ETV Bharat / city

মাঠে ফিরলেন সুদীপ,অর্ণবরা; ক্রিকেট ফিরল ইডেনে

author img

By

Published : Oct 5, 2020, 11:04 PM IST

Updated : Oct 6, 2020, 9:45 AM IST

প্রথম পদক্ষেপ মেডিকেল পরীক্ষায় কড়া নজরদারি । SOP মেনে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে । যেখানে 5 অক্টোবর থেকে ইডেনে ক্রিকেট ফেরানোর চেষ্টা সফল করতে কুশীলবদের সমস্ত নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছিল ।

ক্রিকেট ফিরল ইডেনে
cricket returned to Eden

কলকাতা, 5 অক্টোবর : ক্রিকেট ফিরেছে ইডেনে । 195 দিন পরে নন্দন কাননে দৌড় শুরু করল ক্রিকেট । নিউ নর্মাল লাইফে ক্রিকেট ফেরাতে বিধিনিষেধের লক্ষ্মণরেখা টেনে দেওয়া হয়েছিল । আর্ন্তজাতিক ক্রিকেটের সুষ্ঠু আয়োজনে ইডেন ত্রিস্তরীয় নিরাপত্তার চাদর গায়ে জড়িয়েছে । এবার শত্রু অদৃশ্য এবং আরও ভয়ংকর ।তাই নিরাপত্তার ম্যানুয়াল ভিন্ন ধারার ।

চলতি বছরের 24 মার্চ লকডাউন শুরু হয়েছিল । তারপর থেকে থমকে গিয়েছিল বাইশ গজ । কোরোনার আবহে স্বাভাবিকতার খোঁজ । তাই প্রথম পদক্ষেপ মেডিকেল পরীক্ষায় কড়া নজরদারি । কোভিড-19 এবং SOP মেনে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে । যেখানে 5 অক্টোবর থেকে ইডেনে ক্রিকেট ফেরানোর চেষ্টা সফল করতে কুশীলবদের সমস্ত নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছিল । নবরূপে গড়ে তোলা ইডেনের ইনডোর, জিমনেসিয়াম, মেডিকেল পরিকাঠামোর মধ্যে ছিল কোরোনার বিরুদ্ধে যুদ্ধ জয়ের প্রচেষ্টা ।

ইতিমধ্যে ক্রিকেট বিশ্বে বল গড়ানো শুরু হয়েছে । চলছে IPL । এই অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের রাজ্যে বল গড়ানোর প্রক্রিয়া শুরু করার চেষ্টা নিসন্দেহে অন্য মাত্রা যোগ করেছে । CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ক্রিকেটারদের নিরাপত্তাকে সবার আগে রাখার ওপর জোর দেওয়ার কথা বলেছিলেন । 195 দিন পরে মাঠে নেমে অনুশীলন করলেন বাংলার সিনিয়র দলের 15জন ক্রিকেটার এবং মহিলা দলের 14জন ক্রিকেটার । বাংলা দলের ফিজ়িক্যাল ফিটনেসের অনুশীলন করান সঞ্জীব দাস । মেয়েদের অনুশীলন করান সমীরন নাথ ।

ছ'মাসের বেশি সময় পর মাঠে নামার স্বস্তি বাংলার ক্রিকেটারদের মধ্যে । সুদীপ চ্যাটার্জির মতো সিনিয়র ক্রিকেটার বলেন,"কোনও সন্দেহ নেই মাঠে ফেরার আনন্দ আলাদা ।আমি সত্যিই খুশি । দলের সঙ্গে অনুশীলন করতে পেরে ভালো লাগছে ।"

গত মরশুমের সহ অধিনায়কের কথার সুর অলরাউন্ডার অর্ণব নণ্দীর গলায় । বলেন, "বিধিনিষেধের ঘেরাটোপে হলেও অনুশীলনে ফিরতে পেরে ভালো লাগছে ।" প্রদীপ্ত প্রামাণিক বলেন, একটা দমবন্ধ করা পরিবেশ থেকে বাইরে আসার আনন্দ অনুভব করেছেন তাঁরা । 45 মিনিটের অনুশীলন এক টাটকা বাতাস ।ত্রুটিহীন আয়োজনের মধ্য দিয়ে ক্রিকেট ফেরানোর উদ্যোগ ইডেনে । প্রথম দিনে যা সফল ।

কলকাতা, 5 অক্টোবর : ক্রিকেট ফিরেছে ইডেনে । 195 দিন পরে নন্দন কাননে দৌড় শুরু করল ক্রিকেট । নিউ নর্মাল লাইফে ক্রিকেট ফেরাতে বিধিনিষেধের লক্ষ্মণরেখা টেনে দেওয়া হয়েছিল । আর্ন্তজাতিক ক্রিকেটের সুষ্ঠু আয়োজনে ইডেন ত্রিস্তরীয় নিরাপত্তার চাদর গায়ে জড়িয়েছে । এবার শত্রু অদৃশ্য এবং আরও ভয়ংকর ।তাই নিরাপত্তার ম্যানুয়াল ভিন্ন ধারার ।

চলতি বছরের 24 মার্চ লকডাউন শুরু হয়েছিল । তারপর থেকে থমকে গিয়েছিল বাইশ গজ । কোরোনার আবহে স্বাভাবিকতার খোঁজ । তাই প্রথম পদক্ষেপ মেডিকেল পরীক্ষায় কড়া নজরদারি । কোভিড-19 এবং SOP মেনে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে । যেখানে 5 অক্টোবর থেকে ইডেনে ক্রিকেট ফেরানোর চেষ্টা সফল করতে কুশীলবদের সমস্ত নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছিল । নবরূপে গড়ে তোলা ইডেনের ইনডোর, জিমনেসিয়াম, মেডিকেল পরিকাঠামোর মধ্যে ছিল কোরোনার বিরুদ্ধে যুদ্ধ জয়ের প্রচেষ্টা ।

ইতিমধ্যে ক্রিকেট বিশ্বে বল গড়ানো শুরু হয়েছে । চলছে IPL । এই অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের রাজ্যে বল গড়ানোর প্রক্রিয়া শুরু করার চেষ্টা নিসন্দেহে অন্য মাত্রা যোগ করেছে । CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ক্রিকেটারদের নিরাপত্তাকে সবার আগে রাখার ওপর জোর দেওয়ার কথা বলেছিলেন । 195 দিন পরে মাঠে নেমে অনুশীলন করলেন বাংলার সিনিয়র দলের 15জন ক্রিকেটার এবং মহিলা দলের 14জন ক্রিকেটার । বাংলা দলের ফিজ়িক্যাল ফিটনেসের অনুশীলন করান সঞ্জীব দাস । মেয়েদের অনুশীলন করান সমীরন নাথ ।

ছ'মাসের বেশি সময় পর মাঠে নামার স্বস্তি বাংলার ক্রিকেটারদের মধ্যে । সুদীপ চ্যাটার্জির মতো সিনিয়র ক্রিকেটার বলেন,"কোনও সন্দেহ নেই মাঠে ফেরার আনন্দ আলাদা ।আমি সত্যিই খুশি । দলের সঙ্গে অনুশীলন করতে পেরে ভালো লাগছে ।"

গত মরশুমের সহ অধিনায়কের কথার সুর অলরাউন্ডার অর্ণব নণ্দীর গলায় । বলেন, "বিধিনিষেধের ঘেরাটোপে হলেও অনুশীলনে ফিরতে পেরে ভালো লাগছে ।" প্রদীপ্ত প্রামাণিক বলেন, একটা দমবন্ধ করা পরিবেশ থেকে বাইরে আসার আনন্দ অনুভব করেছেন তাঁরা । 45 মিনিটের অনুশীলন এক টাটকা বাতাস ।ত্রুটিহীন আয়োজনের মধ্য দিয়ে ক্রিকেট ফেরানোর উদ্যোগ ইডেনে । প্রথম দিনে যা সফল ।

Last Updated : Oct 6, 2020, 9:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.