ETV Bharat / city

Amit Shah's visit to the Sourav House : মহারাজের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শাহী আগমন উপলক্ষ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা - Amit Shah to visit Sourav House

সৌরভের বাড়িতে নৈশভোজ সারার কথা অমিত শাহের (Amit Shah to visit Sourav House) ৷ থাকছে একাধিক নিরামিষ পদ ৷

amit shah and sourav ganguly
মহারাজের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শাহী আগমন উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা
author img

By

Published : May 6, 2022, 7:29 PM IST

Updated : May 6, 2022, 7:52 PM IST

কলকাতা, 6 মে : সাজো সাজো রব বেহালার 2/6 বীরেন রায় রোডের বাড়িতে ৷ এই ঠিকানাতেই বাড়ি বিসিসিআই প্রেসিডেন্ট কলকাতার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ শুক্রবার সন্ধ্যায় সৌরভের বাড়িতে যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah to Visit Sourav Ganguly House) ৷ তাঁর এই সফর উপলক্ষ্যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মহারাজের বাড়ি ও তৎসংলগ্ন এলাকা ৷ সূত্রের খবর, অমিত শাহ যেটুকু সময় সৌরভের বাড়িতে থাকবেন, সেসময় সেখানে হাতেগোনা কয়েকজনকে থাকার অনুমতি দেওয়া হয়েছে নিরাপত্তারক্ষীদের তরফে ৷ থাকতে পারেন মাত্র 8-9 জন ৷

মহারাজের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শাহী আগমন উপলক্ষ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা

সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, সৌরভের মা এবং সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিসিসিআই প্রধানের এই এই সাক্ষাতের সময়ে ৷ সূত্রের খবর, অমিত শাহের এই সান্ধ্য সফরের জন্য বেশ কিছু নিয়ম মানতে হচ্ছে সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে ৷ সকলের কোভিড ভ্যাকসিনের দু‘টি ডোজ থাকা বাধ্যতামূলক, জোর দেওয়া হয়েছে সৌরভের বাড়ি স্যানিটাইজেশনেও ৷

আরও পড়ুন : কেবলই সৌজন্য সাক্ষাৎ! সৌরভের বাড়িতে শাহের নৈশভোজে একাধিক প্রশ্ন

এদিন সন্ধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা অমিত শাহের ৷ তারপরেই বেহালায় সৌরভের বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সৌরভের বাড়িতে নৈশভোজে শাহের পাতে কী কী থাকবে তা নিয়েও আগ্রহ অনেকের ৷ কিন্তু প্রটোকলের কারণেই সেই সমস্ত তথ্য সামনে আসেনি ৷ তবে একাধিক গুজরাতি ও বাঙালি নিরামিষ পদ থাকছে শাহের জন্য ৷

কলকাতা, 6 মে : সাজো সাজো রব বেহালার 2/6 বীরেন রায় রোডের বাড়িতে ৷ এই ঠিকানাতেই বাড়ি বিসিসিআই প্রেসিডেন্ট কলকাতার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ শুক্রবার সন্ধ্যায় সৌরভের বাড়িতে যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah to Visit Sourav Ganguly House) ৷ তাঁর এই সফর উপলক্ষ্যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মহারাজের বাড়ি ও তৎসংলগ্ন এলাকা ৷ সূত্রের খবর, অমিত শাহ যেটুকু সময় সৌরভের বাড়িতে থাকবেন, সেসময় সেখানে হাতেগোনা কয়েকজনকে থাকার অনুমতি দেওয়া হয়েছে নিরাপত্তারক্ষীদের তরফে ৷ থাকতে পারেন মাত্র 8-9 জন ৷

মহারাজের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শাহী আগমন উপলক্ষ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা

সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, সৌরভের মা এবং সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিসিসিআই প্রধানের এই এই সাক্ষাতের সময়ে ৷ সূত্রের খবর, অমিত শাহের এই সান্ধ্য সফরের জন্য বেশ কিছু নিয়ম মানতে হচ্ছে সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে ৷ সকলের কোভিড ভ্যাকসিনের দু‘টি ডোজ থাকা বাধ্যতামূলক, জোর দেওয়া হয়েছে সৌরভের বাড়ি স্যানিটাইজেশনেও ৷

আরও পড়ুন : কেবলই সৌজন্য সাক্ষাৎ! সৌরভের বাড়িতে শাহের নৈশভোজে একাধিক প্রশ্ন

এদিন সন্ধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা অমিত শাহের ৷ তারপরেই বেহালায় সৌরভের বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সৌরভের বাড়িতে নৈশভোজে শাহের পাতে কী কী থাকবে তা নিয়েও আগ্রহ অনেকের ৷ কিন্তু প্রটোকলের কারণেই সেই সমস্ত তথ্য সামনে আসেনি ৷ তবে একাধিক গুজরাতি ও বাঙালি নিরামিষ পদ থাকছে শাহের জন্য ৷

Last Updated : May 6, 2022, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.