ETV Bharat / city

Rain in Kolkata : শীতের আমেজে হঠাৎ বৃষ্টি, ভিজল কলকাতা - sudden rain in kolkata today

বৃহস্পতিবার কুয়াশা মাখা সকাল কাটতে না-কাটতেই শীতের শিরশিরানির মধ্যে কলকাতা ফের ভিজল বারিধারায় (Rain in Kolkata) ৷ তবে, আবহাওয়া দেখে শীত আসছে বলে মনে হলেও এতে আবহাওয়া দফতরের সিলমোহর নেই ।

Rain update
হঠাৎ বৃষ্টি, ভিজল শহর
author img

By

Published : Dec 9, 2021, 4:24 PM IST

Updated : Dec 9, 2021, 5:23 PM IST

কলকাতা, 9 ডিসেম্বর : মেঘলা আকাশ ছিলই, বৃহস্পতিবার বেলা বাড়তেই হালকা বৃষ্টিতে ভিজল শহর ৷ গত কয়েকদিন টানা বৃষ্টির পর যখন মনে হচ্ছিল জাওয়াদের বিদায়ের পর এই অসময়ে বুঝি বৃষ্টির হাত থেকেও রেহাই মিলল, তখনই কুয়াশা মাখা সকাল কাটতে না-কাটতেই শীতের শিরশিরানির মধ্যে কলকাতা ফের ভিজল বারিধারায় (Rain in Kolkata) ৷

তবে, লক্ষীবারের সকালের আবহাওয়া দেখে শীত আসছে বলে মনে হলেও এতে আবহাওয়া দফতরের সিলমোহর নেই। বরং আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা শীতের আগমনীতে আরও কিছুদিনের বিলম্ব দেখছেন। ইংরেজি ক্যালেন্ডারে মাসটা ডিসেম্বর হলেও বাংলা মাসের তালিকায় এখন অগ্রহায়ণ। ফলে পৌষ-মাঘ শীতকাল ধরলে এখনও তা আসতে দিন সাতেক বাকি। তাই জাওয়াদ ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠাণ্ডা ভাব শীতের আগমন বলে মনে হলেও আদতে তা হচ্ছে না ৷

আরও পড়ুন : Weather Update in Bengal : মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, শীত আসতে দেরি

আগের দু'দিনের তুলনায় বুধবারে কলকাতায় ঠাণ্ডার অনুভব কম ছিল। তবে বৃহস্পতিবার ভোরের দিকে কুয়াশা ও পরে মেঘলা আকাশ ও পলকা বৃষ্টিতে শীতের অনুভূতি এদিন কিছুটা হলেও মিলেছে ৷ পূর্বাভাস অনুযায়ী, এদিন কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হতে আরও পারে ৷ তবে সিকিম এবং দার্জিলিংয়ের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে।

কলকাতা, 9 ডিসেম্বর : মেঘলা আকাশ ছিলই, বৃহস্পতিবার বেলা বাড়তেই হালকা বৃষ্টিতে ভিজল শহর ৷ গত কয়েকদিন টানা বৃষ্টির পর যখন মনে হচ্ছিল জাওয়াদের বিদায়ের পর এই অসময়ে বুঝি বৃষ্টির হাত থেকেও রেহাই মিলল, তখনই কুয়াশা মাখা সকাল কাটতে না-কাটতেই শীতের শিরশিরানির মধ্যে কলকাতা ফের ভিজল বারিধারায় (Rain in Kolkata) ৷

তবে, লক্ষীবারের সকালের আবহাওয়া দেখে শীত আসছে বলে মনে হলেও এতে আবহাওয়া দফতরের সিলমোহর নেই। বরং আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা শীতের আগমনীতে আরও কিছুদিনের বিলম্ব দেখছেন। ইংরেজি ক্যালেন্ডারে মাসটা ডিসেম্বর হলেও বাংলা মাসের তালিকায় এখন অগ্রহায়ণ। ফলে পৌষ-মাঘ শীতকাল ধরলে এখনও তা আসতে দিন সাতেক বাকি। তাই জাওয়াদ ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠাণ্ডা ভাব শীতের আগমন বলে মনে হলেও আদতে তা হচ্ছে না ৷

আরও পড়ুন : Weather Update in Bengal : মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, শীত আসতে দেরি

আগের দু'দিনের তুলনায় বুধবারে কলকাতায় ঠাণ্ডার অনুভব কম ছিল। তবে বৃহস্পতিবার ভোরের দিকে কুয়াশা ও পরে মেঘলা আকাশ ও পলকা বৃষ্টিতে শীতের অনুভূতি এদিন কিছুটা হলেও মিলেছে ৷ পূর্বাভাস অনুযায়ী, এদিন কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হতে আরও পারে ৷ তবে সিকিম এবং দার্জিলিংয়ের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে।

Last Updated : Dec 9, 2021, 5:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.