কলকাতা, 18 জানুয়ারি : শহরে ফের স্টোনম্যানের ছায়া। ফুলবাগান থানা এলাকার ইএম বাইপাসের ধারে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হল। তাঁকে এন আর এস হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর নাম পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। ঘটনাস্থানে ফুলবাগান থানার পুলিশ, পাশাপাশি আসেন লালবাজারের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা। দেহটি দেখে গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, মাথায় ভারী বস্তু দিয়ে ক্রমাগত আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে। এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা।
ফুলবাগান থানা সূত্রের খবর, আজ সকাল সাড়ে ছ'টা নাগাদ তাদের কাছে খবর আসে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের কাছেই এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থানে যায় ফুলবাগান থানার পুলিশ। পাশাপাশি খবর যায় লালবাজারের হোমিসাইড বিভাগে। ঘটনাস্থানে আসেন গোয়েন্দারা। ঘটনাস্থান থেকে বেশ কিছু রক্ত মাখা পাথর উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন : স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি বি এস চন্দ্রশেখর
মোট চারটি ব্যারিকেড করে ঘটনাস্থানটি ঘিরে রেখেছেন গোয়েন্দারা। মৃত ব্যক্তির মাথা ও মুখের একাংশ ক্ষতবিক্ষত অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। রাগ মেটাতে কিংবা ক্রিমিনোলজির ভাষায় প্রতিশোধের বশেই এই খুন বলে অনুমান করছেন তদন্তকারীরা। দেহটি দেখে গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, খুনটি এদিন ভোররাতের দিকে ঘটেছে। যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটি জনবহুল এলাকা। তবে গোটা ঘটনাটি কেন কোনও ব্যক্তির নজরে এল না ? তদন্তে নেমে ইতিমধ্যেই পুলিশ ওই এলাকার একাধিক যুবককে জিজ্ঞাসাবাদ করছে বলে খবর। পাশাপাশি শহরে ফের স্টোনম্যানের ভয়াবহতা ফিরে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে।