ETV Bharat / city

Aliah University Student Agitation : পাঠ্যক্রম শেষ না করেই পরীক্ষা নেওয়ার অভিযোগ, উত্তপ্ত আলিয়া বিশ্ববিদ্যালয়

author img

By

Published : May 11, 2022, 9:36 AM IST

আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে পাঠ্যক্রম শেষ না করিয়েই পুরো সিলেবাস নিয়ে পরীক্ষা নেওয়াও অভিযোগ পড়ুয়াদের (Student Agitation in Aliah University Over Examination Issue) ৷ তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ পড়ুয়াদের একাংশের ৷ অভিযোগ কর্তৃপক্ষের কাছে কিছুদিন অতিরিক্ত সময় চেয়ে নিয়েছিলেন তাঁরা ৷ কিন্তু, পড়ুয়াদের সেই আবেদনে কর্ণপাত করেনি কর্তৃপক্ষ ৷

student-agitation-in-aliah-university-over-examination-issue
student-agitation-in-aliah-university-over-examination-issue

কলকাতা, 11 মে : আবার বিতর্কে জড়ালো আলিয়া বিশ্ববিদ্যালয় ৷ এ বার বিশ্বদ্যালয়ের পড়ুয়াদের অভিযোগ ছ’মাসের পাঠ্যক্রম দু’মাসে শেষ করিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷ পড়ুয়াদের অভিযোগ এতে তাঁরা সমস্যায় পড়বেন ৷ বিষয়টি নিয়ে এ দিন উত্তপ্ত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস ৷ ক্ষুব্ধ পড়ুয়ারা ডিন, রেজিষ্ট্রার ও ডেপুটি রেজিস্ট্রারকে ঘেরাও করেন এবং নিজেদের দাবিপত্র জমা দেন (Student Agitation in Aliah University Over Examination Issue) ৷

টানা প্রায় দু’বছর বন্ধ থাকার পর গত 3 ফেব্রুয়ারি থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুম পঠনপাঠন শুরু হয়েছে ৷ তবে, তীব্র গরমে গত 2 মে থেকে রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আগাম গরমের ছুটি পড়েছে ৷ পড়ুয়াদের অভিযোগ, ছুটি পড়ে যাওয়ায় পাঠ্যক্রম শেষ করা যায়নি ৷ ফলে তাঁরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেননি ৷ এ নিয়ে পড়ুয়াদের তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কিছুটা সময় চাওয়া হয়েছিল ৷ অভিযোগ আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের সেই আবেদনে কর্ণপাত করেনি ৷

পড়ুয়াদের আরও অভিযোগ, অধিকাংশ বিষয় এখনও পড়ানো হয়নি ৷ ফলে সেখান থেকে প্রশ্ন এলে বিপাকে পড়বেন তাঁরা ৷ এমনকি বহু অধ্যাপক 200-300 পাতার নোটস হোয়াটসঅ্যাপে বা মেল করে পাঠিয়ে দিচ্ছেন ৷ এর ফলে চাপে পড়ে যাচ্ছেন পড়ুয়ারা ৷ পড়ুয়াদের আশঙ্কা এতে তাঁদের নম্বর কমে যাবে ৷ ফলে ভবিষ্যতে ইন্টার্নশিপ ও চাকরির ক্ষেত্রে সমস্যা তৈরি হবে ৷ বিশেষ করে যাঁরা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন ৷

আরও পড়ুন : Aliah University Issue : আলিয়া বিশ্ববিদ্যালয় কাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর অডিয়ো ক্লিপ, নাম জড়াল তৃণমূলের

নাম প্রকাশের অনিচ্ছুক এক পড়ুয়া জানান, ‘‘আমরা সমস্যার কথা কর্তৃপক্ষের কাছে জানালে, তারা পরীক্ষার খাতায় নম্বর কমিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ৷ আমরা খুব অসহায়বোধ করছি ৷ আমাদের যদি আরও কিছুদিন সময় দেওয়া হয়, তাহলে ভালভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া যাবে ৷ আগামী 27 মে থেকে পরীক্ষা ৷ এই 15 দিনের মধ্যে আমরা কতটুকু প্রস্তুতি নিয়ে উঠতে পারব জানিনা !’’

পাঠ্যক্রম শেষ না করেই পরীক্ষা নেওয়ার অভিযোগ, উত্তপ্ত আলিয়া বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন : Aliah University issue: উপাচার্যকে হেনস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদ

এর আগে এই ধরনের সমস্যা দেখা দেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়েও ৷ এ বার একই অভিযোগ তুললেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ তাঁদের অভিযোগ, সরকারি নির্দেশিকা অমান্য করে আগামিকাল থেকে অফলাইনে চালু হবে বিএড এবং এমএ-এর দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের ক্লাস ৷ এ নিয়ে একটি নোটিস জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ জানা গিয়েছে বিএড এবং এমএ-এর দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের ক্ষেত্রে পরীক্ষার দিন পিছিয়ে 27 মে করা হয়েছে ৷ আর তড়িঘড়ি পাঠ্যক্রম শেষ করতে আগামিকাল থেকে চালু হবে অফলাইনে পঠনপাঠন ৷ আর সেই নিয়েই এ বার উত্তপ্ত হয়ে উঠেছে আলিয়া বিশ্ববিদ্যালয় ৷

কলকাতা, 11 মে : আবার বিতর্কে জড়ালো আলিয়া বিশ্ববিদ্যালয় ৷ এ বার বিশ্বদ্যালয়ের পড়ুয়াদের অভিযোগ ছ’মাসের পাঠ্যক্রম দু’মাসে শেষ করিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷ পড়ুয়াদের অভিযোগ এতে তাঁরা সমস্যায় পড়বেন ৷ বিষয়টি নিয়ে এ দিন উত্তপ্ত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস ৷ ক্ষুব্ধ পড়ুয়ারা ডিন, রেজিষ্ট্রার ও ডেপুটি রেজিস্ট্রারকে ঘেরাও করেন এবং নিজেদের দাবিপত্র জমা দেন (Student Agitation in Aliah University Over Examination Issue) ৷

টানা প্রায় দু’বছর বন্ধ থাকার পর গত 3 ফেব্রুয়ারি থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুম পঠনপাঠন শুরু হয়েছে ৷ তবে, তীব্র গরমে গত 2 মে থেকে রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আগাম গরমের ছুটি পড়েছে ৷ পড়ুয়াদের অভিযোগ, ছুটি পড়ে যাওয়ায় পাঠ্যক্রম শেষ করা যায়নি ৷ ফলে তাঁরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেননি ৷ এ নিয়ে পড়ুয়াদের তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কিছুটা সময় চাওয়া হয়েছিল ৷ অভিযোগ আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের সেই আবেদনে কর্ণপাত করেনি ৷

পড়ুয়াদের আরও অভিযোগ, অধিকাংশ বিষয় এখনও পড়ানো হয়নি ৷ ফলে সেখান থেকে প্রশ্ন এলে বিপাকে পড়বেন তাঁরা ৷ এমনকি বহু অধ্যাপক 200-300 পাতার নোটস হোয়াটসঅ্যাপে বা মেল করে পাঠিয়ে দিচ্ছেন ৷ এর ফলে চাপে পড়ে যাচ্ছেন পড়ুয়ারা ৷ পড়ুয়াদের আশঙ্কা এতে তাঁদের নম্বর কমে যাবে ৷ ফলে ভবিষ্যতে ইন্টার্নশিপ ও চাকরির ক্ষেত্রে সমস্যা তৈরি হবে ৷ বিশেষ করে যাঁরা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন ৷

আরও পড়ুন : Aliah University Issue : আলিয়া বিশ্ববিদ্যালয় কাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর অডিয়ো ক্লিপ, নাম জড়াল তৃণমূলের

নাম প্রকাশের অনিচ্ছুক এক পড়ুয়া জানান, ‘‘আমরা সমস্যার কথা কর্তৃপক্ষের কাছে জানালে, তারা পরীক্ষার খাতায় নম্বর কমিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ৷ আমরা খুব অসহায়বোধ করছি ৷ আমাদের যদি আরও কিছুদিন সময় দেওয়া হয়, তাহলে ভালভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া যাবে ৷ আগামী 27 মে থেকে পরীক্ষা ৷ এই 15 দিনের মধ্যে আমরা কতটুকু প্রস্তুতি নিয়ে উঠতে পারব জানিনা !’’

পাঠ্যক্রম শেষ না করেই পরীক্ষা নেওয়ার অভিযোগ, উত্তপ্ত আলিয়া বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন : Aliah University issue: উপাচার্যকে হেনস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদ

এর আগে এই ধরনের সমস্যা দেখা দেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়েও ৷ এ বার একই অভিযোগ তুললেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ তাঁদের অভিযোগ, সরকারি নির্দেশিকা অমান্য করে আগামিকাল থেকে অফলাইনে চালু হবে বিএড এবং এমএ-এর দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের ক্লাস ৷ এ নিয়ে একটি নোটিস জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ জানা গিয়েছে বিএড এবং এমএ-এর দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের ক্ষেত্রে পরীক্ষার দিন পিছিয়ে 27 মে করা হয়েছে ৷ আর তড়িঘড়ি পাঠ্যক্রম শেষ করতে আগামিকাল থেকে চালু হবে অফলাইনে পঠনপাঠন ৷ আর সেই নিয়েই এ বার উত্তপ্ত হয়ে উঠেছে আলিয়া বিশ্ববিদ্যালয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.