কলকাতা, 6 মার্চ : রাত পোহালেই প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ ৷ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে রাজ্য়ে মেগা প্রচারে আসছেন নরেন্দ্র মোদি ৷ তাঁর নিরাপত্তায় যাতে কোনও ফাঁকফোকর না থাকে, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর প্রশাসন ৷ শনিবারই ব্রিগেড-সহ ধর্মতলা ময়দানের একাংশের দখল নেয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ ৷ পাশাপাশি, এই কর্মসূচিকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করতে তৎপর রয়েছে লালবাজারও ৷
কলকাতা পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশ উপলক্ষে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ লালবাজার সূত্রে খবর, রবিবার পাঁচ হাজারেরও বেশি পুলিশকর্মী উপস্থিত থাকবেন ব্রিগেডে ৷ সকাল থেকেই ট্র্যাফিক সামলানোর দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার চারজন আধিকারিক ৷ সঙ্গে থাকবেন কলকাতা পুলিশের ডিজি সেন্ট্রাল রূপেশ কুমার এবং ডিসি সাউথ সুধীর কুমার নীলকান্ত-সহ কলকাতা পুলিশের আধিকারিকরা ৷ মোতায়েন রাখা হবে কলকাতা পুলিশের ডগ স্কোয়াডকেও ৷ নিরাপত্তার বন্দোবস্তের উপর সর্বক্ষণ নজর রাখতে লালবাজার থেকে সরাসরি মনিটরিং করা হবে ৷
আরও পড়ুন: করোনা টিকার সংশাপত্র থেকে প্রধানমন্ত্রীর ছবি সরাতে নির্দেশ কমিশনের
কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) শুভংকর সিনহা সরকার জানান, ব্রিগেডে আসা কর্মী-সমর্থকদের যাতে কোনও অসুবিধা না হয়, তার খেয়াল রাখবে কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ ৷ প্রয়োজনে মেও রোডের একটি অংশেও যান নিয়ন্ত্রণ করা হতে পারে ৷ এছাড়াও মোতায়েন থাকছে স্পেশাল অ্যাকশন ফোর্স ও ব়্যাপিড অ্যাকশন ফোর্স ৷ থাকছেন স্পেশাল ব্রাঞ্চের পুলিশকর্মী এবং স্পেশাল টাস্কফোর্স গোয়েন্দারাও ৷