কলকাতা, 6 মে : সাজো সাজো রব বেহালার 2/6 বীরেন রায় রোডের বাড়িতে ৷ এই ঠিকানাতেই বাড়ি বিসিসিআই প্রেসিডেন্ট কলকাতার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ শুক্রবার সন্ধ্যায় সৌরভের বাড়িতে যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah to Visit Sourav Ganguly House) ৷ তাঁর এই সফর উপলক্ষ্যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মহারাজের বাড়ি ও তৎসংলগ্ন এলাকা ৷ সূত্রের খবর, অমিত শাহ যেটুকু সময় সৌরভের বাড়িতে থাকবেন, সেসময় সেখানে হাতেগোনা কয়েকজনকে থাকার অনুমতি দেওয়া হয়েছে নিরাপত্তারক্ষীদের তরফে ৷ থাকতে পারেন মাত্র 8-9 জন ৷
সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, সৌরভের মা এবং সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিসিসিআই প্রধানের এই এই সাক্ষাতের সময়ে ৷ সূত্রের খবর, অমিত শাহের এই সান্ধ্য সফরের জন্য বেশ কিছু নিয়ম মানতে হচ্ছে সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে ৷ সকলের কোভিড ভ্যাকসিনের দু‘টি ডোজ থাকা বাধ্যতামূলক, জোর দেওয়া হয়েছে সৌরভের বাড়ি স্যানিটাইজেশনেও ৷
আরও পড়ুন : কেবলই সৌজন্য সাক্ষাৎ! সৌরভের বাড়িতে শাহের নৈশভোজে একাধিক প্রশ্ন
এদিন সন্ধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা অমিত শাহের ৷ তারপরেই বেহালায় সৌরভের বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সৌরভের বাড়িতে নৈশভোজে শাহের পাতে কী কী থাকবে তা নিয়েও আগ্রহ অনেকের ৷ কিন্তু প্রটোকলের কারণেই সেই সমস্ত তথ্য সামনে আসেনি ৷ তবে একাধিক গুজরাতি ও বাঙালি নিরামিষ পদ থাকছে শাহের জন্য ৷