কলকাতা, 30 এপ্রিল: ফের পথে নামলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। ঘুরে দেখলেন শহরের লকডাউন পরিস্থিতি। আজ শহরের কনটেনমেন্ট জ়োনগুলি সরেজমিনে পরিদর্শন করেন তিনি । কথা বলেন পুলিশ কর্মীদের সঙ্গে। তাঁদর কাজের প্রশংসা করেন। একই সঙ্গে কেউ লকডাউন না মানলে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
বেলগাছিয়া থেকে বালিগঞ্জ, মেটিয়াব্রুজ থেকে বেলেঘাটা। শহরের বহু এলাকা ইতিমধ্যে হটস্পট হিসেবে চিহ্নিত। নবান্নের হিসেব বলছে, কলকাতার 227টি এলাকা হটস্পট। অন্যদিকে রাজ্যের মধ্যে সবথেকে বেশি সংক্রমণ কলকাতা শহর এলাকাতেই হয়েছে। অথচ, এরপরও হুঁশ নেই শহরবাসীর একাংশের। তাঁরা লকডাউন ভাঙছেন, বিনা প্রয়োজনে বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন, মাস্ক পরছেন না। এদিকে সক্রিয় রয়েছে কলকাতা পুলিশ। সচেতনতা প্রচারের পাশাপাশি কড়া মনোভাব দেখানো হচ্ছে। বাড়ছে FIR, গ্রেপ্তারি ও গাড়ি-বাইক আটকের পরিমাণ।
ঠিক কোন পরিস্থিতিতে পথে নেমে কাজ করছেন পুলিশকর্মীরা, বেলগাছিয়ার মতো হটস্পট এলাকাগুলিতে সঠিকভাবে লকডাউন মানা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতেই আজ পুলিশ কমিশনার বেরিয়ে পড়েন রাস্তায়। উত্তর কলকাতা ও মধ্য কলকাতার বড় একটা অংশ ঘুরে দেখেন তিনি। কথা বলেন কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে। খোঁজ নেন তাঁদের সুবিধা-অসুবিধার বিষয়েও।
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ কমিশনার আরও কঠোর মনোভাব দেখানোর পরামর্শ দিয়েছেন। মাস্ক না পরে বের হলে, রাস্তায় প্রকাশ্যে থুতু ফেললেই গ্রেপ্তারির নির্দেশ দিয়েছেন। পাশাপাশি রমজানে স্থানীয় বাজারগুলিতে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে সেদিকে নজর দিতে বলেছেন ।