ETV Bharat / city

Protest for Online Exam : অনলাইনেই চাই পরীক্ষা, অনড় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

শনিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখালেন পড়ুয়াদের একাংশ (Students Protest Outside Calcutta University) ৷ তাঁদের দাবি, অনলাইনে পরীক্ষা নিতে হবে ৷ অফলাইনে পরীক্ষা নেওয়া যাবে না ৷

author img

By

Published : May 21, 2022, 8:57 PM IST

Updated : May 21, 2022, 9:34 PM IST

students of calcutta university protest demanding online exam
Protest for Online Exam : অনলাইনেই চাই পরীক্ষা, অনড় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

কলকাতা, 21 মে : আবারও কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) পড়ুয়ারা সরব হলেন অনলাইন পরীক্ষার দাবিতে । শনিবার পড়ুয়ারা বিক্ষোভ দেখান কলেজ ক্যাম্পাসে । তাঁরা এই সিদ্ধান্ত মানতে নারাজ । হাতে পোস্টার নিয়ে স্লোগান দিয়ে তাঁরা প্রতিবাদ জানান (Students Protest Outside Calcutta University) ।

students of calcutta university protest demanding online exam
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পড়ুয়াদের বিক্ষোভ

কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, যেহেতু করানো পরিস্থিতি এখন স্বাভাবিক এবং কলেজে পঠনপাঠনও হয়েছে অফলাইনে, তাই পরীক্ষাও নেওয়া হবে অফলাইনে । গতকাল শুক্রবার স্নাতকের 'বোর্ড অফ স্টাডিজ' ও স্নাতকোত্তরের 'ফ্যাকাল্টি কাউন্সিল'-এর বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে । ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে 3 জুন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আয়তায় থাকা সমস্ত কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসবেন উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় । তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ।

students of calcutta university protest demanding online exam
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পড়ুয়াদের বিক্ষোভ

এদিকে বিদ্যাসাগর কলেজ ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আগেই । এই নিয়ে একাধিক কলেজে স্নাতক ও স্নাতকোত্তরের সেমিস্টারের পরীক্ষা অনলাইনে হবে না অফলাইনে হবে তা নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে । তার উপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই প্রস্তাব ঘিরে নতুন করে ক্ষোভ ছড়িয়েছে পড়ুয়াদের মধ্যে (Students of Calcutta University Protest Demanding Online Exam) ৷

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পড়ুয়াদের বিক্ষোভ

ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিটির কনভেনার অনীক দে বলেন, "একথা সত্যি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলিতে নিয়মিত ক্লাসরুম ভিত্তিক পঠন-পাঠন হয়নি । তার সঙ্গে রাজ্য সরকারের গরমের ছুটি এগিয়ে নিয়ে আসায় ক্লাসরুম ভিত্তিক পঠন-পাঠন নানাভাবে বিঘ্নিত হয়েছে । এমনকি যতটুকু অনলাইনে ক্লাস নেওয়া হয়েছে, নানা অব্যবস্থার কারণে সেখানেও বহু ছাত্রছাত্রী নিয়মিত অংশগ্রহণ করতে পারেননি । তাই ছাত্রছাত্রীদের স্বার্থে আমরা অবিলম্বে নিয়মিত ক্লাসরুম ভিত্তিক পঠন-পাঠনের সময়সীমা বাড়িয়ে সিলেবাস শেষ করে অথবা পাঠক্রম যা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, তার ভিত্তিতে অফলাইনে পরীক্ষা নেওয়ার আবেদন জানাচ্ছি ।"

আরও পড়ুন : Hunger Strike for Online Exam : অনলাইন পরীক্ষার দাবিতে অনশনে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

কলকাতা, 21 মে : আবারও কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) পড়ুয়ারা সরব হলেন অনলাইন পরীক্ষার দাবিতে । শনিবার পড়ুয়ারা বিক্ষোভ দেখান কলেজ ক্যাম্পাসে । তাঁরা এই সিদ্ধান্ত মানতে নারাজ । হাতে পোস্টার নিয়ে স্লোগান দিয়ে তাঁরা প্রতিবাদ জানান (Students Protest Outside Calcutta University) ।

students of calcutta university protest demanding online exam
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পড়ুয়াদের বিক্ষোভ

কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, যেহেতু করানো পরিস্থিতি এখন স্বাভাবিক এবং কলেজে পঠনপাঠনও হয়েছে অফলাইনে, তাই পরীক্ষাও নেওয়া হবে অফলাইনে । গতকাল শুক্রবার স্নাতকের 'বোর্ড অফ স্টাডিজ' ও স্নাতকোত্তরের 'ফ্যাকাল্টি কাউন্সিল'-এর বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে । ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে 3 জুন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আয়তায় থাকা সমস্ত কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসবেন উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় । তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ।

students of calcutta university protest demanding online exam
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পড়ুয়াদের বিক্ষোভ

এদিকে বিদ্যাসাগর কলেজ ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আগেই । এই নিয়ে একাধিক কলেজে স্নাতক ও স্নাতকোত্তরের সেমিস্টারের পরীক্ষা অনলাইনে হবে না অফলাইনে হবে তা নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে । তার উপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই প্রস্তাব ঘিরে নতুন করে ক্ষোভ ছড়িয়েছে পড়ুয়াদের মধ্যে (Students of Calcutta University Protest Demanding Online Exam) ৷

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পড়ুয়াদের বিক্ষোভ

ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিটির কনভেনার অনীক দে বলেন, "একথা সত্যি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলিতে নিয়মিত ক্লাসরুম ভিত্তিক পঠন-পাঠন হয়নি । তার সঙ্গে রাজ্য সরকারের গরমের ছুটি এগিয়ে নিয়ে আসায় ক্লাসরুম ভিত্তিক পঠন-পাঠন নানাভাবে বিঘ্নিত হয়েছে । এমনকি যতটুকু অনলাইনে ক্লাস নেওয়া হয়েছে, নানা অব্যবস্থার কারণে সেখানেও বহু ছাত্রছাত্রী নিয়মিত অংশগ্রহণ করতে পারেননি । তাই ছাত্রছাত্রীদের স্বার্থে আমরা অবিলম্বে নিয়মিত ক্লাসরুম ভিত্তিক পঠন-পাঠনের সময়সীমা বাড়িয়ে সিলেবাস শেষ করে অথবা পাঠক্রম যা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, তার ভিত্তিতে অফলাইনে পরীক্ষা নেওয়ার আবেদন জানাচ্ছি ।"

আরও পড়ুন : Hunger Strike for Online Exam : অনলাইন পরীক্ষার দাবিতে অনশনে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

Last Updated : May 21, 2022, 9:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.