ETV Bharat / city

Saradha Scam: টাকা নিয়েছেন, ব্ল্যাকমেলও করেছেন ! শুভেন্দুকে কাঠগড়ায় তুলে দাবি সুদীপ্তর - সুদীপ্ত সেন

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তাঁর কাছ থেকে মোটা টাকা আদায় করেছেন ৷ এমনকী তাঁকে ব্ল্য়াকমেলও করেছেন ! দাবি সারদাকর্তা (Saradha Scam) সুদীপ্ত সেনের (Sudipta Sen) ৷

Sudipta Sen claims Suvendu Adhikari blackmailed him for money
Saradha Scam: টাকা নিয়েছেন, ব্ল্যাকমেলও করেছেন ! শুভেন্দুকে কাঠগড়ায় তুলে দাবি সুদীপ্তর
author img

By

Published : Jun 24, 2022, 7:51 PM IST

বিধাননগর, 24 জুন: বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে আবারও তোপ দাগলেন সারদাকর্তা সুদীপ্ত সেন (Sudipta Sen) ৷ তাঁর দাবি, তিনি যে শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন, তাই নয়, তাঁকে শুভেন্দু ব্ল্যাকমেলও করেছিলেন বলে দাবি করেছেন সুদীপ্ত ৷ শুক্রবার বিধাননগরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই দাবি করেন ধৃত সারদাকর্তা ৷

সারদা মামলায় (Saradha Scam) গত প্রায় ন'বছর ধরে জেলবন্দি রয়েছে সুদীপ্ত ৷ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলছে ৷ তেমনই একটি মামলার শুনানি ছিল শুক্রবার ৷ সেই উপলক্ষেই এদিন বিধাননগর এমপি-এমএলএ আদালতে হাজির করানো হয় সুদীপ্তকে ৷ প্রিজন ভ্যানে করে তাঁকে আদালতে নিয়ে আসা হয় ৷ সঙ্গে সঙ্গে সাংবাদিকরা ঘিরে ধরেন তাঁকে ৷ ছুটে আসে একের পর এক প্রশ্নবাণ ৷ কিন্তু, সুদীপ্তকে কথা বলার খুব বেশি সুযোগ দেননি সঙ্গে থাকা পুলিশকর্মীরা ৷ শুনানি শেষ হলে আদালত থেকে সুদীপ্তকে বের করার পরও একই ঘটনা ঘটে ৷ তবুও তার মধ্যেই একাধিকবার শুভেন্দুকে কাঠগড়ায় তোলেন সুদীপ্ত ৷

সুদীপ্ত সেনের মুখে শুভেন্দু অধিকারীর নাম ৷

আরও পড়ুন: Goutam Kundu and Sudipta Sen get bail : সারদা-রোজভ্যালি কাণ্ডে জামিন মঞ্জুর সুদীপ্ত সেন এবং গৌতম কুণ্ডুর

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীকে তিনি যে বিপুল পরিমাণ টাকা দিয়েছিলেন, তেমন দাবি আগেও করেছিলেন সুদীপ্ত ৷ এই মর্মে বিচারপতিকে চিঠিও পাঠিয়ে ছিলেন তিনি ৷ এদিন তাঁকে প্রশ্ন করা হয়, সারদা কেলেঙ্কারি নিয়ে তাঁর লেখা দ্বিতীয় চিঠিতে কার নাম রয়েছে ? জবাবে একাধিকবার শুভেন্দু অধিকারীর নাম বলেন সুদীপ্ত ৷ তিনি স্পষ্ট জানান, শুভেন্দু তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন ৷ জমিজমা সংক্রান্ত কারণে এবং কোনও একটি নকশা মঞ্জুর করানোর জন্য শুভেন্দুকে টাকা দিয়েছিলেন তিনি ৷ এরপরই এক সাংবাদিকের প্রশ্ন উত্তরে সুদীপ্ত জানান, শুভেন্দু তাঁকে ব্ল্যাকমেলও করেছেন ৷ সুদীপ্ত জানিয়েছেন, শুভেন্দুর বিষয়ে চিঠিতে বিস্তারিত তথ্য দিয়েছেন তিনি ৷

বিধাননগর, 24 জুন: বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে আবারও তোপ দাগলেন সারদাকর্তা সুদীপ্ত সেন (Sudipta Sen) ৷ তাঁর দাবি, তিনি যে শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন, তাই নয়, তাঁকে শুভেন্দু ব্ল্যাকমেলও করেছিলেন বলে দাবি করেছেন সুদীপ্ত ৷ শুক্রবার বিধাননগরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই দাবি করেন ধৃত সারদাকর্তা ৷

সারদা মামলায় (Saradha Scam) গত প্রায় ন'বছর ধরে জেলবন্দি রয়েছে সুদীপ্ত ৷ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলছে ৷ তেমনই একটি মামলার শুনানি ছিল শুক্রবার ৷ সেই উপলক্ষেই এদিন বিধাননগর এমপি-এমএলএ আদালতে হাজির করানো হয় সুদীপ্তকে ৷ প্রিজন ভ্যানে করে তাঁকে আদালতে নিয়ে আসা হয় ৷ সঙ্গে সঙ্গে সাংবাদিকরা ঘিরে ধরেন তাঁকে ৷ ছুটে আসে একের পর এক প্রশ্নবাণ ৷ কিন্তু, সুদীপ্তকে কথা বলার খুব বেশি সুযোগ দেননি সঙ্গে থাকা পুলিশকর্মীরা ৷ শুনানি শেষ হলে আদালত থেকে সুদীপ্তকে বের করার পরও একই ঘটনা ঘটে ৷ তবুও তার মধ্যেই একাধিকবার শুভেন্দুকে কাঠগড়ায় তোলেন সুদীপ্ত ৷

সুদীপ্ত সেনের মুখে শুভেন্দু অধিকারীর নাম ৷

আরও পড়ুন: Goutam Kundu and Sudipta Sen get bail : সারদা-রোজভ্যালি কাণ্ডে জামিন মঞ্জুর সুদীপ্ত সেন এবং গৌতম কুণ্ডুর

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীকে তিনি যে বিপুল পরিমাণ টাকা দিয়েছিলেন, তেমন দাবি আগেও করেছিলেন সুদীপ্ত ৷ এই মর্মে বিচারপতিকে চিঠিও পাঠিয়ে ছিলেন তিনি ৷ এদিন তাঁকে প্রশ্ন করা হয়, সারদা কেলেঙ্কারি নিয়ে তাঁর লেখা দ্বিতীয় চিঠিতে কার নাম রয়েছে ? জবাবে একাধিকবার শুভেন্দু অধিকারীর নাম বলেন সুদীপ্ত ৷ তিনি স্পষ্ট জানান, শুভেন্দু তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন ৷ জমিজমা সংক্রান্ত কারণে এবং কোনও একটি নকশা মঞ্জুর করানোর জন্য শুভেন্দুকে টাকা দিয়েছিলেন তিনি ৷ এরপরই এক সাংবাদিকের প্রশ্ন উত্তরে সুদীপ্ত জানান, শুভেন্দু তাঁকে ব্ল্যাকমেলও করেছেন ৷ সুদীপ্ত জানিয়েছেন, শুভেন্দুর বিষয়ে চিঠিতে বিস্তারিত তথ্য দিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.