বেকারদের ড্রাফ্ট বানিয়ে যেন ফেরত দিয়ে দেয় ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.